Image
MCQ
1801. 'লিটল বাংলাদেশ' কোথায়?
লস এঞ্জেলেস, যুক্তরাষ্ট্র
লন্ডন, যুক্তরাজ্য
ইয়োকোহামা, জাপান
সিউল, দক্ষিণ কোরিয়া
1802. পিটসবার্গ মার্কিন যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যের অন্তর্ভুক্ত?
ক্যালিফোর্নিয়া
পেনসিলভেনিয়া
ফ্লোরিডা
টেক্সাস
1803. যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্য কোনটি?
নিউইয়র্ক
ফ্লোরিডা
টেক্সাস
ক্যালিফোর্নিয়া
1804. যুক্তরাষ্ট্রের কোন স্টেটে নির্বাচক মন্ডলীর ভোটের সংখ্যা বেশি?
নিউইয়র্ক
ক্যালিফোর্নিয়া
টেক্সাস
ফ্লোরিডা
1805. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবনের নাম—
ক্রেমলিন
হোয়াইট হাউস
বুশ হাউস
হোয়াইট হল
1806. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচি হওয়ার জন্য ন্যূনতম কত ইলেকটোরাল ভোটের প্রয়োজন?
২৭২
২১৭
২৭০
২৬৮
1807. কোন দেশটি দক্ষিণ আমেরিকায় অবস্থিত নয়?
আলবেনিয়া
সুরিনাম
চিলি
প্যারাগুয়ে
1808. মার্কিন প্রেসিডেন্টের ইমপিচমেন্ট বা অভিসংশনের ক্ষমতা রাখে-
জনগণ
কংগ্রেস
সুপ্রিম কোর্ট
রাষ্ট্র
1809. 'ক্যাম্প ডেভিড' মার্কিন যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যে অবস্থিত?
মেরিল্যান্ড
ভার্জিনিয়া
ফ্লোরিডা
কেন্টাকি
1810. মার্কিন যুক্তরাষ্ট্রের কোন পদ্ধতির সরকার বিদ্যমান?
মন্ত্রিপরিষদ শাসিত সরকার
রাষ্ট্রপতি শাসিত সরকার
একনায়কতান্ত্রিক সরকার
সমাজতান্ত্রিক সরকার
1811. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কার্যালয়কে বলা হয়—
১০ নং ডাউনিং
পেন্টাগন
ওয়াইট হাউস
ওভাল অফিস
1812. যুক্তরাষ্ট্র ইউনিয়নে কোন স্টেট সর্বশেষে যোগ দেয়---
হাওয়াই
আরিজোনা
টেক্সাস
ফ্লোরিডা
1813. যুক্তরাষ্ট্রের যে অঙ্গরাজ্যটি বর্তমানে স্বাধীনতা চায়—
নিউইয়র্ক
আলাস্কা
ক্যালিফোর্নিয়া
ফ্লোরিড়া
1814. মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হোন---
জনগণের সরাসরি ভোটে
প্রতিনিধি পরিষদের মাধ্যমে
সিনেটের ভোটে
ইলেকটোরাল কলেজের ভোটে
1815. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে ন্যূনতম কত ইলেকটোরাল ভোটের প্রয়োজন?
২৭২
২১৭
২৭০
২৬৮
1816. যুক্তরাষ্ট্রে নির্বাচনী বা ইলেকটোরাল কলেজের ভোটের সংখ্যা কত?
৫৩৮
৫২০
৫৯০
৫২৯
1817. কোন দেশের রাষ্ট্রপ্রধান নির্বাচক সংস্থা দ্বারা নির্বাচিত হোন?
যুক্তরাষ্ট্র
যুক্তরাজ্য
ফ্রান্স
কানাডা
1818. কোন দেশের নিকট থেকে যুক্তরাষ্ট্র লুইসিয়ানা অঙ্গরাজ্যটি ক্রয় করে নেয়?
রাশিয়া
ইংল্যান্ড
ফ্রান্স
অস্ট্রেলিয়া
1819. হাওয়াই যে রাষ্ট্রের অংশ –
যুক্তরাজ্য
অস্ট্রেলিয়া
জাপান
যুক্তরাষ্ট্র
1820. মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মেয়াদকার কত বছর?
৫ বছর
৭ বছর
৪ বছর
৩ বছর