MCQ
1. অপটিক্যাল স্কয়ারের দুইটি দর্পনের মধ্যবর্তী কোণ কত ডিগ্রী?
40°
50°
60°
90°
2. 10 সাধারনভাবে স্থাপিত L' মিটার দৈর্ঘ্যবিশিষ্ট একটি বীমে সমভাবে বিস্তৃত প্রতি মিটার w kg লোডের জন্য সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট-
WL²/4
WL²/8
WL²/22
. WL2/12
3. The bending stress and shearing stress at neutral axis of a simple beam section are respectively (বীম প্রস্থচ্ছেদের নিরপেক্ষ অক্ষে বেন্ডিং স্ট্রেস ও শিয়ারিং স্ট্রেস যথাক্রমে-)
maximum & maximum
minimum & maximum
maximum & minimum
minimum & minimum
4. চিত্রে পীড়ন ও বিকৃতি ডায়াগ্রামে mild steel এর ductility কী হবে?
P বিন্দু
Y₁ বিন্দু
Y₂ বিন্দু
B বিন্দু
5. শিয়ার ফোর্স ডায়াগ্রামে চিহ্ন পরিবর্তন বিন্দুকে বলে-
ইরপ্লেকশন বিন্দু
নিরপেক্ষ বিন্দু
বিপদজনক বিন্দু
নিষ্ক্রিয় বিন্দু
6. a বাহুবিশিষ্ট কোন বর্গাকৃতি বীমে M বেন্ডিং মোমেন্টের কারণে সৃষ্ট বেন্ডিং পীড়ন হবে-
6 M/a³
4 M/a3
3 M/a³
5 M/a³
7. D পুরুত্ব বিশিষ্ট একটি slap এর main reinforcement এর সর্বোচ্চ spacing -
1d
2d
3d
4d
8. L দৈর্ঘ্য বিশিষ্ট একটি Simply Supported Beam এর Mid point এ P লোড দিলে উহার সর্বোচ্চ Bending Moment কত?
PL
PL/4
PL²
PL/2
ব্যাখ্যা: ব্যাখ্যা: P লোড দুটি সাপোর্ট সমান ভাঘে ভাগ করে নিবে। যে কোন সাপোর্ট লোড = PL/2 এবং সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট= বল x সাপোর্ট
হতে বলের লম্ব দূরত্ব = P/2 *L/2=PL/4
9. ক্যান্টিলিভার বীমের সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট হয়।
সার্পোটে
মাঝখানে
প্রাপ্ত হতে ১/৪ দূরে
প্রাপ্ত হতে১/৩দূরে
10. T ব্যাসবিশিষ্ট নিরেট শ্যাফটে D টর্কেও কারনে উৎপন্ন শিয়ার পীড়ন হবে-
16T / πd³
32T / πd³
16T / πd²
16T / πα4
11. একটি Simply supported uniformly loaded beam - এর সর্বোচ্চ bending moment হয় -
মাঝখানে
প্রান্তদ্বয়ে
প্রান্ত থেকে ১/৩ অংশ দূরে
প্রান্ত থেকে ১/৩ অংশ দূরে
ব্যাখ্যা: তথ্য: একটি Simply supported uniformly loaded
beam এর সর্বোচ্চ শিয়ার ফোর্স উৎপন্ন হবে প্রান্তদ্বয়ের এবং সর্বোচ্চ বেল্ডিং মোমেন্ট উৎপন্ন হবে মাঝখানে। উত্তর: ক
12. ৬০ গ্রেড ইস্পাত এর মূল বৈশিষ্ট্য কী?
