Image
এস্টিমেটিং এন্ড কস্টিং MCQ
301. ক্যান্টিলিভার রিটেইনিং ওয়ালের পাদদেশের ন্যাবকে বলা হয়-
Steam slab
Base slab
Back fill slab
কোনোটিই নয়
302. একটি ইটের গুণাগুন প্রভাবিত হয়-
ব্যবহৃত ক্রে এর উপর
পোড়ানোর উপর
শুকানোর উপর
সব গুলো
303. বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য রিটেইনিং ওয়ালের যে ফোকর রাখা হয় তা-
Back fill
Non-subcharge
Weep hole
কোনোটিই নয়
304. অগভীর নলকূপের গভীরতা কত মিটারের অধিক নয়? [BB-21]
৬০ মিটার
১২০ মিটার
৭০ মিটার
৮০ মিটার
305. মাটির কাজের পরিমাণ নির্ণয়ে নিচের কোন সূত্রটি তুলনামূলকভাবে নির্ভরযোগ্য? [BBA-19; BSCIC-19, BB-21]
গড় প্রস্থচ্ছেদ সূত্র
মধ্য প্রস্থচ্ছেদ সূত্র
প্রিজময়েডাল সূত্র
কোনোটিই নয়
সবগুলোই
306. কোন ফর্মুলাটি ব্যবহার করলে শ্রমিকরা আর্থিকভাবে লাভবান হবে? [BGFCL-21]
মধ্য প্রস্থচ্ছেদ ফর্মুলা
লম্বচ্ছেদ ফর্মুলা
গড় প্রস্থচ্ছেদ ফর্মুলা
প্রিজময়েডাল ফর্মুলা
কোনোটিই নয়
307. ছাদের সঙ্গে প্যারাপেটের সংযোগস্থলে Lime Concrete দ্বারা যে Round off করা হয়, তার নাম- [R&H-01, BB-21]
Parapet Junction
Terracota
Ghoondi
Impercobtor
308. জল ছাদের ঢাল সাধারণত কত? [BGFCL-21]
১:৬
৬:১
১০:৬
৬:১০
কোনোটিই নয়
309. টো স্ল্যাবের বর্ধিতাংশ থেকে বেইস স্ল্যাবের প্রন্থের-
১/৪ থেকে ১/৫ অংশ
১/৪ থেকে ১/৩ অংশ
১/৩ থেকে ১/৫ অংশ
১/১০ থেকে ১/১৫ অংশ
310. এক সিএফটি খোয়া তৈরিতে কয়টি ইটের প্রয়োজন? (SGCL-23)
৪টি
৬টি
১০টি
৮টি
311. স্টিল বীমের সেকশন নিচের কোন আকৃতির হতে পারে?
F
H
O
M
312. প্রথম শ্রেণির ইট ২৪ ঘণ্টা ভিজিয়ে রাখলে তার ওজনের কত অংশ পানি শোষন করে-
1/3
1/6
¼
1/7
313. ক্যান্টিলিভার রিটেইনিং ওয়ালের বেইস-এর পুরুত্ব দেওয়ালের উচ্চতার কত অংশ হয়?
১/১৫ থেকে ১/১০ অংশ
১/১০ থেকে ১/৫ অংশ
১/৭ থেকে ১/১৫ অংশ
১/৫ থেকে ১/৮ অংশ
314. ক্যান্টিলিভার রিটেইনিং ওয়ালের খাড়া স্ল্যাবকে কী বলে?
Base
Gravity wall
Counter fort
Steam
316. ১৫ মিমি পুরু একটি আরসিসি স্নাবের ক্ষেত্রফল ১০০ বর্গমিটার, রডের পরিমাণ ১.৫% অনুপাত ১:২:৪। উক্ত স্নাব তৈরি করতে কত পরিমাণ বালি প্রয়োজন হয়েছিল? [BGFCL-21]
০.৬৬ ঘনমিটার
০.৬৬ ঘনসেন্টিমিটার
০.৩৬ ঘনমিটার
০.৩৬ ঘনসেন্টিমিটার
কোনোটিই নয়
317. বাকল অপসারিত করা গাছের কান্ডকে বলে -
রাফ টিম্বার
লগ টিম্বার
স্টান্ডিং টিম্বার
কনভার্টেড টিম্বার
318. ভূমিতল হতে প্লিস্থ তলের উচ্চতা কত? [BGFCL-21]
৪০-৪৫ সেমি
৫০-৬০ সেমি
৪৫-৫০ সেমি
৪৫-৬০ সেমি
কোনোটিই নয়
319. বাংলাদেশে প্রচলিত ইটের দৈর্ঘ্য সাধারণত হয়?
9"
9.5"
9.25"
10"
320. রিটেইনিং ওয়ালের উচ্চতা ৬ মিটারের বেশি হলে কোন প্রকারের রিটেইনিং ওয়াল হিসেবে ডিজাইন করা হয়?
Cantilever retaining wall
Gravity retaining wall
Counter fort retaining wall
কোনোটিই নয়