EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
21. অ্যাবাটমেন্ট কী?
ব্রিজের পাইল ক্যাপ
ব্রিজের প্রান্তীয় সাপোর্ট
ব্রিজের নদী মধ্যবর্তী সাপোর্ট
ব্রিজের সুপার স্ট্রাকচার
ব্যাখ্যা: তথ্য: অ্যাবাটমেন্ট সেতুর দুই প্রান্তের রিটেইনিং ওয়ালের অনুরুপ কাঠামো। এটা সেতু কাঠামোর ভার বহনসহ দু পাশের পাড়কে ভাঙনের হাত থেকে রক্ষা করে। পায়ার হলো একাধিক স্প্যান বিশিষ্ট সেতু বা কালভার্টের মধ্যবর্তী খুটিসমূহ। উত্তর: খ
22. এক ম্যাগা প্যাসকেল বল সমান কত পিএসআই?
১০ পিএসআই
২৭ পিএসআই
১০০ পিএসআই
১৪৫ পিএসআই
23. Schmidt Rebound Hammer দিয়ে concrete এর কী Test করা হয়?
Testing strength
Flexural strength
Modulus of Elasticity
Non- destructive test
ব্যাখ্যা: তথ্য: অ-ধ্বংসাত্মক পরীক্ষা (NID=Non-destructive test) হল একটি পরীক্ষা এবং বিশ্লেষণ কৌশল যা শিল্প দ্বারা ব্যবহৃত উপাদান কাঠামো বা সিস্টেমের বৈশিষ্ট্যগত পার্থক্যের জন্য ব্য ঢালাই ত্রুটি এবং বিচ্ছিন্নতার জন্য মূল অংশের ক্ষতি না করে মূল্যায়ন করার জন্য ব্যবহৃত হয়। Schmidt Hammer, যা একটি সুইস হাতুড়ি বা একটি রিবাউন্ড হাতুরি বা কংক্রিট হাতুড়ি পরীক্ষা নামেও পরিচিত, একটি যন্ত্র যা কংক্রিট বা শিলার স্থিতিস্থাপক বৈশিষ্ট্য বা শক্তি, পৃষ্টের কঠোরতা এবং penetration resistance পরিমাপ করে। এটি আবিষ্কার করেন সুইস প্রকৌশলী Ernst Schmidt। সঠিক উত্তর:ঘ
24. জলছাদ তৈরিতে চুন, সুরকি ও খোয়ার অনুপাত হচ্ছে-
১:২:৪
১:৩:৬
২:২:৭
২:২:৫
ব্যাখ্যা: তথ্য: Building এর সর্বোচ্চ তলার ছাদকে রোদ বৃষ্টির হাত থেকে রক্ষা করার জন্য এবং ঘরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণে রাখার জন্য ছাদেও উপর চুন, সুরকি ও খোয়ার (২:২:৭) সাহায্যে কমপক্ষে তিন ইঞ্চি পুরুত্বের একটি আলাদা আবরণ দেয়া হয়। একে জলছাদ বলে।
25. Ordinary Portland cement এর Initial setting time কত?
৩০ মিনিট
৫ ঘন্টা
১ ঘন্টা
১০ ঘন্টা
ব্যাখ্যা: তথ্য: Ordinary Portland Cement এর Initial setting time ৩০ মিনিট এর কম হবে না এবং ফাইনাল সেটিং টাইম ১০ ঘণ্টার বেশি হবে না। উত্তর: ক
26. ইট মৃত্তিকার প্রধান উপাদান হচ্ছে-
ক্যালসিয়াম
এলুমিনা
সিলিকা
ম্যাগনেসিয়াম
ব্যাখ্যা: ইটের কাদায় শতকরা হিসাবে সিলিকা বেশি হলেও ইটের বন্ড স্ট্রেস্থ ও প্লাস্টিসিটি প্রদান করে এলুমিনা আর তাই ইটের কাদার প্রধান উপাদান এলুমিনা।
