Image
Questions
1. চিত্রে পীড়ন ও বিকৃতি ডায়াগ্রামে mild steel এর ductility কী হবে?
P বিন্দু
Y₁ বিন্দু
Y₂ বিন্দু
B বিন্দু
2. ৬০ গ্রেড ইস্পাত এর মূল বৈশিষ্ট্য কী?
আলটিমেট স্ট্রেস্থ ৬০,০০০ পিএসআই
ইন্ড স্ট্রেন্থ ৬০,০০০ পিএসআই
ইলোনগেশন ৬০%
কনভার্ট এলিভেশন
3. ক্যান্টিলিভার বীমের সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট হয়।
সার্পোটে
মাঝখানে
প্রাপ্ত হতে ১/৪ দূরে
প্রাপ্ত হতে১/৩দূরে
4. The unit of stress in M.K.S. units is (M.K.S. পদ্ধতিতে পীড়নের একক কোনটি)
kg-cm
N/m²
kg/m²
kg/cm²
6. a বাহুবিশিষ্ট কোন বর্গাকৃতি বীমে M বেন্ডিং মোমেন্টের কারণে সৃষ্ট বেন্ডিং পীড়ন হবে-
6 M/a³
4 M/a3
3 M/a³
5 M/a³
7. The minimum percentage of column's main reinforcement is কলামের প্রধান রিইনফোর্সমেন্টের এর সর্বনিম্ন শতকরা পরিমান-
1%
2%
3%
4%
8. D পুরুত্ব বিশিষ্ট একটি slap এর main reinforcement এর সর্বোচ্চ spacing -
1d
2d
3d
4d
9. শিয়ার ফোর্স ডায়াগ্রামে চিহ্ন পরিবর্তন বিন্দুকে বলে-
ইরপ্লেকশন বিন্দু
নিরপেক্ষ বিন্দু
বিপদজনক বিন্দু
নিষ্ক্রিয় বিন্দু
10. The bending stress and shearing stress at neutral axis of a simple beam section are respectively (বীম প্রস্থচ্ছেদের নিরপেক্ষ অক্ষে বেন্ডিং স্ট্রেস ও শিয়ারিং স্ট্রেস যথাক্রমে-)
maximum & maximum
minimum & maximum
maximum & minimum
minimum & minimum
12. T ব্যাসবিশিষ্ট নিরেট শ্যাফটে D টর্কেও কারনে উৎপন্ন শিয়ার পীড়ন হবে-
16T / πd³
32T / πd³
16T / πd²
16T / πα4
13. নিচের কোন গুণাগুণ যাচাইয়ের জন্য M.S rod এর tensile test করা হয়?
Ductility
Plasticity
Resilience
Elasticity
14. একটি Simply supported uniformly loaded beam - এর সর্বোচ্চ bending moment হয় -
মাঝখানে
প্রান্তদ্বয়ে
প্রান্ত থেকে ১/৩ অংশ দূরে
প্রান্ত থেকে ১/৩ অংশ দূরে
15. 10 সাধারনভাবে স্থাপিত L' মিটার দৈর্ঘ্যবিশিষ্ট একটি বীমে সমভাবে বিস্তৃত প্রতি মিটার w kg লোডের জন্য সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট-
WL²/4
WL²/8
WL²/22
. WL2/12
17. Minimum bending section (under pure bending) is - বেন্ডিং এর ক্ষেত্রে একটি নীরেট আয়তকার বীমের সর্বনিম্ন বেন্ডিং পীড়ন হয়।
½ of the maximum bending stress সর্ব্বোচ্চ বেন্ডিং পীড়নের দুই ভাগের এক ভাগ।
1/3 of the maximum bending stress (সর্ব্বোচ্চ বেন্ডিং পীড়নের তিন ভাগের এক ভাগ
¼ of the maximum bending stress সর্ব্বোচ্চ বেন্ডিং পীড়নের চার ভাগের এক ভাগ]
Zero (শূন্য)
18. L দৈর্ঘ্য বিশিষ্ট একটি Simply Supported Beam এর Mid point এ P লোড দিলে উহার সর্বোচ্চ Bending Moment কত?
PL
PL/4
PL²
PL/2
19. ব্যবহারের পূর্বে pre-stress concrete girder- pre - stressing tendon দিয়ে-
Tension Zone এ Tension প্রয়োগ করা হয়।
Tension Zone এ compression প্রয়োগ করা হয়
compression Zone এ Tension প্রয়োগ করা হয়
compression Zone এ compression প্রয়োগ করা ঘয়।
20. সাধারণভাবে স্থাপিত সমভাবে বিস্তৃত লোডের বীমের সর্বোচ্চ বেডিং মোমেন্ট হয়-
সার্পোট
মাঝখানে
প্রা ন্ত হতে ১/৪ দূরে
প্রান্ত হতে১/৩দূরে