Image
কন্সট্রাকশন প্রসেস MCQ
সিভিল ইঞ্জিনিয়ারিং এর "" কন্সট্রাকশন প্রসেস "" সাবজেক্টের সকল MCQ প্রশ্ন এই ফোল্ডারে পাবেন। Civil Engineering এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ এর প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ এখানে পাবেন। সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Civil all MCQ, Civil Engineering MCQ
681. ইট প্রস্তুত করার মাটিতে যার পরিমান সর্বাধিক থাকা আবশ্যক
Iron oxide
Alumia
silica
Lime
682. Slump test - এ কনক্রিট এর প্রতিটি স্তরকে কীভাবে Compact করা হয়-
5/8 inch dia রড দিয়ে ২০ বার
3/4 inch dia রড দিয়ে ২০ বার
5/8 inch dia রড দিয়ে ২৫ বার
5/8 inch dia রড দিয়ে ৩০ বার
683. ইট প্রস্তুত করার মাটিতে যার পরিমান সর্বাধিক থাকা আবশ্যক-
Iron oxide
silika
Alumina
Lime
684. What should be the initial setting time of Ordinary Portland Cement [সাধারন পোর্টল্যান্ড সিমেন্টের প্রাথমিক সেটিং টাইম কত হওয়া উচিত?
< 30 min
< 34 min
< 40 min
< 50 min
685. যে আকারের এগ্রিগেট সবচেয়ে বেশি ভয়েড সৃষ্টি করে-
Angular
Unuqalsized.
Round
None of this
686. বিপদগ্রস্থ কাঠামোকে ঠেকনা দেবার জন্য যে অস্থায়ী কাঠামো নির্মাণ করাহয় তাকে বলে-
underpinning
shoring
scaffolding
jacking
687. সিমেন্টর final setting time কত?
১ ঘন্টা
৪ ঘন্টা
৮ ঘন্টা
১০ ঘন্টা
689. হাতে তৈরি প্রথম শ্রেণির মসলা বিহীন ইটের আকার কত?
10" x 5" x 3"
9.5"x 4.5"x 2.75"
9 "x 4"x 2.5"
12"x 2"x 2.5"
691. Portiand Cement এর প্রধান দুটি উপাদান হচ্ছে-
আয়রন অক্সাইড ও ক্যালসিয়াম অক্সাইড
অ্যালুমিনা ও ম্যাগনেসিয়াম অক্সাইড
ক্যালসিয়াম অক্সাইড ও সিলিকা
উপরের কোনটি নয়
692. Ordinary Portland cement - এর initial setting time কত?
৩০ মিনিট
১ঘন্টা
৪ ঘণ্টা
১০ ঘণ্টা
694. The brick laid with its length parallel to the face of the wall is called a (দেয়ালের সমান্তরালে ইটের স্থাপনাকে বলে-)
stretcher
course
closer
header
695. Wich of the following test given information about workability of concrete ? নিচের কোন পরীক্ষা কনক্রিটের সম্পর্কে তথ্য দেয়?
Compression
Hammer test
Testing test
Slump test
696. জলছাদে চুন সুরকী খোয়ার অনুপাত-
1:2:4
1:3:6
2:2:6
2:2:7
697. ইটের প্রধান দুটি উপাদান হচ্ছে-
সিলিকা ও অ্যালুমিনা
সোডিয়াম ও আয়রন
আয়রন ও সিলিকা
ম্যাগনেসিয়াম ও সোডিয়াম
698. fineness modulus নির্ণয়ে সবচেয়ে সূক্ষ যে চালুনী ব্যবহৃত হয় তা হলো-
No 50
No 100
No 150
No 200
699. লাইম কনক্রিট ও সিমেন্ট কনক্রিট এর কিউরিং সময় যথাক্রমে-
১ সপ্তাহ / ২ সপ্তাহ
২ সপ্তাহ / ৪ সপ্তাহ
৩ সপ্তাহ / ৩ সপ্তাহ
৪ সপ্তাহ / ৪ সপ্তাহ