Image
MCQ
1. চারটি Matarial A, B, C. এবং D এর CBR যথাক্রমে ৩০% ১৫%, ৪০%, ২৫% হলে সবচেয়ে শক্ত (Hardest materials) হবে-
A
B
C
D
2. Water bound macadam-এ binding matetial হলো
Sand
Bitumen
coarse aggregate dustt
soil
3. PWD Specification অনুযায়ী মসলা বিহীন ইটের আকার কত?
24.2cm x11.4cm x 7cm
25.4cmx 12.7cmx 7.6cm
24 cm ×11cmx 7cm
None of these
4. ইটের প্রধান দুটি উপাদান হচ্ছে-
সিলিকা ও অ্যালুমিনা
সোডিয়াম ও আয়রন
আয়রন ও সিলিকা
ম্যাগনেসিয়াম ও সোডিয়াম
5. লাইম কনক্রিট ও সিমেন্ট কনক্রিট এর কিউরিং সময় যথাক্রমে-
১ সপ্তাহ / ২ সপ্তাহ
২ সপ্তাহ / ৪ সপ্তাহ
৩ সপ্তাহ / ৩ সপ্তাহ
৪ সপ্তাহ / ৪ সপ্তাহ
6. Manometer দিয়ে নির্ণয় করা হয়-
Velocity of fluid
Atmospheric pressure
Different of pressure between two points in a pipe.
Pressure in venturimeter
7. সিমেন্টের কোন পরীক্ষায় Vicat Apparatus ব্যবহার করা হয় ?
Initial setting time
Normal consistency
Final setting time
ওপরের সবগুলো
9. ইট প্রস্তুত করার মাটিতে যার পরিমান সর্বাধিক থাকা আবশ্যক
Iron oxide
Alumia
silica
Lime
10. Paint এর Thinner হিসাবে সাধারণত ব্যবহার করা হয়-
অ্যালকোহল
পেট্রোল
তারপিন
পানি
11. গান্টার্স চেইন যথোপযুক্ত ব্যবহার করা যায় এই সার্ভেতে
Topographical survey
Revitional survey (আর এস)
Cadastral Survey (সি.এস)
Boundary survey
12. সিমেন্টর final setting time কত?
১ ঘন্টা
৪ ঘন্টা
৮ ঘন্টা
১০ ঘন্টা