Image
MCQ
41. 'প্রত্যুৎপন্নমতি' অর্থ-
অসম্ভব সুন্দরী
উপস্থিত বুদ্ধি আছে যার
ত্বরিৎ গতিতে কাজ করে যে
গোপনে কাজ করে যে
42. 'গবাদি পশুর পাল' এর সংক্ষেপ হলো-
বাথান
গোশালা
কস্তা
পশুপাল
43. 'যার বসন আলগা' এর বাক্য সংকোচন?
আলগা বসনা
অসংবৃত
লজ্জাহীন
সংযুক্তহীনতা
44. 'অবিমৃষ্যকারী' কাকে বলে-
যে সর্বদা কুৎসা রটনা করে
যে আগে পিছে না ভেবে কাজ করে
যে সর্বদা বিষাদগ্রস্ত থাকে
যে অন্যের সৌভাগ্যে ঈর্ষাবোধ করে
45. 'দিতে হবে' কে এক কথায় কী বলে?
ভূতপূর্ব
দেয়
জিতন্দ্রি
অনাদান্ত
46. এক কথায় প্রকাশ করুন: 'যে নারীর হাসি সুন্দর'।
সুস্মিতা
সুহাসিনী
সুহাসি
সুচিস্মিতা
47. 'বিনা যত্নে উৎপন্ন হয় যা'-এর বাক্য সংকোচন কী?
অযত্নলব্ধ
অনায়াসলব্ধ
অযত্নসম্ভূত
অযত্নজাত
48. 'রাত্রিকালীন যুদ্ধকে' এক কথায় কী বলা হয়?
ভুজঙ্গ
নৈশরণ
জুগুন্স
সৌপ্তিক
49. 'যে আপনার রং লুকায়' তাকে এক কথায় কী বলে?
অদৃশ্য
বর্ণচোরা
ভূতপূর্ব
ফুলেল
50. 'বড় ভাই থাকতে ছোট ভাইয়ের বিয়ে' এর এক কথায় প্রকাশ কি?
পরিবেদন
চিরকুমার
লবেজান
অভিসার
51. 'যার তুলনা নাই'- এক কথায় কী বলে?
অতুল্য
অতুলনীয়
তুলনাহীন
বৈতুল্য
52. দুবার জন্মে যা-
দ্বিজন্ম
পুনর্জন্ম
দ্বৈত জন্ম
দ্বিজ
53. যা স্থায়ী নয়-
নশ্বর
অস্থায়ী
ক্ষণস্থায়ী
ক্ষণিক
54. এক কথায় প্রকাশ করুন: 'অনেক অভিজ্ঞতা আছে যার'।
দূরদর্শী
অভিজ্ঞ
বহুদর্শী
ত্রিকালজ্ঞ
55. 'তিতিক্ষা' শব্দ দ্বারা বুঝায়-
লাভ করার ইচ্ছা
গমন করার ইচ্ছা
ক্ষমা করার ইচ্ছা
ত্যাগ করার ইচ্ছা
56. ক কথায় প্রকাশ করুন- 'যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না'।
দুর্গম
দুস্তর
দুর্জয়
দুর্লভ
57. প্রবেশ করার ইচ্ছাকে এককথায় কী বলা হয়?
বিবিক্ষা
বিবিক্ত
বিবাসন
বিবর্ধন
58. পরের অন্নে যে বেঁচে থাকে'- এর এক কথায় প্রকাশ কোনটি?
পরান্নজীবী
পরান্নভোজী
পরজীবী
পরাশ্রয়ী
59. 'রোদসী' শব্দটি দিয়ে বোঝায়-
রোদন করেছে যে
রোদেলা দিন
পৃথিবী ও স্বর্গ
আলোকোজ্জ্বল আকাশ
60. 'দিন ও রাত্রির সন্ধিক্ষণ' বাক্য সংকোচন বলা যায়-
পূর্বাহ্ন
মধ্যাহ্ন
সন্ধ্যা
গোধূলি