MCQ
21. নিম্নলিখিত কোন পদটি বাংলাদেশ সরকার গ্রহণ করেছে?
আদিবাসী
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
উপজাতি
পাহাড়ি
22. সাঁওতালদের গ্রাম প্রধানকে বলা হয়—
শুরু
শেখ
মাজি / মাঝি
একটিও নয়
23. ঝুমুর গান কোন সম্প্রদায়ের পার্বণ?
রাখাইন
গারো
লুসাই
সাঁওতাল
24. 'সোহরাই' কাদের উৎসব?
গারো
সাঁওতাল
চাকমা
তঞ্চঙ্গ্যা
25. বাংলাদেশে কোন উপজাতির লোকসংখ্যা সবচেয়ে বেশি?
গারো
চাকমা
মারমা
মুরং
26. পার্বত্য চট্টগ্রামে কয়টি উপজাতি বাস করে?
১১
১২
১৩
১৫
27. বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বা উপজাতির সংখ্যা কতটি?
৫০ টি
৩০ টি
৩১ টি
৩৮ টি
28. বাংলাদেশে বসবাসকারী উপজাতি জনসংখ্যা দেশের মোট জনসংখ্যার কত শতাংশ?
০.৯৯%
২%
৩%
৪%
29. ২০১০ সালের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন অনুযায়ী বাংলাদেশের কয়টি উপজাতীয় প্রতিষ্ঠান আছে?
৪ টি
৫ টি
৬ টি
৭ টি
30. 'বাহা' কাদের উৎসব?
গারো
সাঁওতাল
চাকমা
তঞ্চঙ্গ্যা
31. পার্বত্য চট্টগ্রামে কয়টি জেলা আছে?
৯ টি
৭ টি
৫ টি
৩ টি
32. কোন জেলায় সবচেয়ে কম উপজাতি বাস করে?
রাঙ্গামাটি
খাগড়াছড়ি
বান্দরবান
লালমনিরহাট
33. কোন জেলায় সবচেয়ে বেশি উপজাতি বাস করে?
রাঙ্গামাটি
খাগড়াছড়ি
বান্দরবান
সিলেট
34. পার্বত্য চট্টগ্রাম এলাকা বাংলাদেশের মোটামুটি কত ভাগের এক ভাগ?
১২
১৫
৮
১০
35. সাঁওতালি ভাষা বাংলাদেশের কোন অঞ্চলের ব্যবহৃত হয়?
ঢাকা
কুমিল্লা
রাজশাহী
রবিশাল
36. উত্তরবঙ্গে বসবাসকারী আদিবাসীদের ভাষা—
হিন্দু
মৈথিল্য
সাদ্রি
কুরুক
37. বাংলাদেশের সাঁওতালরা প্রধানত বাস করে?
সিলেট ও চট্টগ্রাম
ময়মনসিংহ ও টাঙ্গাইল
রাঙ্গামাটি ও বান্দরবান
রাজশাহী ও দিনাজপুর
38. সাঁওতাল উপজাতি সবচেয়ে বেশি বাস করে কোন জেলায়?
রাজশাহী
কক্সবাজার
টাঙ্গাইল
বান্দরবান
39. ঝুমুর কোন অঞ্চলের নাচ হিসেবে স্বীকৃত?
রংপুর ও রাজশাহী
দিনাজপুর ও পঞ্চগড়
বরিশাল ও পটুয়াখালী
ময়মনসিংহ ও কিশোরগঞ্জ
40. বাংলাদেশে বসবাসকারী উপজাতীয়দের বড় অংশ—
মঙ্গোলয়েড
সেমেটিক
অস্ট্রোলয়েড
ককেশীয়