Image
MCQ
42. দেশীয় ইটের আদর্শ আকার কত ইঞ্চি?
9.5" x 4.5" x 2.75”
9.5" x 4.5" x 3.75"
9.5" x 5.5” x 2.75”
8.5” x 5.5" x 2.75”
43. A good quality of stone absorbs water less than- (একটি ভালো মানের পাথর... এর কম পানি শোষন করবে)
5%
10%
15%
20%
44. সড়ক পরিবহনে শহর এলাকায় পার্কিং কমপক্ষে কত মিটার প্রস্থের হয়ে থাকে?
১.৫ মিটার
২.৫ মিটার
২ মিটার
৩ মিটার
46. ভার্নিশে সচরাচর যে দ্রাবক ব্যবহার করা হয়-
তার্পিন
স্পিরিট
তিসির তৈল
পানি
47. ইট প্রস্তুতের মাটিতে সবচেয়ে বেশী প্রয়োজনীয় উপাদান দুটি হলো?
সিলিকা ও এলুমিনা
সিলিকা ও ম্যাগনেসিয়া
ম্যাগনেসিয়া ও লাইম
সিলিকা ও লাইম
48. কাঠের সিজনিং কেন করা হয়?
সৌন্দর্যের জন্য
স্থায়ীত্ব বৃদ্ধি করার জন্য
ফাটল রোধের জন্য
শক্ত করার জন্য
49. সিলকোট স্থাপনের পর কত টনি রোলার দিয়ে পৃষ্ঠদেশ মসৃণ করা হয়?
৫-৬ টনি
৬-৭ টনি
৬-৮ টনি
কোনোটিই নয়
51. In brick field, pugmill is used for- (ইটের ক্ষেত্রে, পর্ণমিল। ব্যবহৃত হয়-)
preparation of clay
drying of bricks
burning of bricks
moulding of bricks
52. cement উৎপাদনে জিপসাম কেন ব্যবহার করা হয়?
to control strength of cement
to control setting time of cement
to control density of cement
to control temperature
53. নিচের কোনটি ভালো ইটের বৈশিষ্ট্য?
ইট কিছুটা over burnt হলে
ইটের ওজন ৬ পাউন্ড হলে
আকার, আকৃতি, রং এবং শক্তি সঠিক হলে
কোনটিই নয়
55. সিমেন্ট গুদামজাত করলে স্কুপের উচ্চতা নিচের কোন পরিমাপের অধিক হওয়া উচিত নয়?
১০ ব্যাগ
১৫ ব্যাগ
২০ ব্যাগ
কোনটি নয়
58. 'দরজা' কোন ভাষা থেকে আগত শব্দ? দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অফিস সহায়ক/ ১৯
ফারসি
হিন্দি
আরবি
পর্তুগিজ
59. 'পকেটমার' শব্দটি কোন শ্রেণির?[সাব রেজিস্ট্রার/ ১২]
তৎসম
বিদেশি
দেশি
মিশ্র
60. Length of each rail is 12.8m and Sleeper density is M + 6. Number of sleeper required for 05 kilometer rail line is- [PBRLP-21]
7351
7400
7429
None of the above