MCQ
101. সর্বোচ্চ মজবুতির জন্য প্রতি ব্যাগ সিমেন্টের জন্য পানির প্রয়োজন- [R&H-01]
৪.৫ গ্যালন
৫.৫ গ্যালন
৬.৫ গ্যালন
৭.৫ গ্যালন
ব্যাখ্যা: ব্যাখ্যা: ১ ব্যাগ সিমেন্টে পানি লাগে 9 গ্যালন কিন্তু সর্বোচ্চ মজবুতির জন্য পানি লাগে 4.5 গ্যালন।
102. Timber seasoning করা হয় কেন? [R&H-03]
Timber-এর ওজন বৃদ্ধি করার জন্য
Timber-এর Strength বৃদ্ধির জন্য
উপরের সবগুলো
উপরের কোনোটিই নয়
103. Lime concrete এবং Cement concrete-এর Curing time যথাক্রমে- [R&H-01]
১ সপ্তাহ/১ সপ্তাহ
২ সপ্তাহ/৪ সপ্তাহ
৩ সপ্তাহ/৩ সপ্তাহ
৪ সপ্তাহ/৪ সপ্তাহ
ব্যাখ্যা: ব্যাখ্যা: কংক্রিট ঢালাইয়ের ৬-২৪ ঘণ্টা পর থেকে কিউরিং করা দরকার। কমপক্ষে ৭ দিন কিউরিং করা উচিত। তবে ১৪-২৮ দিন পর্যন্ত কিউরিং করা উত্তম।
104. ইমারত, সেতু ও কালভার্ট নির্মাণে আমরা সাধারণত ব্যবহার করি- [R&H-01]
Alumina cement
Portland cement
Pozzolac cement
Slag cement
ব্যাখ্যা: ব্যাখ্যা: পোর্টল্যান্ড সিমেন্ট গুরুত্বপূর্ণ শক্তিশালী নির্মাণকাজে ব্যবহৃত হয়, যেমন- ইমারত, সেতু, কালভার্ট, পায়ার, লাইট হাউজ, সুউচ্চ টাওয়ার।
105. ইটের প্রধান দুটি উপাদান হচ্ছে--[R&H-03]
সিলিকা ও অ্যালুমিনা
আয়রন ও সিলিকা
সোডিয়াম ও আয়রন
ম্যাগনেশিয়াম ও সোডিয়াম
106. বাংলাদেশে কোন গ্যাস ক্ষেত্রে সর্বাধিক গ্যাস মজুদ আছে
তিতাস
হরিপুর
হবিগঞ্জ
বাখরাবাদ
107. পাথরে সচ্ছিদ্রতা ও শোষ্যতা পরীক্ষায় মোট পানি শোষ্যতার পরিমাণ-
(W1-W)*100/(W1-W2)
(W1+W)*100/(W1-W2)
(W1-W)*100/W
(W1+W)*100/W
108. শোষ্যতা পরিমাণ পাথরে আয়তনের (%)-
(W1+W)*100/(W1-W2)
W*100/(W1-W2)
(W1-W)*100/W
(W1-W)*100/(W1-W2)
109. সাধারণভাবে ব্যবহৃত কাঠের মধ্যে সব থেকে বেশি ভারী- [R&H-01]
গামারি
গর্জন
পিংকাডো
শিলকড়ই
110. শ্লেট কোন শ্রেণির পাথর?
আগ্নেয় পাথর
রূপান্তরিত পাথর
পাললিক পাথর
স্তরীভূত পাথর
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ কাদা পাথর বা শেল রূপান্তরিত হয়ে শ্লেট পাথরে পরিণত হয়।
111. এমআইটি শ্রেণিবিন্যাস (MIT Classification) অনুসারে সর্বোচ্চ কত মাপের মাটিকে বালি হিসাবে ধরা হয়?
২.০০ মিমি
০.০২ মিমি
০.২ মিমি
০.০০২ মিমি
ব্যাখ্যা: ব্যাখ্যা: MIT Classification অনুযায়ী Grain size (mm)
(i) গ্র্যাভেলঃ> 2mm.
