Image
MCQ
101. জুম বলতে কী বোঝায়?
এক ধরনের চাষাবাদ
এক ধরনের ফুল
গুচ্ছগ্রাম পাহাড়ি
জনগোষ্ঠীর নাম
102. বিজু কী?
মৃত ব্যক্তির জন্য প্রার্থনা
চৈত্র সংক্রান্তি
বিবাহের জন্য প্রস্তুতি
বর্ষা উদযাপন
103. পার্বত্য চট্টগ্রামে উপজাতি জনগোষ্ঠী যে বিশেষ পদ্ধতিতে চাষ করে তাকে কী বলা হয়?
কুর
জুম
ঝুম
কুম
104. কঠিন চীবর দান অনুষ্ঠানটি যে অঞ্চলে প্রধানত পালন করা হয়--
বাংলাদেশের উত্তরাঞ্চলে
ময়মনসিংহের গারো আদিবাসী গোষ্ঠীদের অঞ্চলে
বাংলাদেশের দক্ষিণাঞ্চলে
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে
105. পার্বত্য চট্টগ্রামে বিষ্ণু উৎসবটি কখন পালিত হয়?
বৌদ্ধ পূর্ণিমাতে
পহেলা ফাল্গুনে
পহেলা বৈশাখে
ফসল কাটার সময়