Image
MCQ
1222. নিম্নের কোন DC জেনারেটরের Voltage রেগুলেশন সবচেয়ে নিম্নতম?
Series
Shunt
Compound
Over compound
1224. যে বয়লারে টিউবের বাইরে পানি থাকে তাকে বলা হয়-
ফায়ার টিউব বয়লার
লোকোমোটিভ বয়লার
ওয়াটার টিউব বয়লার
মেরিন বয়লার
1225. নিচের কোনটি স্টিম জেনারেটর?
বয়লার
স্টিম রিজারভার
ফার্নেস
স্টিম চেম্বার
1227. ডিফারেনশিয়াল কম্পাউন্ড মোটর ব্যবহৃত হয়-
রোলিং মিলে
বৈদ্যুতিক ট্রেনে
প্লানারে
মিলিং মেশিনে
1228. একটি DC জেনারেটরের লোড Saturation characteristics নিম্নের কোন Parameter-গুলোর মধ্যে সম্পর্ক নির্ণয় করে?
V ও I a
E ও I a
E ও I f
V ও I f
1230. ঘড়ির কাঁটার দিকে ঘূর্ণায়মান একটি Loaded DC জেনারেটরের Brushes স্থানান্তর হবে-
Clockwise
counterclockwise
ক অথবা খ
কোনোটিই না
1231. একটি নির্দিষ্ট সময়কালের জন্য একটি ব্যাটারি যে পরিমাণ কারেন্ট প্রদান করতে পারে, তাকে বলা হয়।
ওয়াট-আওয়ার
ডিসচার্জ রেট
কনস্ট্যান্ট কারেন্ট চার্জিং
অ্যাম্পিয়ার-আওয়ার
1233. কমুটেটরের প্রধান কাজ কী?b
DC কে AC করা
AC কে DC করা
AC কে AC করা
DC কে DC করা
1234. একটি DC motor-এর output 10 hp, input voltage 400V এবং input current 20A মোটরটির overall efficiency কত?
90 %
93.25 %
95 %
85 %
1235. অ্যাম্পিয়ার আওয়ার টার্মটি নিচের কোনটির সাথে সংশ্লিষ্ট?
স্টোরেজ সেল
রেক্টিফায়ার
ট্রান্সফরমার
ইলেকট্রোম্যাগনেট
1236. একটি DC মোটরের Torque ও Current এর সম্পর্ক কোনটি?
Ta ∝ I a 2
Ta ∝ Ia
Ta ∝ 1a3
কোনোটিই নয়
1238. Motor ঘূর্ণনের দিক নির্ণয়ের জন্য কোনটি প্রযোজ্য?
ফ্যারাডের সূত্র
লেঞ্জের সূত্র
ফ্লেমিং-এর ডানহস্ত সূত্র
ফ্লেমিং-এর বামহস্ত সূত্র
1240. কোন DC জেনারেটরটি ওপেন সার্কিটে ভোল্টেজ উৎপাদনে অক্ষম?
Shunt
Series
Short shunt
Long shunt