MCQ
1461. নিচের কোনটি মেল্টিং ফারনেস?
রোটারি
রাস্ট ফার্নেস
পট ফার্নেস
ক্রসিবল ফার্নেস
1462. মাল্টিমিটার দিয়ে কী কী পরিমাপ করা যায়?
কারেন্ট
রেজিস্ট্যান্স
ভোল্টেজ
সবগুলো
1463. এনার্জি মিটারের মাধ্যমে কী Accuracy টেস্ট করা হয়?
ভোল্ট
কারেন্ট
ফ্রিকুয়েন্সি
উপরের সবগুলো
1464. Bridge circuit- মাপার জন্য ব্যবহৃত হয়--
Resistance
Capacitance
Inductance
সব কয়টি
1465. পারমানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল ইনস্ট্রুমেন্টে যে ড্যাম্পিং ব্যবহার করা হয়, তা হলো-
এয়ার ফ্রিকশন ড্যাম্পিং
ফ্লুইড ফ্রিকশন ড্যাম্পিং
এডি কারেন্ট ড্যাম্পিং
কোনোটিই নয়
1466. বহুল ব্যবহৃত এনার্জি মিটার-
ইলেকট্রোলাইটিক মিটার
ইন্ডাকশন মোটর মিটার
কমুটেটর মোটর মিটার
মার্কারি মোটর মিটার
1467. ১১ কেভি গ্রাহক সংযোগ এর জন্য মিটার ছাড়াও আর কী কী ইনস্ট্রমেন্ট ব্যবহার করতে হয়?
পটেনশিয়াল ট্রান্সফরমার
পটেনশিয়াল ট্রান্সফরমার ও কারেন্ট ট্রান্সফর্মার
কারেন্ট ট্রান্সফরমার
কনভার্টার
1468. এনার্জি মিটার দ্বারা কী মাপা হয়?
ভোল্ট
অ্যাম্পিয়ার
কিলোওয়াট-আওয়ার
কিলোওয়াট
1469. লোহার পাইপ তৈরি করা হয় কোন প্রক্রিয়ায়?
ডাই কাস্টিং
স্ল্যাশ কাস্টিং
সেন্ট্রিফিউগ্যাল কাস্টিং
কোনোটিই নয়
1470. নিচের কোন ইনস্ট্রুমেন্টটি হিসটেরেসিস এবং এডি কারেন্ট লস মুক্ত?
মুভিং আয়রন
ইলেকট্রোস্ট্যাটিক
মুভিং কয়েল
ইলেকট্রো-ডায়নামিক
1471. একটি 15V, 1000Ω ভোল্টমিটার দিয়ে 150V পর্যন্ত পরিমাপ করতে হলে এর সাথে কত শ্রেণি সমবায় রোধক যোগ করতে হবে?
1000Ω
900Ω
90Ω
9000Ω
1472. রেক্টিফায়ার ইনস্ট্রমেন্টে রেক্টিফায়ার হিসাবে ব্যবহৃত হয়---
কপার অক্সাইড
জার্মেনিয়াম
সিলিকন ক্রিস্টাল ডায়োড
সিলিকন অক্সাইড
1473. একটি Ammeter-এর Range প্রসারের জন্য কোন Instrument ট্রান্সফরমার ব্যবহার হয়?
কারেন্ট ট্রান্সফরমার (CT)
ভোল্টেজ Transformer
Power ট্রান্সফরমার
কোনোটিই না
1474. ক্যাথোড-রে অসিলোস্কোপের মৌলিক উপাদান কয়টি?
১টি
৪টি
২টি
৮টি
1475. ডিসি অ্যামিটারের রেঞ্জ বৃদ্ধির জন্য --- ব্যবহার করতে হয়।
ইন্ডাস্ট্যান্স
কারেন্ট ট্রান্সফরমার
ক্যাপাসিটর
শান্ট
1476. কোন যন্ত্রে বার্নোলির সূত্র ব্যবহার করা হয়?
ভেনচুরিমিটার
পিউটটিউব
অরিফিস
সবগুলো
1477. AC ammeter এবং voltmeter ---value মাপে।
rms
average
maximum
peak-to-peak
1478. Candela কীসের একক?
Flux
ইলুমিনেশন
উজ্জ্বল তীব্রতা
Luminance
1479. ট্রানজিস্টর রেডিও চেকিং-এর জন্য অতীব প্রয়োজনীয় একক ইনস্ট্রুমেন্ট কোনটি?
VOM
ফ্রিকুয়েন্সি মিটার
মিলিমিটার
ওয়াটমিটার
1480. কোন যন্ত্রের সাহায্যে একটি কোষের তড়িচ্চালক শক্তি নির্ণয় করা যায়?
অ্যামিটার
ওহমমিটার
গ্যালভানোমিটার
পটেনশিওমিটার