MCQ
81. 'কথায় বর্ণনা করা যায় না যা' এ বাক্যের সংক্ষিপ্ত রূপ কী?
বর্ণনাতীত
অনির্বচনীয়
অবর্ণনীয়
নির্বচনীয়
82. 'বেলাকে অতিক্রান্ত' পদের অর্থ কী?
অবেলা
গোধূলি
উদ্বেল
সাঁঝ
83. 'শত্রুকে দমন করে যে' এক কথায় প্রকাশ করুন।
শত্রুঘ্ন
অরিন্দম
শত্রুহন্তা
কৃতঘ্ন
84. 'যার জ্যোতি বেশিক্ষণ স্থায়ী হয় না' তাকে বলে-
ক্ষণপ্রভা
ক্ষণস্থায়ী জ্যোতি
রগ
অনসূয়া
85. 'মৃতের মত অবস্থা যার' তাকে এক কথায় কি বলা হয়?
মুমুর্ষূ
মুমুর্ষু
মুমূর্ষু
মূমুর্ষু
86. এক কথায় প্রকাশ করুন: 'অন্য ভাষায় রূপান্তরিত'-
গুদাম
অনূদিত
অনুচিকীর্ষা
অননুমেয়
87. এক কথায় প্রকাশ করুন: 'মর্মকে পীড়া দেয় যা'।
মর্মন্তুদ
মর্মভেদী
পীড়াদায়ক
মর্মস্পর্শী
88. 'সমুদ্র হতে হিমাচল পর্যন্ত' বাক্যাংশের অর্থ হিসেবে কোনটি প্রযোজ্য হয়?
আসমুদ্র
হিমালয় পর্যন্ত
আসমুদ্রহিমাচল
অসমুদ্র
89. 'ছন্দে নিপুণ যিনি'- এক কথায় কী হবে?
কবি
ছান্দসিক
ছন্দবেত্তা
কোনোটিই নয়
90. 'যা হবে' বাক্যটি সংকোচন করলে হবে-
ভাবি
অবশ্য
ভাবী
অবশ্যম্ভাবী
91. এক কথায় প্রকাশ করুন: 'অনেকের মধ্যে একজন'-
অবিসংবাদিত
অবীরা
অনিন্দ্য
অন্যতম
92. 'যার আকার কুৎসিত' এক কথায় প্রকাশ করুন।
কুশ্রী
বিশ্রী
কদর্য
কদাকার
93. 'পথ চলার খরচ' কথাটির সংক্ষিপ্ত রূপ-
খোরাকি
হাত খরচ
পাথেয়
পার্থিব
94. 'বৃষ্টির জল' এর এক কথায় প্রকাশ-
অমিয়
শ্বাদল
বেসাতি
শীকর
95. 'হাতির বাসস্থান'-
গজগৃহ
হস্তিগৃহ
পিলখানা
গজনীড়
96. যে বহু বিষয় জানে তাকে এক কথায় বলে-
সর্বজ্ঞ
সবজান্তা
বহুজ্ঞ
কোনোটিই নয়
97. এক কথায় প্রকাশ করুন: 'দ্বারে থাকে যে'-
দ্বাররক্ষী
দৌবারিক
দ্বারিকা
দারোয়ান
98. 'মৃত্তিকা দিয়ে তৈরি'- কথাটি সংকোচন করলে হবে-
তন্ময়
মন্ময়
মৃন্ময়
চিন্ময়
99. হরণ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশযোগ্য রূপ-
জিহীর্ষা
বিভ্রামিষা
বিবিক্ষা
জুগুলা
100. 'যে বিষয়ে মতভেদ নেই এমন' এর এক কথায় প্রকাশ-
ঐকমত্য
অবিসংবাদিত
মীমাংসিত
নিরঙ্কুশ