Image
Questions
1. সিমেন্টের কোন পরীক্ষায় Vicat Apparatus ব্যবহার করা হয় ?
Initial setting time
Normal consistency
Final setting time
ওপরের সবগুলো
2. লাইম কনক্রিট ও সিমেন্ট কনক্রিট এর কিউরিং সময় যথাক্রমে-
১ সপ্তাহ / ২ সপ্তাহ
২ সপ্তাহ / ৪ সপ্তাহ
৩ সপ্তাহ / ৩ সপ্তাহ
৪ সপ্তাহ / ৪ সপ্তাহ
3. গান্টার্স চেইন যথোপযুক্ত ব্যবহার করা যায় এই সার্ভেতে
Topographical survey
Revitional survey (আর এস)
Cadastral Survey (সি.এস)
Boundary survey
4. Water bound macadam-এ binding matetial হলো
Sand
Bitumen
coarse aggregate dustt
soil
5. ইটের প্রধান দুটি উপাদান হচ্ছে-
সিলিকা ও অ্যালুমিনা
সোডিয়াম ও আয়রন
আয়রন ও সিলিকা
ম্যাগনেসিয়াম ও সোডিয়াম
7. ইট প্রস্তুত করার মাটিতে যার পরিমান সর্বাধিক থাকা আবশ্যক
Iron oxide
Alumia
silica
Lime
8. চারটি Matarial A, B, C. এবং D এর CBR যথাক্রমে ৩০% ১৫%, ৪০%, ২৫% হলে সবচেয়ে শক্ত (Hardest materials) হবে-
A
B
C
D
9. সিমেন্টর final setting time কত?
১ ঘন্টা
৪ ঘন্টা
৮ ঘন্টা
১০ ঘন্টা
10. Paint এর Thinner হিসাবে সাধারণত ব্যবহার করা হয়-
অ্যালকোহল
পেট্রোল
তারপিন
পানি
11. PWD Specification অনুযায়ী মসলা বিহীন ইটের আকার কত?
24.2cm x11.4cm x 7cm
25.4cmx 12.7cmx 7.6cm
24 cm ×11cmx 7cm
None of these
12. Manometer দিয়ে নির্ণয় করা হয়-
Velocity of fluid
Atmospheric pressure
Different of pressure between two points in a pipe.
Pressure in venturimeter