Image
MCQ
161. ব্রেক্সিট বা BREXIT কী?
অর্থনৈতিক জোট গঠন
সামরিক জোট গঠন
ইউরোপীয় ইউনিয়নের পুনর্গঠন
ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন হতে আলাদা হওয়া
162. যে চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়—
প্যারিস
ব্রাসেলস
বন
মাসট্রিচট
165. ইউরোপীয় ন্যায়পাল এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
স্ট্রাসবার্গ, ফ্রান্স
হামবার্গ, জার্মানি
লিও, ফ্রান্স
রোম, ইতালি
166. যুক্তরাজ্য কত তারিখে ব্রেক্সিট বাস্তবায়ন করে—
২১ জানুয়ারি, ২০২০
১ জানুয়ারি, ২০২০
১১ জানুয়ারি, ২০২০
৩১ জানুয়ারি, ২০২০
167. ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়? / ইউরোপীয় ইউনিয়নের কার্যকরী রাজধানী কোথায়?/ ইউরোপীয় কাউন্সিলের সদর দপ্তর কোথায় অবস্থিত?
কোপেনহেগেন, ডেনমার্ক
লন্ডন, যুক্তরাজ্য
রোম, ইতালি
ব্রাসেলস, বেলজিয়াম
168. ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের সংখ্যা কতটি? / ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ কতটি?
২৭
৩০
২৮
কোনটি নয়
169. কোন রাষ্ট্র ন্যাটোর সদস্য কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়?
ইতালি
জার্মানি
যুক্তরাষ্ট্র
যুক্তরাজ্য
170. যে মুসলিম রাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নে যোগদান করার জন্য প্রার্থী--
ইন্দোনেশিয়া
মিশর
বসনিয়া
তুরস্ক
172. কোন দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়?
পর্তুগাল
গ্রিস
সাইপ্রাস
সার্বিয়া-মন্টিনিগ্রো
173. ইউরোপীয় পার্লামেন্ট কোথায় অবস্থিত?
স্ট্রাসবার্গ, ফ্রান্স
হামবার্গ, জার্মানি
লিও, ফ্রান্স
রোম, ইতালি
177. ইউরোপীয় ইকোনমিক কমিউনিটি কবে ইউরোপীয় ইউনিয়ন নাম ধারণ করে?
১৯৯৩ সালে
১৯৯৪ সালে
১৯৯৫ সালে
১৯৯৮ সালে
178. ইউরোপীয় কোর্ট অব হিউম্যান রাইটস কোথায় অবস্থিত?
স্ট্রাসবার্গ, ফ্রান্স
হামবার্গ, জার্মানি
লিও, ফ্রান্স
রোম, ইতালি
179. ব্রেক্সিট ইস্যুতে গণভোট অনুষ্ঠিত হয়—
২৩ মে, ২০১৫
২১ জুন, ২০১৬
২৩ জুন, ২০১৬
২১ জুলাই, ২০১৬
180. কত সালে অভিন্ন ইউরো মুদ্রা চালু করার জন্য ম্যাসট্রিচট চুক্তি স্বাক্ষরিত হয়?
১৯৯২
১৯৯৩
১৯৯৪
১৯৯৫