কন্সট্রাকশন প্রসেস MCQ
সিভিল ইঞ্জিনিয়ারিং এর "" কন্সট্রাকশন প্রসেস "" সাবজেক্টের সকল MCQ প্রশ্ন এই ফোল্ডারে পাবেন। Civil Engineering এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ এর প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ এখানে পাবেন। সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Civil all MCQ, Civil Engineering MCQ
341. বর্গাকার দালান অপেক্ষা আয়তাকার দালানের দেয়ালের খরচ বেশি হয়-
5-10%
10-15%
15-20%
20-25%
342. ওয়াসার মূল পাইপ লাইন থেকে ভোক্তার পাইপ লাইনে ব্যবহৃত স্টপ কক পর্যন্ত দূরত্বকে বলে-
ভোক্তার পাইপ লাইন
ওয়াটার সাব-মেইন
যোগাযোগ পাইপ লাইন
ওয়াটার মেইন
343. পাইপ লাইনের সমাপ্তি না ঘটিয়ে আপাতত বন্ধ রাখতে ব্যবহৃত হয়-
প্লাগ-
স্টপ কক
গেট ভালভ
সিঙ্ক
344. শব্দ শোষণের প্রধান মাধ্যম হলো-
দেয়াল
বাতাস
সভাকক্ষে
ড্রয়িং রুমে
345. কনস্ট্রাকশন পাম্প হিসেবে বহুল পরিচিত পাম্প-
ডায়াফ্রাম পাম্প
রোটারি
সেন্ট্রিফিউগাল
রেসিপ্রোকেটিং
346. গ্রীষ্মকালে ভেন্টিলেশন কাজে আপেক্ষিক তাপমাত্রা ধরা হয়-
22.9°F
23.9°F
22.9°C
23.9°C
347. জমাটবদ্ধ মাটির ক্ষেত্রে ডিওয়াটারিং পদ্ধতি হলো-
ডিপ ওয়েল সাম্প
ওয়েল পয়েন্ট
ডিপ ওয়েল ড্রেনেজ
সাম্প নির্মাণ
348. প্লাম্বিং সার্ভিস হলো-
পানি সরবরাহ ব্যবস্থা করা
ড্রেনেজের ব্যবস্থা করা
স্যানিটারি ফিটিংস প্রদান করা
সব কয়টি
349. পরিবর্তনশীল হেডে সুষম হারে পানি উত্তোলন করা যায় কোনটি দ্বারা?
ডায়াফ্রাম
সেন্ট্রিফিউগাল
রেসিপ্রোকেটিং পাম্প
সব কয়টি
350. সাউন্ড ইনসুলেশনের প্রয়োজন হয়-
সভাকক্ষে
শয়নকক্ষে
ড্রয়িং রুমে
অফিস কক্ষে
351. রান্নাঘর থেকে যে পাইপের মাধ্যমে দূষিত পানি নিষ্কাশন করা হয়-
সয়েল পাইপ
ভেন্ট পাইপল
ওয়েস্ট পাইপ
অ্যান্টিসাইফোনেজ পাইপ
352. দালানে ব্যবহৃত দূষিত পানি সংগ্রহের জন্য কোন ফিক্সচার ব্যবহৃত হয়?
ওয়াশ বেসিন
গেট ভালভ
পিলার কক
পানি ট্যাপ
353. একতলা অপেক্ষা দোতলায় খরচ কম হয়-
10%
15%
20%
25%
354. কোনটি স্যানিটারি ফিটিং নয়?
সিঙ্ক
ওয়াটার ক্লোজেট
স্টপ কক
ইউরিন্যাল
355. 90°-এর চেয়ে অল্প কোণে লাইনের দিক পরিবর্তন করতে ব্যবহার হয়-
বেন্ড
এলবো
টি
রিডিউসার
356. প্রজেক্টের উদ্দেশ্য-
4টি
3টি
2টি
5টি
357. নির্মাণকাজের দুর্ঘটনাগুলো কত প্রকার?
2
3
4
5
358. কৃত্রিম ভেন্টিলেশন-
2 প্রকার
3 প্রকার
4 প্রকার
5 প্রকার
359. অ্যালুমিনিয়াম শিট দ্বারা ইনসুলেশন দেওয়াকে বলে-
ব্লক ইনসুলেশন
লুকফিল ইনসুলেশন।
ব্ল্যাংকেট ইনসুলেশন
কোনোটিই নয়
360. কোনটি প্রজেক্ট ম্যানেজমেন্টের অন্তর্ভুক্ত?
প্রজেক্ট প্লানিং
প্রজেক্ট শিডিউলিং
প্রজেক্ট কন্ট্রোলিং
সব কয়টি