Image
MCQ
22. সিমেন্টের কি পরীক্ষা করার জন্য Vicat apparatus ব্যবহৃত হয়?
Fineness
Spesific gravity
Setting time
Compressive strength.
23. পানির আর্দ্রতা পরিমাণ শতকরা কত হলে বালিতে সর্বোচ্চ পরিমাণ bulking হয়-
২%
8%
৬%
১০%
25. কাঠের Seasoning-এর উদ্দেশ্য কী?
জলীয় বাষ্প হ্রাস করা
ছত্রাকের আক্রমণ প্রতিহত করা
কাঠের আয়ুষ্কাল বৃদ্ধি করা
সবগুলো
26. Soundness of cement is tested by (সিমেন্টের সাউন্ডনেস দ্বারা পরীক্ষা করা হয়) ?
Vicat's apparatus
Le- chatelier apparatus
Compressive strength testing apparatus
None of these
27. ল্যামির সূত্র প্রযোজ্য কেবলমাত্র?
কোপ্লেনার বল
নন- কোপ্লেনার বল
কনকারেন্ট বল
নন-প্যারালাল বল
28. বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি ?
সংকর
টাংস্টোন
তামা
সিসা
30. 100 ml পানি 1000 গ্রাম সিমেন্টের সাথে মিশ্রিত করলে Standard consistency কত হবে?
10
5
20
25
35. 1.3 F.M এবং 2.5 F.M এর বালি একত্রে মিশ্রিত করে 1.7 F.M এর বালি পেতে হলে কী অনুপাতে মোটা দানার বালির সাথে মিহি দানার বালি মেশাতে হবে?
1:0.5
1:1
1:1.5
1:2
36. 1.25 FM এবং 2.75 FM এর বালি একত্রে মিশ্রিত করে 1.75 FM এর বালি পেতে হলে কী অনুপাতে মোটা দানার বালির সাথে মিহি দানার বালি মেশাতে হবে?
১:১.৫
১:২.৫
১:৩
১:২
39. প্রথম শ্রেণির ইট পানিতে ভিজিয়ে রাখলে তা নিজস্ব ওজনের সর্বোচ্চ কত অংশ পানি শোষণ করবে?
1/5
1/4
1/6
1/3
40. কোন সিমেন্টে সর্বোচ্চ পরিমাণ ডাই ক্যালসিয়াম সিলিকেট থাকে?
অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট
লো হিট সিমেন্ট
র‍্যাপিট সিমেন্ট
সালফেট রেসিসটিং সিমেন্ট