27. Galvanaizing এ কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়?
নিকেল
অ্যালুমিনিয়াম
জিঙ্ক
আয়রন
ব্যাখ্যা: তথ্য: গ্যালভানাইজেশন বা গ্যালভানিকরণ হলো মরিচা প্রতিরোধ করার জন্য ইস্পাত বা লোহাতে জিংক (zn) বা দস্তার প্রলেপ প্রয়োগ করার পদ্ধতি। অক্ষত অবস্থায় দস্তার প্রলেপটি ক্ষয়কারী পদার্থকে অন্তর্নিহিত ইস্পাত বা লোহায় পৌঁছাতে বাধা দেয়। সঠিক উত্তর: (গ)
28. সাধারন পোর্টল্যান্ড সিমেন্ট তৈরিতে ক্লিনকার এর সাথে জিপসাম সংমিশ্রণের কারণ -
setting time বৃদ্ধি করা
setting time হ্রাস করা
Fineness বৃদ্ধি করা
সিমেন্টের মূল্য হ্রাস করা
ব্যাখ্যা: তথ্য: জিপসাম সিমেন্টের সেটিং একশন মন্থর করে বা সেটিং টাইম বৃদ্ধি করে। উত্তর: ক
29. একটি Simply supported uniformly loaded beam - এর সর্বোচ্চ bending moment হয় -
মাঝখানে
প্রান্তদ্বয়ে
প্রান্ত থেকে ১/৩ অংশ দূরে
প্রান্ত থেকে ১/৩ অংশ দূরে
ব্যাখ্যা: তথ্য: একটি Simply supported uniformly loaded beam এর সর্বোচ্চ শিয়ার ফোর্স উৎপন্ন হবে প্রান্তদ্বয়ের এবং সর্বোচ্চ বেল্ডিং মোমেন্ট উৎপন্ন হবে মাঝখানে। উত্তর: ক
30. একটি Septic Tank - Liquid retention time হওয়া উচিত কমপক্ষে-
১ দিন
৩ দিন
১০ দিন
৭ দিন
31. Ferro cement এক প্রকার -
সাধারন সিমেন্ট
লৌহ
বিশেষ সিমেন্ট
কোনটিই নয়
ব্যাখ্যা: তথ্য: ফেরোসমেন্ট বা ফেরো সিমেন্ট হল রিইনফোর্সড মর্টার বা প্লাস্টার ব্যবহার করে নির্মাণের একটি পদ্ধতি যা ধাতব জাল বা ধাতব ফাইবার এর উপর প্রয়োগ করা হয়। প্রশ্ন ও প্রদত্ত অপশনের কোনটির সাথে মিল না থাকায় সঠিক উত্তর: ঘ
32. মাটির ভার বহন ক্ষমতা নির্ভর করে কিসের উপর?
ফাউন্ডেশন- এর ধরন
ফাউন্ডেশন- এর গভীরতা
ফাউন্ডেশন- এর আকার ও আকৃতি
উপরের সবগুলো
ব্যাখ্যা: তথ্য: সাব- সায়েলের ব্যর্থতা ব্যতিরকে প্রতি একক ক্ষেত্রফলের উপর মাটি যে পরিমান ভার বহন করতে পারে তাকে মাটির ভার বহন ক্ষমতা (Bearing capacity of soul) বলে। ভার বহন ক্ষমতা নির্ণয়ের জন্য ব্যবহৃত প্রচলিত পদ্ধতিগুলোর নাম নিম্নরুপ- ১। প্লেট লোড পরীক্ষা (plate load test) ২। আর্দশ পেনিট্রেশন পরীক্ষা (Standard Penetration Test) ফাউন্ডেশন এর ধরন, গভীরতা ও আকার ও আকৃতির উপর মাটির ভারবহন ক্ষমতার উপর নির্ভর করে। উত্তর: ঘ
33. রিজিড পেভমেন্ট বলতে কী বুঝায়?
