কন্সট্রাকশন প্রসেস MCQ
সিভিল ইঞ্জিনিয়ারিং এর "" কন্সট্রাকশন প্রসেস "" সাবজেক্টের সকল MCQ প্রশ্ন এই ফোল্ডারে পাবেন। Civil Engineering এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ এর প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ এখানে পাবেন। সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Civil all MCQ, Civil Engineering MCQ
301. কোনটি স্প্রেড ফুটিং নয়?
অফসেট ফুটিং
ওয়াল ফুটিং
আরসিসি ফুটিং
র্যাফট ফুটিং
302. পাইলের দৈর্ঘ্য 10-15m হলে এর ব্যাস-
35cm
30cm
40cm
45cm
303. ডেড শোরে ব্যবহৃত ওয়াল প্লেটের চওড়া-
10-25cm
15-20cm
20-25cm
25-30cm
304. পাঁচতলা দালানের তৃতীয়তলার কলাম ডিজাইনের জন্য লাইভ লোডের কমতির হার-
10%
20%
30%
40%
305. স্ট্রাইপ ফুটিং ব্যবহার করা হয়-
পায়ারে
কলামে
দেয়ালে
দেয়াল ও কলাম উভয়ে
306. যে বৃহদাকার গর্তে মানুষ প্রবেশ করে মাটির স্তর পর্যবেক্ষণ করতে পারে-
বোরিং
অ্যাগার বোরিং
কোর ড্রিলিং
ওপেন ট্রায়াল পিট
307. নিচের কোনটি লোড বিয়ারিং ওয়াল হিসেবে বিবেচিত হয়?
৫ ইঞ্চি গাঁথুনি
৩ ইঞ্চি গাঁথুনি
১০ ইঞ্চি গাঁথুনি
কোনোটিই নয়
308. কংক্রিট দ্রুত বহন করতে ব্যবহার করা হয়
ক্রেন
ট্রাক
বেল্ট কনভেয়র
ট্রিপার
309. সাধারণ Apartment floor-এর উচ্চতা কত?
১২'
১১'
১০'
৮'-৬"
310. 10m গভীরতা পর্যন্ত গর্ত খনন করতে টিম্বারিং পদ্ধতি-
বক্স শিটিং
শিট পাইলিং
ভার্টিক্যাল শিটিং
রানার
311. কংক্রিট ঢালাই কাজে ওয়াটার সিমেন্ট (Water-cement) অনুপাত বেশি হলে কী ঘটবে?
দ্রুত জমাট বাঁধবে
শক্তি (Strength) কম হবে
স্থায়িত্ব (Durability) বাড়বে
শক্তি (Strength) বেশি হবে
312. অগভীর ভিত্তি বা ফুটিংকে ভাগ করা যায়-
2
3
4
5
313. রেকিং শোরে ব্যবহৃত স্থাপন করা হয়? রেকারগুলোকে কত ডিগ্রি কোণে স্থাপন করা হয়?
30°-45°
30°-60°
40°-75°
45°-75°
314. কক্ষের গোপনীয়তা রক্ষা করে আলো-বাতাস নিয়ন্ত্রণ করা যায় কোনটি দিয়ে?
লুভার্ড ডোর
কলাপসিবল ডোর
রিভোলভিং
স্লাইডিং
315. 4m গভীরতা পর্যন্ত পরিখা খনন করতে যে পদ্ধতিতে টিম্বারিং করা হয়-
বক্স শিটিং
স্টে ব্রেসিং
রানার
ভার্টিক্যাল শিটিং'
316. স্টে ব্রেসিং-এ পোলিং বোর্ড স্থাপন করা হয়-
1.5-4m পর পর
2-4m, পর পর
3-4m পর পর
4-5m পর পর
317. যে পাইল পিলার হিসেবে লোড ট্রান্সফার করে-
ফ্লোটিং পাইল
ফ্রিকশন পাইল
বিয়ারিং পাইল
ব্যাটার পাইল
318. কোন ক্ষেত্রে যুক্ত ফুটিং ব্যবহার করা হয়?
কলামে বেশি লোডন্ড পড়লে
ফুটিং ওভারল্যাপ করলে
ট্রাপিজয়ডাল ফুটিং করার জন্য
ফুটিং যুক্ত করার জন্য
319. ভিত্তি সংস্থাপনে সমকোণ মাপা হয়-
3,4 ও 5 একক দৈর্ঘ্য পদ্ধতি দ্বারা
থিওডোলাইট দিয়ে
রাজমিস্ত্রির মাটামের সাহায্যে
উপরের সব কয়টি
320. ভাইব্রেটর কোনটি?
টিলটিং মিক্সচার মেশিন
হ্যান্ড কম্পাকশন
সারফেস টেবিল
ভাইব্রেটর টেবিল