MCQ
281. বালুর আপেক্ষিক গুরুত্বের সবচেয়ে নিকটতম মান হলো- [PWD-2000]
১.২
২.০
১.৫
২.৭
282. বালি, পলি ও কাদামিশ্রিত পলি বায়ুবাহিত হয়ে স্থানান্তরের মাধ্যমে সৃষ্টি হয়-
মেরিন মৃত্তিকা
ড্রিফট
পাললিক মৃত্তিকা
বালিয়াড়ি
283. নিচের কোন প্রকার মাটির ভিতর দিয়ে সবচেয়ে সহজে পানি প্রবাহিত হতে পারে? [MOLE-19]
গ্র্যাভেল
মোটা বালু
চিকন বালু
Clay
284. নিচের কোন পরীক্ষাটি মাটি পরীক্ষা পদ্ধতি নয়? [RAJUK-17]
Core boaring
Test cylinder
Test Pile
Wash boring
কোনোটিই নয়
285. Hydrometer reading-এ কী Correction করা হয়? [MOCA-19]
Temperature
Dispersing agent
Meniscus
উপরোক্ত সব
286. ড্রাই ভলিউম (Volume), ওয়েট ভলিউমের কত গুণ? [PWD-04]
১
২
১.৫
৩
287. ট্রাই-অ্যাক্সিয়াল টেস্টে বিভিন্ন মৃত্তিকার টেস্ট করা হয়- [R&H-06]
কমপ্যাকশন
কনসলিডেশন
শিয়ার স্ট্রেংথ
টেনসাইল স্ট্রেংথ
288. I_D- এর সর্বোচ্চ মান কত হতে পারে? [R&H-06]
১
২
৩
8
289. Over dry করার জন্য মাটি কত তাপমাত্রায় শুকানো হয়? [MOCA-19]
105°C-110°C
100°C-105°C
60°C-70°C
90°C-100°C
290. Column's law অনুযায়ী মাটির Shearing strength হলো- [PWD-2000]
c-ptan∅
c-ctan∅
c+p tan∅
p-ctan∅
291. পানির মাধ্যমে মৃত্তিকা স্থানান্তরিতকে বলা হয়-
বালিয়াড়ি
পাললিক মৃত্তিকা
উপবেশন মৃত্তিকা
ক্লিফট
292. Liquid limit থেকে Plastic limit-এর বিয়োগফলকে বলে-[PWD-2000]
Flow index
Liquidity index
Shrinkage index
Plasticity index
293. কোন ধরনের মাটির ভারবহন ক্ষমতা বেশি? [PPA-18]
বেলেমাটি
এঁটেল মাটি
দোআঁশ মাটি
বালি
কোনোটিই নয়
294. এমআইটি শ্রেণিবিন্যাস (MIT Classification) অনুসারে সর্বোচ্চ কত মাপের মাটিকে বালি হিসাবে ধরা হয়? [MODMR-06]
২.০০ মিমি
০.০২ মিমি
০.২ মিমি
০.০০২ মিমি
295. গ্রুপ ইনডেক্সের মান যত কম হবে সে মাটি সাবগ্রেডের জন্য তত--[BGDCL-17]
উপযোগী হবে
দৃঢ়াবন্ধ হবে
অনুপযোগী হবে
কোনোটিই নয়
সবগুলোই
296. কোনো মৃত্তিকার তারল্য সীমা ২০% কম হলে কোন শ্রেণির মৃত্তিকা? [BGDCL-17]
নম্যতা
পলি
বেলে
কাদা
297. নিচের কোন Relationship-টি সঠিক? (PWD-2000)
n=(1+e)/e
n= e/(1+e)
e=n/(1+n)
e=(1+n)/n
298. মাটির Liquid Limit = 50%, Plastic Limit = 30% হলে এর Plasticity Index কত? [MOLE-19]
80%
20%
30%
0.6
299. Permeability কোন পরীক্ষা থেকে বের করা হয়? (MOLE-19)
Consolidation test
Direct shear test
Standard penetration test
কোনোটিই নয়
300. কোনো Soil-এর PI (Plasticity Index) = 0 হলে, সেটি- [MOLE-19]
Sand
Silt
Clay
Clayey silt