MCQ
1. সিমেন্টের কোন পরীক্ষার vicat Apparatus ব্যবহার করা হয়?
Initial setting time
Final setting time
Normal consistency
ওপরের সব গুলো
Job Preparation
Civil Engineering
Civil MCQ
ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস
কন্সট্রাকশন প্রসেস
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রনালয় -2004
ব্যাখ্যা: তথ্য: Initial setting time, Final setting time, Normal consistency পরীক্ষার vicat Apparatus ব্যবহার করা হয়।
সঠিক উত্তর (ঘ)।
2. Ordinary Portland cement এর Initial setting time কত?
৩০ মিনিট
৫ ঘন্টা
১ ঘন্টা
১০ ঘন্টা
ব্যাখ্যা: তথ্য: Ordinary Portland Cement এর Initial setting time ৩০ মিনিট এর কম হবে না এবং ফাইনাল সেটিং টাইম ১০ ঘণ্টার বেশি হবে না।
উত্তর: ক
3. মাটির ভার বহন ক্ষমতা নির্ভর করে কিসের উপর?
ফাউন্ডেশন- এর ধরন
ফাউন্ডেশন- এর গভীরতা
ফাউন্ডেশন- এর আকার ও আকৃতি
উপরের সবগুলো
Job Preparation
Civil Engineering
Civil MCQ
জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রনালয় -2004
ব্যাখ্যা: তথ্য: সাব- সায়েলের ব্যর্থতা ব্যতিরকে প্রতি একক ক্ষেত্রফলের উপর মাটি যে পরিমান ভার বহন করতে পারে তাকে মাটির ভার বহন ক্ষমতা (Bearing capacity of soul) বলে। ভার বহন ক্ষমতা নির্ণয়ের জন্য ব্যবহৃত প্রচলিত পদ্ধতিগুলোর নাম নিম্নরুপ-
১। প্লেট লোড পরীক্ষা (plate load test)
২। আর্দশ পেনিট্রেশন পরীক্ষা (Standard Penetration Test) ফাউন্ডেশন এর ধরন, গভীরতা ও আকার ও আকৃতির উপর মাটির ভারবহন ক্ষমতার উপর নির্ভর করে।
উত্তর: ঘ
4. এক ব্যাক্তির P মাইল যেতে Q ঘণ্টা লাগে, R মাইল যেতে কত ঘণ্টা সময় লাগবে?
PQ/R
P/QR
QR/P
PR/Q
5. ১২.৫ সেমি পুরু ১০০ বর্গমিটার ব্রিক ওয়াল তৈরিতে কতটি ইটের প্রয়োজন?
৪২৫০
৫১২৫
৪৩৩৪
৫৩৪৩
6. ইট মৃত্তিকার প্রধান উপাদান হচ্ছে-
ক্যালসিয়াম
এলুমিনা
সিলিকা
ম্যাগনেসিয়াম
ব্যাখ্যা: ইটের কাদায় শতকরা হিসাবে সিলিকা বেশি হলেও ইটের
বন্ড স্ট্রেস্থ ও প্লাস্টিসিটি প্রদান করে এলুমিনা আর তাই ইটের কাদার
প্রধান উপাদান এলুমিনা।
7. Ferro cement এক প্রকার -
সাধারন সিমেন্ট
লৌহ
বিশেষ সিমেন্ট
কোনটিই নয়
ব্যাখ্যা: তথ্য: ফেরোসমেন্ট বা ফেরো সিমেন্ট হল রিইনফোর্সড মর্টার বা প্লাস্টার ব্যবহার করে নির্মাণের একটি পদ্ধতি যা ধাতব জাল বা ধাতব ফাইবার এর উপর প্রয়োগ করা হয়। প্রশ্ন ও প্রদত্ত অপশনের কোনটির সাথে মিল না থাকায় সঠিক উত্তর: ঘ