Image
MCQ
1421. পাওয়ার ফ্যাক্টর মিটারে-
একটিমাত্র কারেন্ট কয়েল আছে
একটিমাত্র প্রেসার কয়েল আছে
একটি কারেন্ট কয়েল এবং একটি প্রেসার কয়েল আছে
কোনোটিই নেই
1423. A current transformer has a single-turn primary and a 200-turn secondary and is used to measure a.c. current with the help of a standard 5A a.c. ammeter. This arrangement can measure a line current of up to amperes.
1000
5000
200
40
1424. একটি ডিসি মিলি-অ্যামিটার ভোল্টেজ পরিমাপের জন্য ব্যবহৃত হতে পারে--
যদি এর সাথে একটি হাই-এক্সটারনাল রেজিস্ট্যান্স সিরিজে সংযোগ করা হয়
যদি এর সাথে সঠিক একটি শান্ট ব্যবহার করা হয়
যদি একে লাইনের আড়াআড়িতে সংযোগ করা হয়
যদি এর টার্মিনালের আড়াআড়িতে একটি হাই- এক্সটারনাল রেজিস্ট্যান্স সংযোগ করা হয়
1427. একটি এসি অ্যামিটারের রেঞ্জ বৃদ্ধির জন্য নিম্নের কোনটি সাধারণভাবে ব্যবহৃত হয়?
একটি শান্ট
একটি কারেন্ট ট্রান্সফর্মার
একটি ক্যাপাসিটর
একটি ইন্ডাকট্যান্স
1435. ডেসিবেল হলো-
পাওয়ারের রেশিও
এনার্জির রেশিও
পাওয়ারের একক
ভোল্টেজের একক
1437. বেশি কারেন্ট পরিমাপের জন্য একটি ডিসি অ্যামিটারের সাথে প্যারালেলে একটি শান্ট ব্যবহার করা হয়, উদ্দেশ্য-
মিটার পয়েন্টারের জন্য ড্যাম্পিং প্রদান করা
শর্ট হতে মিটারকে রক্ষা করা
মিটার কারেন্ট হ্রাস করা
অ্যামিটারের সেনসিটিভিটি বৃদ্ধি করা