MCQ
21. 'বৃক্ষ থেকে পাওয়া সবচেয়ে বড় উপকার হলো অক্সিজেন' ইংরেজি কোন বাক্যটি সঠিক-
The inportant benefit that we got from trees is oxygen.
The benefit that we get from trees is oxygen.
The inportant benifits that we get from trees is oxygen.
The most important benefit that we get from trees is oxygen.
22. Put the right form of verb - Many flowers (bloom) everyday.
bloom
has bloomed
have bloomed
blooms
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Engineering MCQ
Civil SAE question
খাদ্য অধিদপ্তর প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: সাধারণত plural noun এর পরে plural verb বসে। Plural verb এর সাথে s বা es যুক্ত হয় না।
23. 'বনলতা সেন' কবিতাটি রচনা করেন-
কাজী নজরুল ইসলাম
রবীন্দ্রনাথ ঠাকুর.
জীবনানন্দ দাশ
জসীমউদ্দীন
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Engineering MCQ
Civil SAE question
খাদ্য অধিদপ্তর প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: বনলতা সেন জনপ্রিয়তম বাংলা কবিতাগুলোর মধ্যে অন্যতম। কবিতাটির রচয়িতা বিংশ শতাব্দীর আধুনিক বাঙালি কবি জীবনানন্দ দাশ।
24. ৮ জন লোক একটি কাজ ১২ দিনে করতে পারে। দুইজন লোক কমিয়ে দিলে কাজটি শেষ করতে শতকরা কত দিন বেশি লাগবে?
২৫%
৩৩.১/৩
৫০%
৬৬.২/৩
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Engineering MCQ
Civil SAE question
খাদ্য অধিদপ্তর প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: সমাধান: ২.জন লোক কমিয়ে দিলে লোক সংখ্যা = ৮ - ২ = ৬ জন
এখন, ৮ জন লোক কাজটি করে ১২ দিনে
১ ’’ ’’ ‘’ ‘’ ১২ × ৮"
৬ ’’ ’’ ’’ ’’ ১২ × ৮ / ৬ = ১৬ দিনে
তাহলে, বেশি লাগবে ১৬ - ১২ = ৪ দিন
শতকরা বেশি লাগরে 8 / ১২ = × ১০০% = ৩৩%.১/২
25. 'ঔ' বর্ণের উচ্চারণ কোনটি?
ওই
অই
আউ
ওউ
26. বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে জাতীয় সংগীত 'আমার সোনার বাংলা' এর উল্লেখ করা হয়েছে?
৩ নং
৪ নং
৫ নং
৬ নং
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Engineering MCQ
Civil SAE question
খাদ্য অধিদপ্তর প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: ১৩ এ গানটির প্রথম দশ লাইন জাতীয় সঙ্গীত হিসেবে জানুয়ারি, ১৯৭২ মন্ত্রীসভার প্রথম বৈঠকে নির্বাচিত হয়। সংবিধানের ৪ (১) অনুচ্ছেদে 'আমার সোনার বাংলা' গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সঙ্গীত রূপে ঘোষিত হয়েছে।.
27. দুগ্ধদানকারী মায়ের জন্য কোন মিনারেল অত্যন্ত জরুরী?
জিংক
আয়োডিন
ক্যালসিয়াম
আয়রন
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Engineering MCQ
Civil SAE question
খাদ্য অধিদপ্তর প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: ক্যালসিয়াম হচ্ছে Ca প্রতীকযুক্ত একটি- মৌলিক পদার্থ, যার পারমাণবিক সংখ্যা ২০। ক্যালসিয়াম একটি ক্ষারীয় ধাতব পদার্থ। এজন্য ক্যালসিয়াম বেশ প্রতিক্রিয়াশীল ধাতু।
28. Break a leg' means-
good luck
bad luck
to hurt
to be failed
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Engineering MCQ
Civil SAE question
খাদ্য অধিদপ্তর প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: Break a leg (শুভ কামনা জানানো) idiom টির অর্থ- good luck.
29. একটি কোণের দ্বিগুণ 60 হলে তার পূরক কোণ কত?
