কন্সট্রাকশন প্রসেস MCQ
সিভিল ইঞ্জিনিয়ারিং এর "" কন্সট্রাকশন প্রসেস "" সাবজেক্টের সকল MCQ প্রশ্ন এই ফোল্ডারে পাবেন। Civil Engineering এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ এর প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ এখানে পাবেন। সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Civil all MCQ, Civil Engineering MCQ
241. কংক্রিটের কার্যোপযোগিতা নির্ণয় করার পরীক্ষার নাম-
Ductility test
Water absorption test
Slump test
Water permeability test
242. RCC footing-এর নিচে ন্যূনতম ক্লিয়ার কভার রাখতে হয়-
4cm
5cm
6cm
7.5cm
243. অত্যধিক তাপমাত্রায় Concrete strength কীভাবে প্রভাবিত হয়?
বৃদ্ধি পায়
হ্রাস পায়
একই থাকে
Concrete composition অনুযায়ী একেক রকম হবে
244. RCC বিম বা স্ল্যাবের জন্য সর্বোচ্চ Slump কত গ্রহণযোগ্য?
১০ সেমি
১৫ সেমি
২০ সেমি
২৫ সেমি
245. Aggregate-কে Flaky কখন বলে?
দৈর্ঘ্য = গড় size
দৈর্ঘ্য = 2 × গড় size
দৈর্ঘ্য = 3 x গড় size
দৈর্ঘ্য = 4 × গড় size
246. 15 গ্রেড concrete-এর mix ratio-
১:২:৪
১:১:৫:৩
১:৩:৬
১:১:২
247. Slump test দ্বারা Concrete-এর কোন property যাচাই করা হয়?
W/C ratio
Durability
Strength
Workability
248. কোন ধরনের অ্যাগ্রিগেট উচ্চশক্তি
কোণাকৃতি
গোলাকার
অসম আকৃতি
ফ্লাকি (পাতবিশিষ্ট)
249. RCC ঢালাইয়ে ব্যবহৃত Coarse aggregate-এর size সাধারণত কত?
10mm down grade
16mm down grade
20mm down grade
25mm down grade
250. Sheet pile কী দিয়ে তৈরি?
কাঠ
কংক্রিট
স্টিল
সবগুলো
251. নির্মাণ এলাকা শুষ্ক রাখার জন্য নির্মাণ করা হয়-
পাইল
ওয়েল
কেইসন
কফার ড্যাম
252. নিচের কোনটি Coarse aggregate-এর Test?
ACV
LAA
AIV
All of them
253. ব্রিক ফুটিং-এ অফসেটের চওড়া ইটের-
দৈর্ঘ্যের ১/৪
প্রন্থের ১/৪
দৈর্ঘ্যের ১/২
প্রন্থের ১/২
কোনোটিই নয়
254. ইটের গাঁথুনির কাজে দুটি ইটের মাঝের জয়েন্টের দূরত্ব দেয়া হয়-
৬ মিমি
১২ মিমি
২৩ মিমি
২৫ মিমি
কোনোটিই নয়
255. Workability কীভাবে বাড়ানো যায়?
Fly ash যোগ করে
Hydrated lime যোগ করে
CaCl₂ যোগ করে
উপরোক্ত সবভাবেই
256. Fine aggregate-এর সর্বনিম্ন particle size কত?
0.75mm
0.0075mm
0.075mm
1mm
257. প্রিস্ট্রেসিং প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর, স্ট্রেসের কমতি হওয়ার কারণ হতে পারে-
কংক্রিট Shrinkage-এর কারণে
কংক্রিট elastic shortening-এর কারণে
কংক্রিট Creep-এর কারণে
সবগুলো
258. Aggregate-এর Bulk density কার উপর নির্ভর করে?
Shape
Grading
Compaction
উপরোক্ত সব
259. Concrete-এর Workability কার উপর নির্ভর করে?
Aggregate-cement ratio
Water-Cement rat
Aggregate grading
উপরোক্ত সব
260. আবাসিক বিল্ডিং-এর Damp proof course (DPC) সাধারণত কোথায় দেয়া হয়?
Plinth level
Ground level
Ceiling
Water table level-এ