EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
81. রক্তনালীতে রক্ত জমাট না বাঁধার জন্য দায়ী কোনটি?
হেপারিন
হিস্টোমিন
হিমোগ্লোবিন
লিম্ফোসাইট
ব্যাখ্যা: দেহাভ্যন্তরে রক্ত জমাট বাঁধে না কারণ রক্তের মধ্যে হেপারিন নামক রাসায়নিক পদার্থ থাকে। তাছাড়া রক্তের ক্রমাগত সঞ্চালনের কারণ দেহের অভ্যন্তরে রক্ত জমাট বাঁধে না।
82. Identify the correct sentence:
Bread is usually made of wheat.
Bread is usually made with wheat.
Bread is usually made by wheat.
Bread is usually made from wheat.
ব্যাখ্যা: কোনো কিছু উৎপাদনের পর সৃষ্টি বস্তুতে উপাদান যদি চোখে দেখে শনাক্ত করা না যায় তাহলে made from এবং যদি উপাদান শনাক্ত করা যায়, তাইলে made of বসে।
83. 'মৈমনসিংহ গীতিকা' সংগ্রহ করেন-
আশুতোষ ভট্টাচার্য
আশরাফ সিদ্দিকী
দীনেশচন্দ্র সেন
অমর্ত্য সেন
84. The team is...eleven players.
made of
made up of
made up
made
ব্যাখ্যা: 'কোনো কিছু দিয়ে গঠিত' অর্থ প্রকাশ করতে Phrasal verb হিসেবে made up of বসে।
85. বিশ্বের সর্বাধিক কার্বন নিঃসরণকারী দেশ কোনটি?
যুক্তরাষ্ট্র
চীন
ভারত
জাপান
ব্যাখ্যা: চীন হচ্ছে সর্বচেয়ে বড় কার্বন-ডাই-অক্সাইড নির্গমনকারী দেশ। পৃথিবীর সমগ্র নির্গমনের এক চতুর্থাংশই আসছে চীন থেকে। প্রধানত কয়লা নির্ভরতার কারণে তাদের কার্বন নির্গমন এখনো বাড়ছে।
86. The correct sentence is:
I wish I were a king
I wish I was a king
I wish I will be a king
I wish I am a king
ব্যাখ্যা: কোনো বাক্যে sub + wish/fancy থাকলে সাধারণত দ্বিতীয় বাক্যে sub + v2 অথবা sub + would/could + v₁ বাসে। তবে, unreal past বুঝাতে to be verb থাকলে তা সর্বদাই were হয়। অর্থাৎ শুদ্ধ বাক্য: I wish I were a king.
87. ঢাকা সর্বপ্রথম বাংলার রাজধানী হয় কোন সালে?
১৬০৮
১৬১০
১৬০৯
১৬১২
ব্যাখ্যা: ১৬১০ সালে সুবেদার ইসলাম খান চিশতি ঢাকায় বাংলার রাজধানী স্থানান্তর করেন। প্রথমবারের মত ঢাকা রাজধানী হওয়ার মর্যাদা লাভ করে। তিনি মুঘল সম্রাট জাহাঙ্গীরের নামানুসারে ঢাকার নামকরণ করেন জাহাঙ্গীর নগর।
88. The correct spelling is:
Playwrite
Playwright
Playwrighte
Playwritee
ব্যাখ্যা: শুদ্ধ বানান playwright (নাট্যকার)।
89. একজন ব্যাটসম্যান ২১টি বাউন্ডারি ও ওভার বাউন্ডারির মাধ্যমে ৯৬ রান করে। তার বাউন্ডারির সংখ্যা কত?
১৫
১৬
১৪
১৩
ব্যাখ্যা: ধরি, বাউন্ডারী অর্থাৎ ৪ এর সংখ্যা = xটি ওভার বাউন্ডারী অর্থাৎ ৬ এর সংখ্যা = ২১ - xটি প্রশ্নমতে, ৪x + ৬ (২১ - x) = ৯৬ বা, ৪x + ১২৬-৬x = ৯৬ বা,- ২x = ৯৬-১২৬ বা, -২x = - ৩০ x = ১৫ বাউন্ডারীর সংখ্যা x = ১৫ টি
90. বাংলাদেশের কৃষিভিত্তিক ইপিজেড কোথায় অবস্থিত?
ঢাকা
চট্টগ্রাম
বরিশাল
নীলফামারী
ব্যাখ্যা: ১৯৯৯ সালে কার্যক্রম শুরু করা বাংলাদেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড উত্তরা ইপিজেড এর অবস্থান নীলফামারী জেলার মঙ্গলশীতে।
91. Sounding the same but spelt differently.
Symphonious
Homophonous
Synonyms
Saminynous
ব্যাখ্যা: যে শব্দের উচ্চারণ একই কিন্তু বানান ও অর্থ ভিন্ন তাকে Homephonous বলে। যেমন right (সঠিক); write (লেখা); wright (নির্মাতা/লেখক)।
92. বাংলাদেশের সংবিধানে এখন পর্যন্ত কতটি সংশোধনী আনা হয়েছে?
১৪
১৫
১৬
১৭
ব্যাখ্যা: বাংলাদেশের সংবিধানে এখন পর্যন্ত ১৭টি সংশোধনী আনা হয়েছে। ২০১৮ সালের ০৮ই জুলাই সংবিধান। (সপ্তদশ সংশোধন) বিল ২০১৮ জাতীয় সংসদে পাস হয়।
93. Here 'very' is- I am very busy.
adjective
noun
adverb
interjection
ব্যাখ্যা: প্রদত্ত বাক্যে very শব্দটি adverb হিসেবে ব্যবহৃত হয়েছে। এখানে very শব্দটি ব্যাক্যের adjective 'busy' কে modify করেছে।
94. BIMSTEC এর সর্বশেষ সদস্য দেশ কোন দুটি?
নেপাল ও শ্রীলংকা
নেপাল ও ভুটান
নেপাল ও থাইল্যান্ড
নেপাল ও পাকিস্তান
ব্যাখ্যা: মিয়ানমারের সদস্য হিসেবে যোগদানের পর সংগঠনের নামটি কিছুটা পরিবর্তন করে BIMSTEC করা হয়। ১৯৯৮ সালের ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিত মন্ত্রী পর্যায়ের ২য় বৈঠকে নেপালকে পর্যবেক্ষকের মর্যাদা দেয়া হয়। পরবর্তীতে, ২০০৩ সালে নেপাল ও ভুটান কে সংগঠনটির পূর্ণ সদস্যের পদ প্রদান করা হয়।
95. পঞ্চাশ বছর পূর্ণ হওয়াকে কী বলে?
হীরক জয়ন্তী
রজত জয়ন্তী
সুবর্ণ জয়ন্তী
শতাব্দী
ব্যাখ্যা: ৫০ বছর পূর্তিকে বলা হয়: সুবর্ণ জয়ন্তী/স্বর্ণ জয়ন্তী (Golden. Jubilee) ৬০ বছর পূর্তিকে বলা হয় : হীরক জয়ন্তী (Diamond Jubilee)