Image
MCQ
1. লং কলামের ক্ষেত্রে লোড বহনের ক্ষমতা নিম্নের কোনটির উপর নির্ভও করে?
কলামের আয়তন
কলামের দৈর্ঘ্য
দুই প্রান্তের সাপেটি এর ধরন
কলাম উপকরনের ইল্ড স্ট্রেই
2. ৪ ইঞ্চি পুরুতে আর সি সি স্লাব প্রতি বর্গফুটের ওজন হবে-
১৫০ পাউন্ড
৫০ পাউন্ড
১০০ পাউন্ড
উপরের কোনটিই নয়
3. ১২.৫ সেমি পুরু ১০০ বর্গমিটার ব্রিক ওয়াল তৈরিতে কতটি ইটের প্রয়োজন?
৪২৫০
৫১২৫
৪৩৩৪
৫৩৪৩
4. যদি r= 12, r/s=24/y হয় তবে y/s=?
0.5
3
4
2
5. এক ব্যাক্তির P মাইল যেতে Q ঘণ্টা লাগে, R মাইল যেতে কত ঘণ্টা সময় লাগবে?
PQ/R
P/QR
QR/P
PR/Q
6. একটি ছয়তালা বিশিষ্ট ভবনের নিচতলায় পানির পাইপ কী পরিমান চাপ বহন করতে পারে?
১০০০ পি এস আই
২০০০ পি এস আই
৩০০০ পি এস আই
৪০০০ পি এস আই
7. একটি পাচ টন ক্ষমতার ট্রাকে অনুমোদিতভাবে কত ব্যাগ সিমেন্ট বহন করা যাবে?
২০০ ব্যাগ
১০০ ব্যাগ
১৫০ ব্যাগ
৭৫ ব্যাগ
8. একটি পুকুরের আয়তন বের করার ক্ষেত্রে নিম্নের কোন তথ্যটি অপরিহার্য?
ক্ষেত্রফল ও গভীরতা
কংন্টর ম্যাপ
দৈর্ঘ্য ও প্রস্থ
মাঝ বরাবর ব্যবচ্ছেদ চিত্র
9. আয়তাকার কলমের টাই রডের মন্ত্রবর্তী দূরত্বের সর্বোচ্চ সীমা-
খাড়া রডের ব্যাসের ১৬ গুন
টাই রডের ব্যাসের ৪৮ গুন
কলামের পার্শ্ব ম্যাপের ন্যূনতমটি
উপরের তিনটির মধ্যে ন্যূনতমটি
10. ড্রাই ভলিউম ওয়েট ভলিউমের কত গুন?
১ গুন
২ গুন
১.৫ গুন
৩ গুন
11. ভূমিকম্পের ঝুঁকি কোন জেলায় সবচেয়ে বেশি?
খুলনা
ঢাকা
চট্টগ্রাম
সিলেট
12. একটি ক্যানটিলিভার বীমের উপর সমভাবে বিস্তৃত লোড প্রতি একক দৈর্ঘ্যের হলে, বীমটির সর্বোচ্চ ভ্রামক হবে -
WL²/4
WL²/2
WL²/8
WL³/12
13. এক একর সমান কত বর্গফুট?
১,০০০
৪০,০০০
৪৩,৫৬০
৪,৮৪০
14. জরিপ কাজে কোন একটি স্টেশন লেভেল যন্ত্র দ্বারা নেয়া পাঠের কয়েকটি উদ্ধৃত হলো। কোনটি সবচেয়ে উচু স্থানে নিক্ষেপ করে?
২.২৫
৩.৭৫
৩.৬৫
৩.৮৫
15. একটি সামান্তরিকের একটি বাহুর দৈর্ঘ্য ১০ ইঞ্চি এবং এই বাহুর সমান্তরিকের ক্ষেত্রফল -
80
40
20
60
16. Bangladesh standard for Arsenic in drinking water is-
.05 mg/L
0.01 mg/L
0.10 mg/L
0.50 mg/L
17. একটি আরসিসি বিমের ন্যূনতম মূল ইস্পাতের পরিমান হবে-
১%
0.00001 fy
200/fy
কোনটি নয়
18. ৬০ গ্রেড ইস্পাত এর মূল বৈশিষ্ট্য কী?
আলটিমেট স্ট্রেস্থ ৬০,০০০ পিএসআই
ইন্ড স্ট্রেন্থ ৬০,০০০ পিএসআই
ইলোনগেশন ৬০%
কনভার্ট এলিভেশন
19. কনক্রিট ঢালাই কাজে ওয়াটার সিমেন্ট অনুপাত বেশি হলে ঘটবে?
দ্রুত জমাট বাঁধলে
শক্তি কম হলে
শক্তি বেশি হলে
স্থায়ীত্ব বাড়বে
20. ১০০ বর্গমিটার জায়গায় হেরিং বোন সেলিং এর জন্য কতটি ইটের প্রয়োজন?
৩২০০ টি
৫২৫০ টি
৪০০০টি
২৮০ টি