Image
এস্টিমেটিং এন্ড কস্টিং MCQ
241. বুনিয়াদে লাইম কংক্রিটের চুনঃ সুরকিঃ খোয়া-
১:৩:৫
১:২:৫
১:২:৬
১:১/২:৩
242. এক ঘনমিটার Brick Masonry কতটি ইটের প্রয়োজন? [DM-19]
৫০০টি
৪০০টি
৪৫০টি
৩৫০টি
243. যে ওয়াল নিজস্ব অবস্থানে স্থির থেকে অথবা অন্য কোনো পদার্থের পার্শ্বচাপ প্রতিরোধ করে, তাকে বলে-
Wing wall
Retaining wall
Curtain wall
কোনোটিই নয়
244. রিটার্ন টাইপ Wing wall অ্যাবাটমেন্টের সাথে কত ডিগ্রি কোণে থাকে?
120°
100°
90°
45°
245. মাটি ভরাট মাটি খননের কত অংশ ধরা হয়?
১/৪ অংশ
১/৩ অংশ
১/৬ অংশ
১/৫ অংশ
246. ইটের কাজে সাধারণত লাইম এবং বালির অনুপাতে কত ধরা হয়। [HED-19]
1:2
1:4
1:6
1:8
247. বিম, কলাম ইত্যাদি মেম্বারের উপর প্লাস্টারের অনুপাত কত? [SB-16]
১:৩
১:৪
১:৬
১:৭
248. ৯ ১/২” × ৪ ১/২’’ × ২ ৩/৪” সাইজের ইটে ১০০ ফুট Edging-এর জন্য ইট প্রয়োজন- [MOCA-19]
২০০টি
২৫০টি
৩০০টি
২৭৫টি
249. ১২"x১২" × ১২" সাইজ এর একটি বিম এর ঢালাই এর জন্য সিমেন্ট এর পরিমাণ কত? [MOCA-19]
2
3
1
none of them
250. সাধারণ মাটির অ্যাংগেল অব রিপোজ- [BEPZA-23]
২৫-৩০
৩০-৪২
80-8৫
৪৫-৬০
251. সেপটিক ট্যাঙ্কের দুই কক্ষের মাঝের ওয়ালকে বলা হয়- [SB-16]
Whope wall
বাফেল ওয়াল
Wing wall
Pier
252. Wing wall-এর পুরুত্ব কত হয়?
২৫ সেমি থেকে ৩০ সেমি
২০ সেমি থেকে ৩৫ সেমি
৩০ সেমি থেকে ৪০ সেমি
৪০ সেমি থেকে ৫০ সেমি
253. ক্যান্টিলিভার রিটেইনিং ওয়ালের উচ্চতা কত মিটার পর্যন্ত হয়?
৫-৬ মিটার
৬-৮ মিটার
৬-৭ মিটার
৭-৮ মিটার
254. Wing wall দৈর্ঘ্য অ্যাবাটমেন্টের উচ্চতার কত গুণ হয়?
১ থেকে ২ গুণ
২ থেকে ৩ গুণ
১.৫ থেকে ২ গুণ
৩ থেকে ৫ গুণ
255. সড়ক বাঁধের Side Slope সাধারণত দেওয়া হয়- [SB-16]
২:১
১:১
৩:১
৪:১
256. Splayed (স্প্রেড) type Wing wall অ্যাবাটমেন্টের সাথে কত ডিগ্রি কোণে থাকে?
30°
45°
60°
90°
257. এক বর্গমিটার জায়গা হেরিংবোন বন্ড করতে প্রয়োজনীয় ইটের সংখ্যা কত? [DM-19]
৩১টি
৫২টি
৪২টি
৬২টি
258. রিটেইনিং ওয়ালকে কয় ভাগে ভাগ করা যায়?
২ ভাগে
৪ ভাগে
৩ ভাগে
৫ ভাগে
259. RCC ঢালাই করা কার্নিশ দেয়ালের গাত্র থেকে কত সেমি বাইরে থাকে? [SB-16]
৪০ থেকে ৮০cm
৫০ থেকে ৯০cm
৩০ থেকে ৬০cm
৬০ থেকে ৯০cm
260. ১০০ ঘনফুট ইটের খোয়া প্রস্তুতিতে ইটের প্রয়োজন- [MOCA-19]
৮৫০টি
৮০০টি
৭০০টি
৭৫০টি