MCQ
1361. পল্লিবিদ্যুৎ সমিতির সংখ্যা কয়টি?
৭০টি
৮০টি
৭২টি
৯০টি
1362. দেশের সবচেয়ে বড় পাওয়ার প্লান্ট কোনটি?
কাপ্তাই পাওয়ার প্লান্ট
নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট
ভেড়ামারা পাওয়ার প্লান্ট
আশুগঞ্জ পাওয়ার প্লান্ট
1363. কোন পাওয়ার প্লান্টে জ্বালানি খরচ সবচেয়ে কম?
ডিজেল
প্রাকৃতিক গ্যাস
নিউক্লিয়ার
হাইড্রোইলেকট্রিক
1364. বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশে কোনটি ব্যবহার করা হয় না?
গ্যাস
পারমাণবিক শক্তি
তেল
বাতাস
1365. PGCB নিচের কোনটিতে বিদ্যুৎ বিতরণ করে?
REB
DPDC
DESCO
কোনোটিই নয়
1366. বাংলাদেশের বিদ্যুতের ট্রান্সমিশন ভোল্টেজ সর্বোচ্চ কত?
132kV
400kV
230kV
765kV
1367. পিজিসিবি যে মন্ত্রণালয়ের অধীন, তার মন্ত্রীর নাম কী?
শেখ হাসিনা
আ.হ.ম মুস্তফা কামাল
আব্দুর রাজ্জাক
টিপু মুন্সী
1368. বিদ্যুৎ উৎপাদনে কোন মেশিন ব্যবহার করা হয়?
অল্টারনেটর
সিনক্রোনাস জেনারেটর
ইন্ডাকশন মোটর
কও খ উভয়ই
1369. বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন বোর্ডের পাওয়ার প্ল্যান্ট সংখ্যা কয়টি?
৩৮টি
৩৯টি
৫৮টি
৫৭টি
1370. আগস্ট ২০২১ মাসে বিদ্যুৎ-এর সর্বোচ্চ উৎপাদন কত?
9380MW
13014MW
13271MW
13509MW
1371. প্রাথমিক জ্বালানি হিসেবে কোনটি বাংলাদেশে ব্যবহার করা হয় না?
প্রাকৃতিক গ্যাস
কয়লা
সৌরশক্তি
ইউরেনিয়াম
1372. বর্তমান দেশে কী পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা হয়?
21,800MW
24,982MW
22,980MW
26,000MW
1373. পিজিসিবি-এর চেয়ারম্যানের নাম কী?
খালেদ মাহমুদ
ড. আহমদ কায়কাউস
আলী হায়দার
মেজর জেনারেল মঈন উদ্দীন
1374. ২০২১ সালের শেষ নাগাদ বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা কত?
22,000MW
40,000MW
24,000MW
21.500MW
1375. DESCO সিস্টেম লস কত?
৫.৬৯%
৬.৬৯%
৭.৭৯%
৮.৮৯%
1376. DESCO কবে গঠিত হয়?
১৯৯৭ সালে
১৯৯১ সালে
১৯৯৬ সালে
১৯৯৫ সালে
1377. বাংলাদেশ ভারতের কোন প্রদেশ থেকে বিদ্যুৎ আমদানি করে?
কলকাতা
আসাম
ত্রিপুরা
মিজোরাম
1378. রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট কবে উৎপাদনে যাবে?
২০২২ সালে
২০২৩ সালে
২০২৪ সালে
২০২৫ সালে
1379. PGCB কোন ভোল্টেজ ট্রান্সমিশন করে না?
400kV
230kV
66kV
132kV
1380. একটি RLC সার্কিটে C-এর মান কমানো হলে Resonance frequency-
অপরিবর্তিত থাকবে
বেড়ে যাবে
কমে যায়
যে-কোনোটি হতে পারে