গুরুত্বপূর্ণ সীমারেখা ও অঞ্চল MCQ
21. 'লাইন অব এ্যাকচুয়াল কন্ট্রোল' কোন দু'টি দেশের সীমানা বিভাগকারী রেখা?
ইসরায়েল ও লেবানন
ভারত ও পাকিস্তান
চীন ও ভারত
ফ্রান্স ও জার্মানী
22. Which countries are separated by Mac-Mohan Line?
India-Pakistan
India-China
China-Tibet
India-Bhutan
23. 'নর্দার্ন লিমিট লাইন' কোন দুটি দেশের বিরোধপূর্ণ স্থান?
চীন ও ভারত
চীন ও মায়ানমার
সুদান ও দক্ষিণ সুদান
উত্তর কোরিয়া-দক্ষিণ কোরিয়া
24. ভারত ও চীনের সীমান্ত রেখার নাম কী?
ম্যাকমোহন লাইন
র্যাডক্লিফ লাইন
ডুরান্ড লাইন
ম্যাকনামারা
25. জার্মান আক্রমণ হতে রক্ষা পাওয়ার জন্য ফ্রান্স কর্তৃক জার্মান-ফ্রান্স সীমান্তে নির্মিত সুরক্ষিত সীমারেখা কোনটি?
ডুরান্ড লাইন
ম্যাজিনো লাইন
হিন্ডারবার্গ লাইন
ম্যাকমোহন লাইন
26. জার্মানি কর্তৃক জার্মান ফ্রান্স সীমান্ত নির্মিত সীমানারেখার নাম কি?
ওডের-নিস লাইন
সিগফ্রিড লাইন
সনোরা লাইন
ম্যাকনামারা লাইন
কার্জন লাইন
27. ব্লু লাইন কোন দেশ দুটিকে পৃথক করেছে?
লেবানন ও ইসরায়েল
উত্তর ও দক্ষিণ কোরিয়া
সিরিয়া ও তুরস্ক
রাশিয়া ও ফিনল্যান্ড
28. ডুরান্ড লাইন (Durand Line) কি?
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সীমারেখা
ভারত ও চীনের মধ্যকার সীমারেখা
ভারত ও পাকিস্তানের মধ্যকার সীমারেখা
উপরের কোনোটিই নয়
29. ওডার নীচ নদী --
পূর্ব জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমা নির্ধারক
পশ্চিম জার্মানি ও চেকোশ্লোভাকিয়ার মধ্যে সীমা নির্ধারক
পশ্চিম জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমা নির্ধারক
সংযুক্ত জার্মান ও ফ্রান্সের মধ্যে সীমা নির্ধারক
30. What is the name of the border line between India and Pakistan?
Line of Control
Durand Line
Indo-Pak Line
Sindh Line
31. পাকিস্তান ও আফগানিস্তান-এর মধ্যে যে আন্তর্জাতিক সীমানা চিহ্নিতকরণ রেখা আছে। সেটির নাম কি?
ডুরান্ড লাইন
তালেবান লাইন
ম্যাকমোহন লাইন
র্যাডক্লিফ লাইন
32. ওয়ালেস-এর লাইন কোন কোন অঞ্চলের মধ্যকার কাল্পনিক সীমারেখা?
এশিয়া ও অস্ট্রেলিয়া
ওরিয়েন্টাল ও অস্ট্রেলিয়া
আফ্রিকা ও মাদাগাস্কার
উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা
33. 'লাইন অব কন্ট্রোল' কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখা?
China and India
North Korea and South Korea
Pakistan and Afganistan
Pakistan and India