MCQ
1481. চৌম্বক ক্ষেত্রে কারেন্ট বহনকারী পরিবাহীর উপর ক্রিয়াশীল বল নির্ভর করে-
ফ্লাক্সের উপর
কারেন্টের উপর
তারের দৈর্ঘ্যের উপর
সবকটির উপর
1482. A 100 watt bulb is ON for 5 hours a day. What is the electricity bill for a 30-day month if unit cost is Tk. 3.0?
Tk. 50.0
Tk. 45.0
Tk. 48.0
Tk. 42.0
1483. বৈদ্যুতিক ঘণ্টায় বিদ্যুৎশক্তি কোন প্রকার শক্তিতে রূপান্তরিত হয়?
তাপশক্তি
রাসায়নিক শক্তি
শব্দশক্তি
আলোক শক্তি
1484. দুটি কোষের তড়িচ্চালক বল পরিমাপে নিচের কোন যন্ত্রটি ব্যবহার করা হয়?
গ্যালভানোমিটার
ভোল্টমিটার
পোটেনশিওমিটার
হুইটস্টোনব্রীজ
1485. A house has 3 lamps of 100 watts each, one pump of 746 watts and 5 fans of 70 watts each. Total load of the house is-
1400 watts
1350 watts
1396 watts
1375 watts
1486. বৈদ্যুতিক মটর আর্থিং এ সর্বনিম্ন সাইজের তারটি কী?
8 SWG
9 SWG
10 SWG
11 SWG
1487. Luminous intensity unit in SI system--
bohr
lumen
candela
none of these
1488. কোনটি সূর্য সিগন্যালের অন্তর্ভুক্ত?
হেলিউগ্রাফ
পোল সিগন্যাল
টার্গেট সিগন্যাল
ম্যাগনেশিয়ামের বাতি
1489. কত সাইজ পর্যন্ত Y-∆ স্টার্টার ব্যবহৃত হয়?
15HP
20HP
12HP
20HP
1490. উচ্চ রোধ (Resistance) পরিমাপের জন্য যে যন্ত্র ব্যবহার করা হয়, তা-
হুইটস্টোন ব্রিজ
মেগার
থার্মোকাপল
কোনোটিই নয়
1491. The luminous efficiency of a sodium vapour lamp is about-
10
30
50
70
1492. যে পরিমাণ ভোল্ট বহিঃবর্তনীতে কোনো কাজে আসে না। তাকে কী বলা হয়?
অভ্যন্তরীণ রোধ
নষ্ট ভোল্ট
প্রাঙ্কীয় ভোল্টেজ
বিভব পার্থক্য
1493. Which of the following lamp has minimum initial cost of installation but maximum running cost?
incandescent
fluorescent
mercury vapour
sodium vapour
1494. বৈদ্যুতিক শক্তিকে তাপশক্তিতে রূপান্তরিত করে কোন ওয়েল্ডিং ব্যবহার করা হয়?
গ্যাস ওয়েল্ডিং
রেজিস্ট্যান্স
থার্মিট
সবগুলো
1495. কত সাইজ পর্যন্ত অটো-ট্রান্সফরমার স্টার্টার ব্যবহৃত হয়।
15HP
10HP
12HP
15HP-এর উপরে
1496. The wire 3/0.036 means-
three wires of each diameter 0.36 inch
three wires of each diameter 0.036 inch
three wires of each diameter 0.036cm
three wires of each diameter 3.6mm.
1497. একটি কোষের তড়িচ্চালক শক্তি 1.5V এবং অভ্যন্তরীণ রোধ 2Ω। এর প্রান্তদ্বয় 10Ω রোধের সাথে যুক্ত থাকলে কতটুকু তড়িৎ প্রবাহিত হবে?
0.225 A
0.125 A
40.8 A
8A
1498. The rating of a fuse wire is always expressed in-
Amperes
Ampere-volts
kWh
Ampere-hours
1499. এক জুল সমান =?
1N-m
1kg-mN
10N-m/s
10kg
1500. মোটরের স্পিড কী দিয়ে মাপা হয়?
ট্যাকোমিটার
ভোল্টমিটার
মাল্টিমিটার
ওয়াটমিটার