MCQ
21. কোন সিমেন্টে সর্বোচ্চ পরিমাণ ডাই ক্যালসিয়াম সিলিকেট থাকে?
অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট
লো হিট সিমেন্ট
র্যাপিট সিমেন্ট
সালফেট রেসিসটিং সিমেন্ট
22. সিমেন্টের কি পরীক্ষা করার জন্য Vicat apparatus ব্যবহৃত হয়?
Fineness
Spesific gravity
Setting time
Compressive strength.
23. প্রথম শ্রেণির ইট পানিতে ভিজিয়ে রাখলে তা নিজস্ব ওজনের সর্বোচ্চ কত অংশ পানি শোষণ করবে?
1/5
1/4
1/6
1/3
24. নিচের কোনটির Fire resisting property রয়েছে?
Marble
Compect Sand stone
Lime stone
সবগুলি
25. Which of the following is the purest form of iron?
Cast Iron
Steel
Pig iron
wrought iron
26. 100 ml পানি 1000 গ্রাম সিমেন্টের সাথে মিশ্রিত করলে Standard consistency কত হবে?
10
5
20
25
27. ১ম শ্রেণির ইটে সর্বোচ্চ কত পানি শোষিত হবে?
১০%
২০%
১৫%
৩০%
28. বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি ?
সংকর
টাংস্টোন
তামা
সিসা
29. ল্যামির সূত্র প্রযোজ্য কেবলমাত্র?
কোপ্লেনার বল
নন- কোপ্লেনার বল
কনকারেন্ট বল
নন-প্যারালাল বল
30. 1.25 FM এবং 2.75 FM এর বালি একত্রে মিশ্রিত করে 1.75 FM এর বালি পেতে হলে কী অনুপাতে মোটা দানার বালির সাথে মিহি দানার বালি মেশাতে হবে?
১:১.৫
১:২.৫
১:৩
১:২
31. পানির আর্দ্রতা পরিমাণ শতকরা কত হলে বালিতে সর্বোচ্চ পরিমাণ bulking হয়-
২%
8%
৬%
১০%
32. Soundness of cement is tested by (সিমেন্টের সাউন্ডনেস দ্বারা পরীক্ষা করা হয়) ?
Vicat's apparatus
Le- chatelier apparatus
Compressive strength testing apparatus
None of these
33. ১ম শ্রেণির ইটের crushing strength সর্বনিম্ন কত ?
70 kg/cm²
105 kg/cm²
125 kg/cm²
140 kg/cm²
34. জিপসাম গঠিত হয়-
H2S & CO2
CaSO4 & H₂O
Lime & H2O
CO2 & Calciam
35. কুইক লাইম কোনটি?
CaO
CaCO
Ca(HCO))
Al(SO4)3
36. Which one of the following is used for preparing porcelain?
Clay
Feldspar
Quartz
All of these
37. 1.3 F.M এবং 2.5 F.M এর বালি একত্রে মিশ্রিত করে 1.7 F.M এর বালি পেতে হলে কী অনুপাতে মোটা দানার বালির সাথে মিহি দানার বালি মেশাতে হবে?
1:0.5
1:1
1:1.5
1:2
38. Ordinary Portland Cement- Initial Setting time সর্বনিম্ন কত মিনিট হয়?
30
45
60
75
39. Pycnometer দিয়ে কী নির্ণয় করা হয়?
Specific gravity
Voids Volume
Shear strength
Comressive strength
40. কাঠের Seasoning-এর উদ্দেশ্য কী?
জলীয় বাষ্প হ্রাস করা
ছত্রাকের আক্রমণ প্রতিহত করা
কাঠের আয়ুষ্কাল বৃদ্ধি করা
সবগুলো