EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
261. মডিউলেশনের উদ্দেশ্য-
ভিন্ন কম্পাঙ্কের সংকেতগুলোকে একত্রিত করা
ক্যারিয়ার ওয়েভের বৈশিষ্ট্যের পরিবর্তন করা
দক্ষতার সাথে কম কম্পাঙ্কের সংকেতকে দূরবর্তী স্থানে প্ররণ করা
পার্শ্ব ব্যান্ড সৃষ্টি করা
ব্যাখ্যা: সাধারণত দুর্বল সিগন্যালকে দূরবর্তী স্থানে প্রেরণ করলে সিগন্যালটি নষ্ট হয়ে যায়। তার মডুলেশন পদ্ধতিতে উচ্চ ক্যারিয়ার ফ্রিকুয়েন্সির সিগন্যাল ব্যবহার করে দুর্বল সিগন্যালকে প্রেরণ করা হয়।
262. Infrared TV camera ব্যবহৃত হয়-
সাধারণ উদ্দেশ্যে
Surveillance-, এ যেখানে দৃশ্যমান আলোকসংকেত পরিহার করতে হবে
যে-কোনো ধরনের Surveillance-এ
হাসপাতালে Surgical operation monitor করার জন্য
ব্যাখ্যা: সাধারণত সামরিক কাজে বিশেষ করে যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য tafrared TV camera বানানো হলেও পরবর্তীতে Medical শাস্ত্রে, Archeology- তে এর ব্যাপক ব্যবহার শুরু হয়। বর্তমানে ১০৪ ঘ Building inspection এবং Astronomy-তে এর ব্যবহার হচ্ছে।
263. নিম্নোক্ত সংস্থা যোগাযোগ উপগ্রহের জন্য সমগ্র বিশ্বে প্রযোজ্য নিয়মাবলি প্রণয়ন করে-
ITU
CCIT
Intelsat Consortium
FCC
ব্যাখ্যা: ITU বা International Telecommunication Union সাধারণত রেডিও, টেলিভিশন, স্যাটেলাইট, টেলিফোন এবং ইন্টারনেটের সকল প্রকার নীতি নির্ধারণ, মান নির্ণয় ও নিয়মাবলি প্রণয়ন এবং প্রকাশ করে।
264. জিও সিনক্রোনাস স্যাটেলাইটের একটি অরবিট ঘুরে আসতে কত সময় প্রয়োজন?
১ ঘন্টা
১ মাস
২৪ ঘণ্টা
১ বৎসর
ব্যাখ্যা: স্যাটেলাইটটি এমনভাবে পৃথিবীর চারদিকে ঘোরে যেন পৃথিবীর চারদিকে একবার ঘুরতে তার ২৪ ঘণ্টা সময় লাগে আর যেহেতু পৃথিবীরও নিজের চারদিকে একবার ঘুরতে ২৪ ঘণ্টা সময় লাগে, তাই পৃথিবীর সাপেক্ষে স্যাটেলাইটটিকে স্থির মনে হয়।
265. একটা TV receiver electron-এ Beam হতে হবে-
৬০ মিলিসেকেন্ড
scan time-এর চেয়ে অনেক কম
scan time-এর চেয়ে অনেক বেশি
scan time-এর সমান
ব্যাখ্যা: TV receiver electron- Scan time যত হয় তার থেকে বেশি পরিমাণে হয় beam.
