Image
MCQ
261. অপটিক্যাল ফাইবার তৈরি করতে ব্যবহার হয়-
কপার কোর ও গ্লাস ক্ল্যাড
গ্লাস কোর ও অ্যালুমিনিয়াম ক্ল্যাড
গ্লাস কোর ও প্লাস্টিক ক্ল্যাড
প্লাস্টিক কোর ও গ্লাস ক্ল্যাড
262. মডিউলেশনের উদ্দেশ্য-
ভিন্ন কম্পাঙ্কের সংকেতগুলোকে একত্রিত করা
ক্যারিয়ার ওয়েভের বৈশিষ্ট্যের পরিবর্তন করা
দক্ষতার সাথে কম কম্পাঙ্কের সংকেতকে দূরবর্তী স্থানে প্ররণ করা
পার্শ্ব ব্যান্ড সৃষ্টি করা
263. একটা TV receiver electron-এ Beam হতে হবে-
৬০ মিলিসেকেন্ড
scan time-এর চেয়ে অনেক কম
scan time-এর চেয়ে অনেক বেশি
scan time-এর সমান
264. TV-তে চলমান ছবি (Motion picture) যার ফলশ্রুতিতে তা হচ্ছে-
একটা ছবির rapid scanning
Picture frame-গুলোর rapid scan এবং high- repetition rate
Persistence of human vision-এর ব্যবহার
খ ও গ উভ্যাই
266. একই রেটিং-এর জন্য একটি সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের আকার অনুরূপ 3-ফেজ ইন্ডাকশন মোটরের আকারের প্রায়-
3 গুণ
1.5 গুণ
সমান
0.33 গুণ
267. Infrared TV camera ব্যবহৃত হয়-
সাধারণ উদ্দেশ্যে
Surveillance-, এ যেখানে দৃশ্যমান আলোকসংকেত পরিহার করতে হবে
যে-কোনো ধরনের Surveillance-এ
হাসপাতালে Surgical operation monitor করার জন্য
268. যদি একটি ব্রডকাস্টিং স্টুডিওতে 100k112 ক্যারিয়ার, 100-5000Hz ফ্রিকুয়েন্সি রেঞ্জের একটি অডিও সিগন্যাল দ্বারা মডুলেটেড হয়, তবে চ্যানেলের উইডথ হবে-
4.5kHz
4.9kHz
995kHz
10kHz
269. Studio transmitter link ব্যবহৃত হয়-
Satellite TV broadcast-
যখন uansmitter থেকে stadio অনেক দূরে অবস্থিত
যখন transmitter এবং studio একই জায়গায় অবস্থিত
Color TV broadcast-
271. ডিশ অ্যান্টেনার ব্যাস কম লাগবে যদি -
Satellite power output এবং down link frequency উভয়টিই বাড়ানো হয়
উচ্চ ফ্রিকুয়েন্সি ব্যবহৃত হয়
ডিশটি আরও উঁচুতে বসানো হয়
ডিশটি ৯০° azimuth angle-এ বসানো হয়
273. নিম্নোক্ত সংস্থা যোগাযোগ উপগ্রহের জন্য সমগ্র বিশ্বে প্রযোজ্য নিয়মাবলি প্রণয়ন করে-
ITU
CCIT
Intelsat Consortium
FCC
274. গ্রেডেড সূচক অপটিক্যাল ফাইবারে পূর্ণ প্রতিফলিত রশ্মির গতিপথ-
সরল রেখা
প্যারাবলিক
ইলিপটিক্যাল
বৃত্তাকার
275. সকল Standard TV broadcast channel-4 picture এবং Sound carrier frequency-এর পার্থক্য হচ্ছে-
শূন্য MHz
1.25MHz
4.5MHz
6MHz
277. একটি TV receiver কোনো ছবি বা শব্দ দেয় না কিন্তু স্বাভাবিক Raster দেয়। Trouble-টি নিম্নোক্ত এ circuit হতে পারে-
IF amplifier
Local oscillator
Horizontal AFC
AGC
278. একটি TV receiver-এর শব্দ স্বাভাবিক কিন্তু কোনো brightness নেই। Trouble-টি নিম্নোক্ত কোনো circuit হতে পারে-
High-voltage rectifier
Synchro separator
Video amplifier
Video detector
279. জিও সিনক্রোনাস স্যাটেলাইটের একটি অরবিট ঘুরে আসতে কত সময় প্রয়োজন?
১ ঘন্টা
১ মাস
২৪ ঘণ্টা
১ বৎসর