Image
এস্টিমেটিং এন্ড কস্টিং MCQ
221. RCC Beam Tension Zone Laping ধরা হয় (হুক বাদে)-
80 D
৩০ D
৩৫ D
৪৫ D
222. ঢেউটিনের ঢেউ-এর সংখ্যা-
১৫টি
১২টি
১০টি
৮টি
223. প্রতি হুকের দৈর্ঘ্য হয়-
১০D
১৫D
১২D
৮D
224. রেলিং-এর গোড়ায় ফুটপাথ সদৃশ ঢালাইকে বলে-
হুইল গার্ড
ওয়্যার গার্ড
ব্যাটার গার্ড
কোনোটিই নয়
225. ব্যবহৃত রিইনফোর্সমেন্টের দৈর্ঘ্য কত মিটারের অধিক হলে ল্যাপ ধরতে হয়?
৫ মিটার
৬ মিটার
১০ মিটার
৮ মিটার
226. ল্যাপ-এর জন্য দৈর্ঘ্য (Compression)-
২০D
২৪D
৩০D
৮৮D
227. বাইরের দেয়ালের প্লাস্টারের পুরুত্ব সাধারণত-
১৯ মিমি
১০ মিমি
৮ মিমি
১২ মিমি
228. আরসিসি মেম্বারের প্লাস্টারের পুরুত্ব সাধারণত-
৭ মিমি
১০ মিমি
১২ মিমি
৬ মিমি
229. ভিতরের দেয়ালে প্লাস্টারের পুরুত্ব সাধারণত-
১২ মিমি
১৫ মিমি
১০ মিমি
১৯ মিমি
230. ঢেউটিনের প্রান্ত চাপানো হয় সাধারণত-
১৮ সেমি
১২ সেমি
২০ সেমি
১৫ সেমি
231. বিমে ব্যবহৃত কংক্রিটের শতকরা কত রিইনফোর্সমেন্ট ধরা হয়?
১% থেকে ৩%
১% থেকে ২%
১% থেকে ৫%
১% থেকে ৪%
232. কলামে ব্যবহৃত কংক্রিটে শতকরা কত রঙ ধরা হয়?
১% থেকে ৫%
১% থেকে ২%
১% থেকে ৮%
১% থেকে ৩%
233. হুকসহ ল্যাপ Compression-এর জন্য রডের দৈর্ঘ্য হয়-
৪৮ D
৫০ D
৩৬ D
88 D
234. টাই-এর দৈর্ঘ্য হলো-
কভার বাদে চারদিকে যোগফল +৩০ সেমি •
কভার বাদে চারদিকে যোগফল+ ১০ সেমি
কভারসহ চারদিকে যোগফল + ৫ সেমি•
কভার বাদে চারদিকে যোগফল + ২০ সেমি
235. DPC-এর সাধারণ অনুপাত- [ΒΕΡΖΑ-23]
1:1:2
1:1.5:3
1:2:4
1:1.25:2.5
236. বুনিয়াদে সিমেন্ট কংক্রিটের সিমেন্ট: বালি: খোয়া-
১:৩:৬ অথবা ১:৪:৮
১:২:৬ অথবা ১:৫:৭
১:৩:৪ অথবা ১:৪:৬
কোনোটিই নয়
237. DPC-তে সিমেন্টে ওজনের শতকরা কত পাডলে ব্যবহার করা হয়?
৫%
১০%
৮%
১২%
238. প্রতি কুইন্টাল রিইনফোর্সমেন্টের জন্য নরম বাঁধন তার (Binding wire) কত কেজি ধরা হয়?
২ কেজি
৩ কেজি
১ কেজি
১.৫ কেজি
239. কোনো কালভার্টের ডেকস্ল্যাবের ঢালাই-এর পরিমাণ ১২৫০ ঘনফুট। সিমেন্টের পরিমাণ ১০% হলে কত ব্যাগ সিমেন্ট লাগবে?
১২৫ ব্যাগ
১০৫ ব্যাগ
১৩০ ব্যাগ
১০০ ব্যাগ
240. ঢেউটিনের প্রমাণ প্রস্থ কত?
৯০ সেমি
৭০ সেমি
৬০ সেমি
৮০ সেমি