266. ডিশ অ্যান্টেনার ব্যাস কম লাগবে যদি -
Satellite power output এবং down link frequency উভয়টিই বাড়ানো হয়
উচ্চ ফ্রিকুয়েন্সি ব্যবহৃত হয়
ডিশটি আরও উঁচুতে বসানো হয়
ডিশটি ৯০° azimuth angle-এ বসানো হয়
ব্যাখ্যা: Satellite-এর Output power এবং downlink frequency যদি বাড়ানো হয়, তবে ডিস অ্যান্টেনার ব্যাস কম লাগবে।
267. গ্রেডেড সূচক অপটিক্যাল ফাইবারে পূর্ণ প্রতিফলিত রশ্মির গতিপথ-
সরল রেখা
প্যারাবলিক
ইলিপটিক্যাল
বৃত্তাকার
ব্যাখ্যা: স্টেপ সূচক অপটিক্যাল ফাইবারের পূর্ণ প্রতিফলিত রশ্মির গতিপথ সরল রেখা এবং গ্রেডেড সূচকের ক্ষেত্রে প্যারাবলিক পথ থাকে।
268. Vidicon image plate-এর ব্যাস প্রায়-
১ ইঞ্চি
৫ইঞ্চি
৩ ইঞ্চি
২ ইঞ্চি
ব্যাখ্যা: Vidicon image plate-এর ব্যাস সাধারণত ৫ ইঞ্চির কাছাকাছি হয়।
269. একই রেটিং-এর জন্য একটি সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের আকার অনুরূপ 3-ফেজ ইন্ডাকশন মোটরের আকারের প্রায়-
3 গুণ
1.5 গুণ
সমান
0.33 গুণ
ব্যাখ্যা: ব্যাখ্যা: 1 phase induction motor size = 1.5 size of three phase induction motor same rating
271. Studio transmitter link ব্যবহৃত হয়-
Satellite TV broadcast-
যখন uansmitter থেকে stadio অনেক দূরে অবস্থিত
যখন transmitter এবং studio একই জায়গায় অবস্থিত
Color TV broadcast-
ব্যাখ্যা: সম্প্রচারের সুবিধার জন্য কোনো রেডিও স্টেশন বা টেলিভিশন স্টেশনের অডিও ও ভিডিও সিগন্যালকে অন্য কোনো স্থান হতে সম্প্রচার করাকে Studio transmitter link বলে।
272. একটি TV receiver-এর শব্দ স্বাভাবিক কিন্তু কোনো brightness নেই। Trouble-টি নিম্নোক্ত কোনো circuit হতে পারে-
High-voltage rectifier
Synchro separator
Video amplifier
Video detector
273. প্রতিটি Picture frame-এ line-এর সংখ্যা হচ্ছে-
600
675
700
625
ব্যাখ্যা: Picture fram- Line সংখ্যা 625টি, যাকে দুটি ভাগে বিভক্ত করে Scan করা হয়।
274. যদি একটি ব্রডকাস্টিং স্টুডিওতে 100k112 ক্যারিয়ার, 100-5000Hz ফ্রিকুয়েন্সি রেঞ্জের একটি অডিও সিগন্যাল দ্বারা মডুলেটেড হয়, তবে চ্যানেলের উইডথ হবে-
4.5kHz
4.9kHz
995kHz
10kHz
275. সকল Standard TV broadcast channel-4 picture এবং Sound carrier frequency-এর পার্থক্য হচ্ছে-
শূন্য MHz
1.25MHz
4.5MHz
6MHz
ব্যাখ্যা: Picture এবং Sound carrier frequency এর মধ্যে পার্থক্য থাকলে Audio এবং Video Synchronize হবে না।
276. একটা Picture frame-এর aspect ratio হচ্ছে-
4:3
এটার widthও height-এর যে-কোনো অনুপাত
3:4
20 inch
ব্যাখ্যা: Picture from-এ ব্যবহৃত Aspect Ratio 4:3 হলেও বর্তমানে ব্যবহৃত HDTV-গুলোতে Aspect Ratio 16:9 ব্যবহৃত হয়।
277. একটি TV receiver কোনো ছবি বা শব্দ দেয় না কিন্তু স্বাভাবিক Raster দেয়। Trouble-টি নিম্নোক্ত এ circuit হতে পারে-
IF amplifier
Local oscillator
Horizontal AFC
AGC
ব্যাখ্যা: AGC-এর পূর্ণরূপ হলো Automatic Gain Control
278. TV-তে চলমান ছবি (Motion picture) যার ফলশ্রুতিতে তা হচ্ছে-
একটা ছবির rapid scanning
Picture frame-গুলোর rapid scan এবং high- repetition rate
Persistence of human vision-এর ব্যবহার
খ ও গ উভ্যাই
ব্যাখ্যা: Persistence of human vision এবং Picture frame-গুলোর raped scan-এর ফলে TV-তে Motion picture প্রদর্শন হয়।
279. একটা Picture-এর Light shade-এর প্রতিটি ছোট arca-কে বলা হয়-
line
frame
snapshot
pixel
ব্যাখ্যা: Pixel হলো ডিজিটাল চিত্র বা গ্রাফিক্সের ক্ষুদ্রতম একক। Picture element-এর সংক্ষিপ্ত রূপ হিসেবে Pixel ব্যবহার করা হয়। কোনো Picture-এর ক্ষুদ্রতম ডট বা ক্ষুদ্রতম এলাকাকে পিক্সেল বলা হয়।
280. অপটিক্যাল ফাইবার তৈরি করতে ব্যবহার হয়-
কপার কোর ও গ্লাস ক্ল্যাড
গ্লাস কোর ও অ্যালুমিনিয়াম ক্ল্যাড
গ্লাস কোর ও প্লাস্টিক ক্ল্যাড
প্লাস্টিক কোর ও গ্লাস ক্ল্যাড
ব্যাখ্যা: Optical-fiber ক্যাবল হলো এক ধরনের সরু তার, যেটি কাচ (Glass) ও প্লাস্টিক দ্বারা তৈরি করা হয়।