কন্সট্রাকশন প্রসেস MCQ
সিভিল ইঞ্জিনিয়ারিং এর "" কন্সট্রাকশন প্রসেস "" সাবজেক্টের সকল MCQ প্রশ্ন এই ফোল্ডারে পাবেন। Civil Engineering এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ এর প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ এখানে পাবেন। সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Civil all MCQ, Civil Engineering MCQ
21. পানির মধ্যে নির্মাণ এলাকা শুদ্ধ রাখার জন্য ব্যবহৃত হয়-
পাইল
ওয়েল
কেইসন
কফার ড্যাম
22. Investment casting-এ ব্যবহৃত হয় কোন Pattern?
Wax pattern
Wooden pattern
Polystyrene pattern
Lead pattern
23. কংক্রিটের Strength জানার জন্য সাধারণত Concrete-এর Cylinder-এর কতদিনের test করা হয়?
15 দিন
20 দিন
28 দিন
35 দিন
24. The best spacing of timber piles from centre Book is (কেন্দ্র থেকে কেন্দ্রে কাঠের পাইলের সর্বোত্তম ব্যবধান)
600mm
700mm
800mm
900mm
25. Concrete placing এবং compacting এর সময় উপরিভাগে পানি উঠে গেলে তাকে কী বলে?
segregation
bulking
bleeding
creeping
26. Durable concrete-এর জন্য Water-Cement ratio সর্বোচ্চ-
0.2
0.4
0.6
0.8
27. Cast iron তৈরিতে ব্যবহৃত ফার্নেস হলো-
Blast furnace
Cupola furnace
Open hearth furnace
Bessemer converter
28. Concrete-4 Formwork কত দিন পর খুলে ফেলা যায়?
2-3
7
28
14
29. গিয়ার তৈরিতে সাধারণত ব্যবহৃত হয় –
Cast iron
Steel
Copper
Wrought iron
30. প্রথম শ্রেণির ইটের নূন্যতম ক্রাশিং স্ট্রেংথ সাধারণত কত MN/m² হয়ে থাকো -
7.5
10.5
12.5
14.0
31. Slab এ Clear cover সর্বনিম্ন কত মিমি রাখা উচিত?
10
12
15
18
32. গাঁথুনিতে ব্যবহারের পূর্বে ইটকে পানিতে ভিজানো হয় কেন?
ইটকে পরিষ্কার করার জন্য
ইট ঠাণ্ডা করার জন্য
ইট যাতে মসলায় ব্যাবহৃত পানি শোষণ করতে না পারে।
কোনোটিই নয়
33. কোন ধরনের aggregate ব্যবহার করলে workabillity ভালো পাওয়া যায়?
Elongated
angular
rounded
সবগুলি
34. Le-chatelier apparatus used to perform-
Fineness test
Soundness test
Consistency test
Compressive strength test
35. Concrete-এর workability কার সমানুপাতিকা
Agg.cement ratio
Agg.grading
প্রস্তুতির সময়
সবগুলি
36. ক্রিটিকাল অ্যাকটিভিটির ফ্লোট কত হবে?
১
হেড ও টেইল স্নাবের বিয়োগফল
০
কোনটিই নয়
37. BSTI মানে কী ?
British Standards and Testing
British Standards and Testing Instroment
Bangladesh Standards and Testing Institution
Bangladesh Standards and Testing Instroment
38. কোনটি Mechanical property?
Density
Thermal conductivity
Hardness
Porosity
39. The most common admixture which is used to accelerate the initial set of concrete is (কংক্রিটের প্রাথমিক সেটকে ত্বরান্বিত করতে সাধারণত যে মিশ্রণটি ব্যবহার করা হয়)
Gypsum
Calcium choloride
Calcium carbonate
None of the above
40. Cement এর consistency test এ কোনটি ব্যবহৃত হয়?
Casagrande apparatus
Vicat apparatus
UTM
Proctor apparatus