MCQ
481. CATV হলো-
Common Antenna TV
Community Antenna TV
Cable Antenna TV
Channel Antenna TV
482. একটি Amplifier বর্তনীতে coupling capacitor ব্যবহার করা হয়-
Impedance matching
DC blocking
Bandwidth limit
Gain increase
483. যদি ৫০০Hz এবং ১/ ২,২৫kHz হয়, তবে মডুলেশন Index হবে-
২.২৫
৪.৫
৯
১৮
484. একটি Geostationary Satellite-এর উচ্চতা ভূপৃষ্ঠ থেকে আনুমানিক-
40756km
25700km
30500km
35786km
485. যদি FM-এর Transmission bandwidth দ্বিগুণ হয়, তবে SNR হবে-
দ্বিগুণ
চারগুণ
এক-চতুর্থাংশ
অর্ধেক
486. ৩৩। অ্যানালগ কমিউনিকেশনের চেয়ে ডিজিটাল কমিউনিকেশনের সবচেয়ে বড় সুবিধা হলো-
ডিজিটালে ব্যান্ডউইডথ কম লাগে
ডিজিটালে ব্যান্ডউইডথ বেশি লাগে
ডিজিটালে অতি দ্রুত সিগন্যাল পৌছে যায়
ডিজিটালে অনেক দূর পর্যন্ত সিগন্যাল ঠিকমতো পৌছানো যায়
487. Quantizing error পাওয়া যায়-
TDM
FDM
PCM
PWD
488. একটি Antenna-এর Directive gain-কে বুঝায়-
পাওয়ারের অনুপাত
ভোল্টেজের অনুপাত
কারেন্টের অনুপাত
দূরত্বের অনুপাত
489. কোন Telecommunication media-তে attenuation সবচেয়ে বেশি হয়?
Twisted pair Cu cable
Optical fiber
Co-axial cable
Wireless channel
490. TV Transmitter-এর সাউন্ড এর জন্য কোন মডুলেশন ব্যবহার করা হয়?
ফেজ মডুলেশন
Amplitude মডুলেশন
Frequency মডুলেশন
Pulse কোড মডুলেশন
491. Bangabandhu Satellite-এর অরবিটাল অবস্থান-
119.1°E
120.1 NE
70.5 SE
119.1°W
492. AM রেডিওর গ্রাহকযন্ত্রে অডিও সিগন্যাল ডিটেক্ট করার জন্য কোন পদ্ধতিটি ব্যবহৃত হয়?
ফস্টার-সিলি ডিটেক্টর
ফেজ লকড ডিটেক্টর
ডায়োড ডিটেক্টর
প্রোডাক্ট ডিটেক্টর
493. Wi-Fi সিস্টেমে SNR-এর মান নিম্নতম-
২৫ dB
২৫ dB
৭৫ dB
১০০ dB
494. Bangabandhu Satellite-এ সর্বমোট Transponder- এর সংখ্যা-
26
40
14
36
495. m(t)= 10sin (8000nt) এর জন্য Nyquist sampling rate কত?
40kHz
16kHz
8kHz
32kHz
496. Amplitude modulation-এর ক্ষেত্রে Bandwidth (BW) হলো-
BW=3fm
BW = fm
BW=2fm
BW=4fm
497. Non-coherently Detection কোন মডুলেশনের জন্য প্রযোজ্য নয়?
PSK
ASK
FSK
ক ও গ
498. একটি রাডার সিস্টেমে PRF-কে বুঝায়-
Power Return Factor
Pulse Return Factor
Pulse Repetition Frequency
Pulse Response Factor
499. একটি geo-synchronous স্যাটেলাইট আনুমানিক কত মাইল উচ্চতায় অবস্থান করে?
18,000
22,000
32,000
25,000
500. Frequency বাড়লে signal-এর wavelength-
বাড়ে
কমে
একই থাকে
কোনোটিই নয়