Image
MCQ
41. প্রতিযোগিতামূলক অর্থনীতির দিক দিয়ে আসিয়ানে শীর্ষ স্থান কোন দেশটির?
মালয়েশিয়া
থাইল্যান্ড
সিঙ্গাপুর
ফিলিপাইন
42. আফ্রিকান ইউনিয়নের পূর্ব নাম কী?
আফ্রিকান ইউনিটি
ইউরোপিয়ান ইউনিয়ন
রিপাবলিক অব আফ্রিকা
অর্গানইজেশন অব আফ্রিকান ইউনিটি
43. নিচের কোন দেশটি আসিয়ানের সদস্য দেশ নয়?
মালয়েশিয়া
থাইল্যান্ড
বাংলাদেশ
ইন্দোনেশিয়া
45. The Organisation of African Unity (AU) কোথায় কবে প্রতিষ্ঠিত হয়?
আদ্দিস আবাবা, ১৯৬৩
আক্রা, ১৯৬৪
ফেজ, ১৯৬৭
ত্রিপলি, ১৯৬৬
47. এশিয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি কী?
জাপানকে সাহায্য করা
দক্ষিণ কোরিয়াকে রক্ষা করা
ভিয়েতনামকে দমন করা
আসিয়ান জোটকে সমর্থন করা
50. CIRDAP এর পূর্ণ নাম কী?
Centre on Integral Rural Development for Asia and Pacific .
Centre for Integrated Rural Development for Asia and Pacific.
Centre for Integral Regional Development for Asia and Pacific.
Centre on Integrated Rural Development for Asia and the Pacific.
54. কোন এলাকার আর্থ-সামাজিক পরিবর্তনের জন্য এজেন্ডা-২০৬৩ পরিকল্পনা করা হয়?
দক্ষিণ আফ্রিকা
উত্তর আমেরিকা
আফ্রিকা
এশিয়া
55. আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর কোথায়?
মোগাদিসু, সোমালিয়া
ত্রিপলি, লিবিয়া
আদ্দিস আবাবা, ইথিওপিয়া
কায়রো, মিশর
59. সিরডাপের সদর দপ্তর কোথায়?
নয়াদিল্লী, ভারত
কাঠমান্ডু নেপাল
ইসলামাবাদ, পাকিস্তান
ঢাকা, বাংলাদেশ