রাস্তায় উপরের শক্ত আচ্ছাদিত রাস্তা
কংক্রিটের তৈরি রাস্তা
বিটুমিন দ্বারা আচ্ছাদিত রাস্তা
সোলিং করা রাস্তা
ব্যাখ্যা: তথ্য: কংক্রিটের দ্বারা তৈরি যে সকল পেভমেন্ট বেডিং পীড়ন সহ্য করতে পারে এবং কাঠামোগত ভাবে অনমনীয় সে পেভমেন্টকে রিজিড পেভমেন্ট বলে। উত্তর: খ
34. সাধারন পোর্টল্যান্ড সিমেন্টের Unite weight হচ্ছে-
৭০ পাউন্ড/ঘনফুট
৯০ পাউন্ড/ঘনফুট
৮০ পাউন্ড/ঘনফুট
১০০ পাউন্ড/ঘনফুট
ব্যাখ্যা: তথ্য: Partland cement has unite volume mass of 94 lbs/cu-ft-1506 kg/m³.
35. ব্যবহারের পূর্বে pre-stress concrete girder- pre - stressing tendon দিয়ে-
Tension Zone এ Tension প্রয়োগ করা হয়।
Tension Zone এ compression প্রয়োগ করা হয়
compression Zone এ Tension প্রয়োগ করা হয়
compression Zone এ compression প্রয়োগ করা ঘয়।
ব্যাখ্যা: তথ্য: প্রি-স্ট্রেসড কংক্রিট হল কংক্রিটের একটি রুপ যেখানে বাহ্যিক লোড প্রয়োগ করার আগে কংক্রিটের প্রাথমিক সংকোচন দেওয়া হয় যাতে পরবর্তী সময়কালে বাহ্যিক লোডের চাপ কাঙ্খিত পরিমানে প্রতিহত হয়। এই প্রাথমিক সংকোচনটি কংক্রিটের অংশে অবস্থিত উচ্চ শক্তির ইস্পাত তার(যাকে বলা হয় 'টেন্ডন') দ্বারা প্রবর্তিত। আসুন কনফিউশন দূর করি: অনেকে ভাবে, Pre- stressing tendon দিয়ে Tension Zone প্রয়োগ করা হয় কিন্তু এটা ভুল। মূলত, Tension Zone এর tendon এ Tension প্রয়োগ করা হয় এবং এই টেনশন কনক্রিটে compression হিসেবে প্রবর্তিত হয়। সুতরাং সঠিক উত্তর: খ ।
36. ব্রডগেজের দুই রেলের মধ্যে দূরত্ব হলো
০.৫০ মিটার
১ মিটার
১.৬৭৬ মিটার
১.৫০ মিটার
ব্যাখ্যা: তথ্যঃমিটার গেজে দুই রেলের মাঝে দূরত্ব ১ মিটার। ব্রডগেজে দুই রেলের মাঝে দূরত্ব ১.৬৭৬ মিটার। উত্তর: গ
37. জরিপ কাজে কন্টুর ম্যাপ তৈরিতে কোন যত্রটি অপরিহার্য?
ইঞ্জিনিয়ার্স চেইন
লেভেল
থিওডোলাইট
প্লেইন টেবিল
38. টেরাকোটা তৈরির মূল উপাদান হচ্ছে-
সিমেন্ট
মাটি
মাটি ও সিমেন্ট
আয়রন
ব্যাখ্যা: তথ্য:টেরাকোটা একটি ল্যাটিন শব্দ টেরা অর্থ মাটি আর কোটা অর্থ পোড়ানো। মানুষের ব্যবহার্য পোড়ামাটির তৈরি সকল প্রকার দ্রব্য টেরাকোটা নামে পরিচিত ।পোড়ামাটির ফলকের অপর নাম টেরাকোটা উত্তর: খ
39. সিমেন্টের কোন পরীক্ষার vicat Apparatus ব্যবহার করা হয়?
Initial setting time
Final setting time
Normal consistency
ওপরের সব গুলো
ব্যাখ্যা: তথ্য: Initial setting time, Final setting time, Normal consistency পরীক্ষার vicat Apparatus ব্যবহার করা হয়। সঠিক উত্তর (ঘ)।