আলটিমেট স্ট্রেস্থ ৬০,০০০ পিএসআই
ইন্ড স্ট্রেন্থ ৬০,০০০ পিএসআই
ইলোনগেশন ৬০%
কনভার্ট এলিভেশন
ব্যাখ্যা: তথ্য: ৬০ গ্রেড স্টিল বলতে স্টিলের নমনীয় বিন্দুর শক্তি ৬০,০০০
পিএসআই গ্রেড বলে। উত্তর: খ
13. ব্যবহারের পূর্বে pre-stress concrete girder- pre - stressing tendon দিয়ে-
Tension Zone এ Tension প্রয়োগ করা হয়।
Tension Zone এ compression প্রয়োগ করা হয়
compression Zone এ Tension প্রয়োগ করা হয়
compression Zone এ compression প্রয়োগ করা ঘয়।
ব্যাখ্যা: তথ্য: প্রি-স্ট্রেসড কংক্রিট হল কংক্রিটের একটি রুপ যেখানে বাহ্যিক লোড প্রয়োগ করার আগে কংক্রিটের প্রাথমিক সংকোচন দেওয়া হয়
যাতে পরবর্তী সময়কালে বাহ্যিক লোডের চাপ কাঙ্খিত পরিমানে প্রতিহত হয়। এই প্রাথমিক সংকোচনটি কংক্রিটের অংশে অবস্থিত
উচ্চ শক্তির ইস্পাত তার(যাকে বলা হয় 'টেন্ডন') দ্বারা প্রবর্তিত।
আসুন কনফিউশন দূর করি:
অনেকে ভাবে, Pre- stressing tendon দিয়ে Tension Zone প্রয়োগ করা হয় কিন্তু এটা ভুল। মূলত, Tension Zone এর tendon এ Tension প্রয়োগ করা হয় এবং এই টেনশন কনক্রিটে compression হিসেবে প্রবর্তিত হয়। সুতরাং সঠিক উত্তর: খ ।
14. Minimum bending section (under pure bending) is - বেন্ডিং এর ক্ষেত্রে একটি নীরেট আয়তকার বীমের সর্বনিম্ন বেন্ডিং পীড়ন হয়।
½ of the maximum bending stress সর্ব্বোচ্চ বেন্ডিং পীড়নের দুই ভাগের এক ভাগ।
1/3 of the maximum bending stress (সর্ব্বোচ্চ বেন্ডিং পীড়নের তিন ভাগের এক ভাগ
¼ of the maximum bending stress সর্ব্বোচ্চ বেন্ডিং পীড়নের চার ভাগের এক ভাগ]
Zero (শূন্য)
15. Pick up the correct statement from the following:
Mcg-MM2+r2) where letters carry their usual meanings
Tcpm2+T2)where letters carry their usual meanings
The torque which when acting alone would produce maximum shear stress equal to the maximum shear stress caused by the combined bending and torsion, is called equivalent torque
All the above
16. কলামের স্টিল কত?
0.02-0.05
0.01-0.08
0.03-0.09
0.02-0.06
Job Preparation
Civil Engineering
Civil Department
Civil MCQ
Duet Admission Question
ডুয়েট(DUET) ভর্তি পরীক্ষা (2019-2020) সিভিল ডিপার্টমেন্ট
RCC ডিজাইন
থিউরি অব স্ট্রাকচার
ডুয়েট(DUET) ভর্তি পরীক্ষা (2013-2014) সিভিল ডিপার্টমেন্ট
ব্যাখ্যা: Ans. (খ) 0.01-0.08
17. নিচের কোন গুণাগুণ যাচাইয়ের জন্য M.S rod এর tensile test করা হয়?
Ductility
Plasticity
Resilience
Elasticity
Job Preparation
Civil Department
Civil MCQ
থিউরি অব স্ট্রাকচার
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় -2004
ব্যাখ্যা: ব্যাখ্যা: Ductility =
Maximum elongation of gauge length Original gauge length
যা টেনসাইল টেস্টে percentage of elongation এর মাধ্যমে প্রকাশকরা হয়। সঠিক উত্তর: (a)
18. সাধারণভাবে স্থাপিত সমভাবে বিস্তৃত লোডের বীমের সর্বোচ্চ বেডিং মোমেন্ট হয়-
সার্পোট
মাঝখানে
প্রা ন্ত হতে ১/৪ দূরে
প্রান্ত হতে১/৩দূরে
19. The minimum percentage of column's main reinforcement is কলামের প্রধান রিইনফোর্সমেন্টের এর সর্বনিম্ন শতকরা পরিমান-
1%
2%
3%
4%
20. The unit of stress in M.K.S. units is (M.K.S. পদ্ধতিতে পীড়নের একক কোনটি)
kg-cm
N/m²
kg/m²
kg/cm²
ব্যাখ্যা: ব্যাখ্যা: পূর্বে চাপের একক ছিল kg/cm² যা আমাদের সকলের জান্য। চাপ ও পীড়ন যেহেতু সমধর্মী তাই পীড়নের একক ও তখন ছিল kg/cm², সেই থেকে পীড়নের M.K.S. একক kg/cm² বলবৎ আছে।
সঠিক উত্তর: (ঘ)