Image
MCQ
21. অবেলায় আমি দিলেম পাড়ি, অথৈ সাগরে"- এখানে কয়টি উপসর্গ রয়েছে?
একটি
তিনটি
দুইটি
চারটি
22. নিচের কোন শব্দে বাংলা উপসর্গ আছে?
অপমান
আগাছা
নিবৃত্তি
প্রতাপ
23. নিচের কোনটি ফারসি উপসর্গ?
বাজে
হাফ
আম
কম
24. 'আমমোক্তার' শব্দে ব্যবহৃত 'আম' কোন বিদেশি উপসর্গ?
ফারসি
আরবি
ইংরেজি
হিন্দি
25. 'আমন্ত্রিত অতিথি সমভিব্যাহারে মন্ত্রি মহোদয় মঞ্চে আরোহণ করলেন।' এ বাক্যে উপসর্গ আছে-
চারটি
ছয়টি
সাতটি
আটটি
26. শব্দের পূর্বে বসে কোনটি?
বিভক্তি
উপসর্গ
প্রত্যয়
অনুসর্গ
27. উপসর্গ সাধারণত কোথায় বসে?
বাক্যের শেষে
শব্দের পূর্বে
শব্দের শেষে
শব্দের মধ্যে
28. কোনটি সংস্কৃত উপসর্গ?
পরা
অঘা
অন
আব
29. অবলম্বনের 'অব' উপসর্গটি কী অর্থে ব্যবহৃত?
নিম্নে
প্রতিকূল
সম্যকভাবে
প্রস্তুতি
30. 'পরাভব' শব্দে 'পরা' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
বিপরীত
আধিক্য
সুলভ
বিধৃত
31. 'আড়চোখে' শব্দের 'আড়' উপসর্গটি কি অর্থ প্রকাশ করেছে?
খারাপ
হিংসা
উৎসাহ
বক্র
32. 'অভাব' অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি?
অকাজ
আলুনি
আবছায়া
নিখুঁত
33. বাংলা ভাষায় উপসর্গ কত প্রকার?
৬ প্রকার
৪ প্রকার
৩ প্রকার
৫ প্রকার
34. কোনটি 'অজ' উপসর্গের যথাযথ প্রয়োগ?
অজান্তে
অজড়
অজপাড়াগাঁ
অজাচিত
35. বিপরীতার্থে 'পরা' উপসর্গ যুক্ত শব্দ কোনটি?
পরাকাষ্ঠা
পরায়ণ
পরাক্রান্ত
পরাভব
36. বিদেশী উপসর্গের ব্যবহার রয়েছে নিচের কোন শব্দে?
প্রগতি
সুলভ
বিহার
নাবালক
37. 'সরব' শব্দের 'স' উপসর্গ কি অর্থ প্রকাশ করে?
ক্ষুদ্র
সঙ্গে
বিশাল
অভাব
38. খাঁটি বাংলা উপসর্গ যোগে সৃষ্ট পদ কোনটি?
আঁকড়া
অপমান
অবেলা
অতিশয়
39. 'নিখুঁত' শব্দের 'নি' উপসর্গটি কোন প্রকারের?
অর্ধ-তৎসম
বিদেশী
তৎসম
খাঁটি বাংলা
40. নিচের কোন শব্দটিতে ইংরেজি উপসর্গ ব্যবহৃত হয়েছে?
অপমৃত্যু
বাজেখরচ
রামদা
ফুলবাবু