( ii) বালি: 2min থেকে 0.06mm
(iii) পলি: 0.06 থেকে 0.002mm
(iv) কাদাঃ <0.002mm.
112. ইটে ক্ষার থাকলে তা বাতাস হতে পানি শোষণ করে এবং- [PWD-2000]
ইটের ছিদ্রময়তা (Porosity) বৃদ্ধি করে
ইটের উপর পাউডার জমা করে
ইটকে দুর্বল করে
উপরের কোনোটিই নয়
113. পোর্টল্যান্ড সিমেন্ট তৈরিতে প্রধান উপাদান কোনটি? [R&H-03]
ম্যাগনেশিয়াম অক্সাইড
আয়রন অক্সাইড
সালফার ট্রাই-অক্সাইড
ক্যালসিয়াম অক্সাইড
ব্যাখ্যা: ব্যাখ্যা: ১। ক্যালসিয়াম অক্সাইড (CaO).............63%
২। ম্যাগনেশিয়াম অক্সাইড (MgO)........2%
৩। সিলিকা (SiO2).......22%
৪। অ্যালুমিনা (Al2O3)....7%
৫। আয়রন অক্সাইড (Fe2O3).....3%
৬। সালফার ট্রাই-অক্সাইড (SO₂)......2%
৭। ক্ষারকীয় পদার্থ........1%
Total---100%
114. All purpose wood নামে আখ্যায়িত- [R&11-01]
সেগুন
কাঁঠাল
শাল
জারুল
115. বালুর আপেক্ষিক গুরুত্বের সবচেয়ে নিকটতম মান হলো-
১.২
১.৫
২.০
২.৭
ব্যাখ্যা: ব্যাখ্যা: বালির আপেক্ষিক গুরুত্ব- (i) পলিযুক্ত বালি : 2.6-2.70
(ii) সাধারণ বালি: 2.65-2.67.
116. Portland cement-এর সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান- [R&H-01]
Calcium Aluminoferrite
Tri-Calcium Silicate
Di-Calcium Silicate
Tri-Calcium Aluminate
ব্যাখ্যা: ব্যাখ্যা: Portland cement-এ ব্যবহৃত উপাদানের পরিমাণ-
ট্রাই-ক্যালসিয়াম সিলিকেট-50%
ডাই-ক্যালসিয়াম সিলিকেট-25%
ট্রাই-ক্যালসিয়াম অ্যালুমিনেট-10%
টেট্রা ক্যালসিয়াম অ্যালুমিনোফেরাইট-10%
ক্যালসিয়াম সালফেট-3%
অন্যান্য যৌগ-2%
117. ইট মৃত্তিকার প্রধান উপাদান হচ্ছে- [R&H-01: PWD-04]
ক্যালসিয়াম
সিলিকা
অ্যালুমিনিয়াম
ম্যাগনেশিয়াম
118. কোন পাথর থেকে মার্বেল পাথর তৈরি হয়?
চুনাপাথর
বেলেপাথর
গ্রানাইট পাথর
ল্যাটারাইট পাথর
ব্যাখ্যা: ব্যাখ্যা: চুনাপাথর বা ডোলোসাইট শিলা রূপান্তরিত হয়ে মার্বেল পাথরের সৃষ্টি হয়।
119. সিমেন্টের কোন পরীক্ষায় Vicat's Apparatus ব্যবহার করা হয়? [R&H-03]
Initial setting time
Final setting time
Normal consistency
উপরের সবগুলো
120. চারটি Sand samples A, B, C ও D-এর FM (Fineness modulus) যথাক্রমে ০.৪ 1.2, 1.8 এবং 2.3 হলে, সবচেয়ে মোটা (coarse) sand-হবে- [R&H-01]
Sample A-এর Sand
Sample B-এর Sand
Sample C-এর Sand
Sample D-এর Sand
ব্যাখ্যা: ব্যাখ্যা: Sand samples-এর FM যত বেশি হবে নমুনা বালি তত মোটা হবে।