1492. বৈদ্যুতিক শক্তিকে তাপশক্তিতে রূপান্তরিত করে কোন ওয়েল্ডিং ব্যবহার করা হয়?
ব্যাখ্যা: ব্যাখ্যা: (ক) গ্যাস ওয়েল্ডিং (Gas welding): দুইটি গ্যাসের জলন্ত মিশ্রণ হতে সরবরাহকৃত উত্তাপের মাধ্যমে যে ওয়েল্ডিং করা হয়, তাকে গ্যাস ওয়েল্ডিং বলে।(খ) রেজিস্ট্যান্স ওয়েল্ডিং (Resistance welding) : বৈদ্যুতিক ওয়েল্ডিং-এ বৈদ্যুতিক শক্তিকে তাপশক্তিতে রূপান্তর করে ঐ তাপ দ্বারা দুটি ধাতব পাতের নির্দিষ্ট অংশকে প্রায় গলন্ত অবস্থায় এনে চাপের মাধ্যমে জোড়া দেওয়ার পদ্ধতিকে রেজিস্ট্যান্স ওয়েল্ডিং বলে। (গ) থার্মিট ওয়েল্ডিং (Thermit welding) রাসায়নিক প্রক্রিয়ায় ভারী লোহা বা ইস্পাত খণ্ডকে উত্তাপে গলিয়ে তার মধ্যে বিশেষ উপায়ে তিনভাগ আয়রন অক্সাইড (Fe₂O) এবং একভাগ অ্যালুমিনিয়াম (AI) পাউডার-এর ধাতু মিশ্রণ প্রয়োগ করে চাপ সৃষ্টির মাধ্যমে জোড়া দেওয়ার পদ্ধতিকে থার্মিট ওয়েল্ডিং বলে।