MCQ
221. নিচের কোনটি চল ঘর্ষণ সহগ কোণের সমীকরণ?
μk = tanθk
μs = cotθs
μs = tanθs
μk = cotθk
222. চলন্ত বস্তুর ঘর্ষণ বাধাকে বলে-
চল ঘর্ষণ
স্থির ঘর্ষণ
প্রবাহী ঘর্ষণ
কোনোটিই নয়
223. সর্বোচ্চ ঘর্ষণ বল সংঘটিত হয় যখন কোনো বস্তুর তলের উপর অপর একটি বস্তু চলতে আরম্ভ করে, তাকে বলে-
স্থির ঘর্ষণ
চল ঘর্ষণ
লিমিটিং ফ্রিকশন
কো-ইফিসিয়েন্ট অব ক্রিকশন
224. ঘর্ষণ কোণ 20° হলে ঘর্ষণ সহগ 0=60° কত হবে?
0.497
0.364
0.579
0.234
225. স্থির রাখার জন্য প্রয়োজনীয় বল অপেক্ষা ঘর্ষণ বল কম হলে বস্তুর অবস্থা সাম্যাবস্থা হবে কি?
হবে
হবে না
226. টি বল 130° কোণে কাজ করছে। বৃহত্তম বলের মান 400 kN এবং লব্ধি ক্ষুদ্রতম বলের সাথে 90° কোণে রয়েছে। ক্ষুদ্রতম বলের মান কত?
250 kN
257.11 kN
2.67 kN
350 kN
227. কোনো বস্তু 3ms^-2 ত্বরণে চলছে, এখানে ঘর্ষণ সহগ কোনটি ব্যবহার হবে?
μ
μs
μk
কোনোটিই নয়
228. গতিশীল অবস্থায় বস্তুর উপর প্রযুক্ত ঘর্ষণকে বলে-
রোলিং ঘর্ষণ
ডাইনামিক ঘর্ষণ
লিমিটিং ঘর্ষণ
ঘর্ষণ সহগ
229. 300 kg ওজনের একটি কাঠের ব্লক 30° কোণে হেলানো তলের উপর দিয়ে 10m টেনে নিয়ে কী পরিমাণ কাজ সম্পন্ন হবে, বের কর।
3000kg-m
1500kg-m
700kg-m
2598.08kg-m
230. নিচের কোনটি স্থির ঘর্ষণ সহগ কোণের সমীকরণ?
μk = tanθk
μs = cotθs
μs = tanθs
μk = √A/Iyy
231. একটি অমসৃণ আনুভূমিক তল অভিমুখে W ওজনের একটি বস্তুকে সরানোর অন্য প্রয়োজনীয় ন্যূনতম বল-
Wsinθ
Wcosθ
Wtanθ
Wcotθ
232. দুটি তলের মাঝে স্থির ঘর্ষণ কোণ 60° হলে ঘর্ষণ গুণাঙ্ক কত?
2.732
1.732
5.2
9.2
233. একটি বস্তু কোনো চালু তলে তখনই চলতে শুরু করবে, যখন ঢালু কোণ ঘর্ষণ কোণের-
সমান হবে
কম হবে
বেশি হবে
শূন্য হবে
234. ঘর্ষণ সহগ কয় প্রকার?
৩ প্রকার
২ প্রকার
৫ প্রকার
৪ প্রকার
235. একটি ঢালু তলের কোণ যেখানে বস্তু নিচের দিকে গড়িয়ে পড়তে আরম্ভ করে, ঐ কোণকে বলা হয়-
ঘর্ষণ কোণ
রিপোজ কোণ
প্রজেকশন কোণ
কোনোটিই নয়
236. কোনো একটি বস্তুর উপর প্রয়োগকৃত বলগুলোকে বিশ্লেষণের মাধ্যমে দেখা গেল যে উৎপন্ন ঘর্ষণ বল, স্থির রাখার জন্য প্রয়োজনীয় বল থেকে বেশি- এক্ষেত্রে কী ঘটাবে?
বস্তুটি চলবে
চলার উপক্রম হবে।
স্থির থাকবে
কোনোটিই নয়
237. নিচের কোনটি সঠিক?
F = tanθR
F = μR
μ=F/R
সবকটি
238. ঘর্ষণ বল কোন দিকে ক্রিয়া করে?
ঘর্ষণের দিকে
ঘর্ষণের বিপরীতে
সবদিকে
কোনোটিই নয়
239. চালু তলে পড়ন্ত বস্তুর ত্বরণ-
g sinθ
g cosθ
g tanθ
কোনোটিই নয়
240. লব্ধি বলের দিক নির্ণয়ের সূত্র কোনটি?
sinθ = Σν
tanθ= Σν / ΣΗ
cotθ = ΣΗ /Σν
খ ও গ