15
20
60
30
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Engineering MCQ
Civil SAE question
খাদ্য অধিদপ্তর প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: সমাধান: কোণটি 60° 2 = 30°
এর পূরক কোণ = 90° -30°= 60°
30. 'ঝিনুক' শব্দের অর্থ-
উপল
সলিল
শৈল
শুক্তি
31. মানবদেহে তাপ ও শক্তি উৎপাদন করে কোনটি?
ভিটামিন
পানি
স্নেহ পদার্থ
খনিজ লবন
32. একটি ছাতা ৩৭৮ টাকায় বিক্রয়ে যত ক্ষতি হয় ৪৫০ টাকায় বিক্রয়ে তার তিন গুণ লাভ হয়। ক্রয়মূল্য কত?
৩৬৯ টাকা
৩৯৮ টাকা
৩৯৬ টাকা
৬৩৯ টাকা
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Engineering MCQ
Civil SAE question
খাদ্য অধিদপ্তর প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: সমাধান: ছাতাটির ক্রয়মূল্য x টাকা হলে,
শর্তমতে, ৩(x - ৩৭৮) = ৪৫০ – x
বা, ৩x - ১১৩৪ = ৪৫০ - x
বা, ৪x = ১৫৮৪
x = ৩৯৬
33. করোনা কোন ধরনের ভাইরাস?
DNA
RNA
RNA + DNA
MRNA
34. নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন?
গলন
বাষ্পীভবন
প্রস্বেদন
সালোকসংশ্লেষণ
35. 'A man of straw' menas-
a man lack of money
a man of substance
a man lack of money
a man of no substance
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Engineering MCQ
Civil SAE question
খাদ্য অধিদপ্তর প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: A man of straw (অপদার্থ লোক) idiom টির অর্থ a man of no substance.
36. পারমাণবিক চুক্তিতে চাপ পরিবাহক হিসেবে কোন ধাতু ব্যবহৃত হয়?
সোডিয়াম
পটাসিয়াম
ম্যাগনেসিয়াম
কোনটিই নয়
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Engineering MCQ
Civil SAE question
খাদ্য অধিদপ্তর প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: সোডিয়াম একটি ক্ষার ধাতু যা পারমাণবিক চুল্লির জন্য অতি উপযোগী তাপ স্থানান্তরকারী বা তাপ পরিবাহক পদার্থ। তাই পারমাণবিক চুল্লিতে উৎপাদিত তাপকে প্রশিমিত করার জন্য সোডিয়াম ধাতু ব্যবহার করা হয়।
37. সুদের হার কত হলে ১০০ টাকা সরল সুদে ৮ বছরে দ্বিগুণ হবে?
১২.৫%
১০%
১৬%
১০.৫%
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Engineering MCQ
Civil SAE question
খাদ্য অধিদপ্তর প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: ক
সমাধান: ধরি, আসল = ১০০ টাকা
সুদ = (২০০ - ১০০) = ১০০ টাকা
সমায় = ৮ বছর
হার = ?
আমরা জানি, হার = ১০০ × সুদ/ আসল × সময়
= ১০০ × ১০০ / ১০০ × ৮
= ১২.৫ টাকা = ১২.৫%
38. নিম্নের কোনটি বৃত্তের সমীকরণ-
ax²+bx+c=0
y² = a(x - 2)
x² + (y-2)² = 7
y² = 2x +7
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Engineering MCQ
Civil SAE question
খাদ্য অধিদপ্তর প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: সমাধান: আমরা জানি, বৃত্তের সাধারণ সমীকরণ,
x²+ -(x - h)² + (y - k)² = r²
এখানে, অপশন (গ) হতে পাই,
x² + (y-2)² = 7
⇒(x-0)2 + (y-2)² = (√7) ²? যা বৃত্তের সমীকরণ।
39. কোন বানানটি শুদ্ধ?
বুদ্ধিজীবী
বুদ্ধিজিবী
বুদ্ধিজিবি
বুদ্ধীজীবী
40. 'আকাদামি' কোন ভাষার শব্দ?
ফারসি
ফরাসি
ইংরেজি
গ্রিক