MCQ
81. 'বিচরণ' শব্দে 'বি' উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে?
সাধারণ
প্রভাব
অভাব
গতি
82. উপসর্গ কোনটি?
অতি
চেয়ে
থেকে
দ্বারা
83. খাঁটি বাংলা উপসর্গ নয় কোনটি?
অ
অভি
অঘা
পাতি
84. নিচের কোনটি তৎসম উপসর্গ নয়?
দ্বারা
উপ
অভি
সম
85. কোনটি উপসর্গ নয়?
প্র
পরি
পরা
আমি
86. নিচের কোন শব্দটিতে 'উপ' ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়েছে?
উপকণ্ঠ
উপস্থিত
উপকূল
উপনেতা
87. বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম (সংস্কৃত) উপসর্গ কয়টি?
12
20
24
32
88. প্র, পরা, অপ-
বাংলা উপসর্গ
বিদেশি উপসর্গ
সংস্কৃত উপসর্গ
উপসর্গ স্থানীয় অব্যয়
89. 'অপমান' শব্দের 'অপ' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
বিপরীত
বিকৃত
নিকৃষ্ট
অভাব
90. 'অপ' কী ধরনের উপসর্গ ?
সংস্কৃত
বিদেশি
বাংলা
মিশ্র
91. 'উপগ্রহ' শব্দটির 'উপ' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
ক্ষুদ্র
বিশেষ
সামীপ্য
সদৃশ
92. বিজ্ঞান শব্দে 'বি' উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
অভাব
বিশেষ
সাধারণ
গতি
93. নিচের কোনটিতে উপসর্গ যুক্ত হয়েছে?
গ্রহ
তারা
উপগ্রহ
চন্দ্রগ্রহণ
94. কোন চারটি তৎসম উপসর্গ এবং বাংলা উপসর্গ উভয় ক্ষেত্রেই রয়েছে?
প্র, পরা, অজ, সা
নি, বি, সু, আ
নির, পরি, আন, সু
অতি, অপি, অনা, অ
95. 'অবশেষ' শব্দটির 'অব' উপসর্গ কোন অর্থে ব্যবহৃত?
নিম্নে
প্রতিকূল
অল্পতা
সম্যকভাবে
96. 'অবমূল্যায়ন' ও 'অবদান' শব্দ দুটিতে 'অব' উপসর্গটি সম্পর্কে কোন মন্তব্যটি ঠিক?
শব্দ দুটিতে উপসর্গটি মোটামোটি একই অর্থে ব্যবহৃত হয়েছে
শব্দ দুটিতে উপসর্গটি একই অর্থে ব্যবহৃত হয়েছে
দুটি শব্দে উপসর্গটির অর্থ দুই রকম
দুটি শব্দে উপসর্গটির অর্থ আপাতবিচারে ভিন্ন হলেও আসলে এক
97. কোন গুচ্ছটি তৎসম উপসর্গ নয়?
নি, অব, দূর, অপি
অপ, নির, সু, আ
আাব, স, না, কার
উৎ, বি, অভি, পরা
98. 'উপ' যোগে গঠিত নিচের কোন শব্দে 'উপ' ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়েছে?
উপসাগর
উপকথা
উপবন
উপকূল
99. 'অপদেবতা' শব্দে 'অপ' উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
মন্দ অর্থে
বিপরীত অর্থে
বৃথা অর্থে
অস্বাভাবিক অর্থে
100. নিচের কোন উপসর্গটি সামীপ্য অর্থে ব্যবহৃত হয়েছে?
উপকূল
অধিকার
উৎফুল্ল
পরিপক্ব