MCQ
241. কোন Soil-টির Permeability সবচেয়ে বেশি?
Sand
Silt
Clay
Gravel
ব্যাখ্যা: ব্যাখ্যা: কোনো মাটির ধারাবাহিক ভয়েডের ভিতর দিয়ে পানি বা অন্য কোনো তরলের প্রবাহিত হওয়ার ধর্মকে ভেদ্যতা (Permeablity) বলে। গ্রাভেল উচ্চে ভেদ্যগুণসম্পন্ন মাটি।
242. ভয়েড রেশিও এবং প্রযুক্ত চাপ লগারিদম স্কেলে প্লট করে যে কার্ড আঁকা হয়, তার নাম-
P log e কার্ড
pc কার্ড
pe কার্ড
e log p কার্ড
ব্যাখ্যা: ব্যাখ্যা: কম্প্রেশন টেস্ট: প্রতিবারে চাপ প্রয়োগের পর চাপের পরিমাণকে (P) লগ স্কেলে ভূমি এবং ঐ সময়ে স্পেসিমেনের ভয়েড রেশিও (e)-কে অফসেট ধরে যে কার্ড আঁকা হয়, তাকে e logP বলে।
243. কোনো বিন্দুতে স্থাপিত পিজোমেট্রিক টিউবের পানিতলকে বলা হয় ঐ বিন্দুর-
পিজোমেট্রিক লেভেল
হাইড্রলিক লেভেল
হাইড্রলিক হেড
পিজোমেট্রিক হেড
244. Compression index কোন test থেকে বের করা হয়?
Direct shear test
Unconfined compression test
Standard penetration test
Consolidation test
245. অধিকাংশ মৃত্তিকার ক্ষেত্রে টাফনেস ইনডেক্সের মান কত এর মধ্যে হয়?
০ থেকে ৩.০০-এর মধ্যে
০ থেকে ২.০০-এর মধ্যে
০ থেকে ১.০০-এর মধ্যে
০ থেকে ৫.০০-এর মধ্যে
246. e log p কার্ড থেকে মৃত্তিকার বিভিন্ন মাত্রা ৯০ ক চাপে কী জানা যায়?
পয়সনের অনুপাত
ভেদ্যতার মাত্রা
ভয়েড রেশিওর মাত্রা
কোনোটিই নয়
247. কটি Soil-এর Water content তার Shrinkage limit-এর চেয়ে কম। Soil-টি কোন State-এ থাকবে?
Semi-solid state
Plastic state
Solid state
Liquid state
248. স্থাপনার সেটেলমেন্ট নিরূপণের জন্য মাটির কোন ধর্ম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? [ΒΕΡΖΑ-23]
Permeability
Density
Shear strength
Consolidation
ব্যাখ্যা: ব্যাখ্যা: Consolidation সম্পূর্ণ সম্পৃক্ত মৃত্তিকার স্থির নিশ্চল চাপাবলের ফলে সংনমনকেই মৃত্তিকার Consolidation বলা হয়।
249. রোলিং মাধ্যমে মৃত্তিকাকে করা হয়-
কমপ্যাকশন
কনসলিডেশন
সোয়েলিং
কোনোটিই নয়
250. প্রক্টরের প্রতি স্তরের মৃত্তিকা দৃঢ়ীকরণে কতবার হাতুড়ি ফেলতে হবে?
৪৫ বার
৩০ বার
২৫ বার
৫০ বার
251. দুই বিন্দুর পিজোমেট্রিক লেভেল পার্থক্যকে বলা হয়-
পজিশন হেড
হাইড্রলিক হেড
পিজোমেট্রিক হেড
কোনোটিই নয়
252. আদর্শ প্রক্টর পরীক্ষায় মৃত্তিকা দৃঢ়ীকরণকালে হাতুড়িকে কত উঁচু থেকে ফেলতে হয়?
৩০.৫ সেমি
৩৫.৫ সেমি
৩৫ সেমি
২৮ সেমি
ব্যাখ্যা: ব্যাখ্যা: আদর্শ প্রোক্টর পরীক্ষায় হাতুড়ি ৩০.৫ সেমি উপর থেকে এবং মডিফাইড প্রোক্টর টেস্টে ৪৫ সেমি, উপর থেকে ফেলা হয়।
253. স্থির নিশ্চল চাপা বলের মাধ্যমে সম্পৃক্ত মৃত্তিকাকে দৃঢ়াবদ্ধ করার প্রক্রিয়ার নাম-
সোয়েলিং
কনসলিডেশন
কমপ্যাকশন
সবগুলো
254. কনস্ট্যান্ট হেড ভেদ্যতা পরীক্ষা কোন ধরনের মৃত্তিকার জন্য উপযোগী?
পলি মৃত্তিকা
কর্দম মৃত্তিকা
দৃঢ়াবদ্ধ মৃত্তিকা
মোটা দানার মৃত্তিকা
ব্যাখ্যা: ব্যাখ্যা: কনস্ট্যান্ট হেড পারমিয়াবিলিটি পরীক্ষা অধিক ভেদ্যতাসম্পন্ন মোটা দানার মাটির ক্ষেত্রে প্রযোজ্য।
255. নিচের কোন মৃত্তিকার ভেদ্যতার মাত্রা অধিক?
গ্র্যাভেল জাতীয় মৃত্তিকা
বেলে মৃত্তিকা
কর্দম মৃত্তিকা
পলি মৃত্তিকা
ব্যাখ্যা: ব্যাখ্যা: কোনো মাটির ধারাবাহিক ভয়েডের ভিতর দিয়ে পানি বা অন্য কোনো তরলের প্রবাহিত হওয়ার ধর্মকে ভেদ্যতা (Permeablity) বলে। গ্রাভেল উচ্চ ভেদ্যগুণসম্পন্ন মাটি।
256. নিচের কোন তরল পদার্থ মৃত্তিকার নম্যতা সৃষ্টি করে?
পানি
প্যারাফিন
ডিজেল
কেরোসিন
257. কোন ধরনের মৃত্তিকার জন্য স্পর্শকাতরতা পরীক্ষা করা হয়?
স্থুলদানার মৃত্তিকা
সূক্ষ্মদানার মৃত্তিকা
বেলে মৃত্তিকা
উপরের সবগুলো
258. সোয়েলিং-এর ফলে ভয়েড রেশিওর পরিমাণ কী হয়?
বৃদ্ধি পায়
একই থাকে
কমে যায়
শূন্য হয়ে যায়
259. ইকুয়িপোটেনশিয়াল রেখা কোন রেখার ওপর লম্বভাবে অবস্থান করে?
সমোচ্চতায় রেখার ওপর
হাইড্রোস্টেটিক প্রেসার রেখার ওপর
প্রবাহ রেখার ওপর
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: ইকুয়িপোটেনশিয়াল লাইন: বিভিন্ন ছয়ানো রেখার যে সকল বিন্দুতে সমান প্রিজমেট্রিক লেভেল পাওয়া যায়, ঐ সকল বিন্দুর সংযোজিত রেখাকে ইকুয়িপোটেনশিয়াল লাইন বলা হয়।
260. যে-পরিমাণ পানির মাত্রায় মৃত্তিকার প্লাস্টিক আচরণের সমাপ্তি ঘটে, ঐ পানির মাত্রাকে বলা হয়-
তারল্য সীমা
নম্যতা সীমা
সংকোচন সীমা
এটারবার্গ সীমা