Image
MCQ
301. ট্রাই-এক্সিয়াল টেস্টে মাটিকে কী টেস্ট করা হয়?
কমপেকশন টেস্ট
কনসোলিডেশন টেস্ট
শিয়ার স্ট্রেস্থ টেস্ট
টেনসাইল স্ট্রেস্থ টেস্ট
303. Constant head permeameter দিয়ে কোন ধরনের Soil-এর Permeability নির্ণয় করা হয়? [MOLE-19]
Coarse sand
Silt
Fine sand
Clay
304. Soil-এর কোন Property বের করার জন্য Unconfined compressive test করা হয়? (MOEF-19)
Shear strength
Density
Specific gravity
Compressibity
306. SPT পরীক্ষায় Hammer Fall-এর উচ্চতা কত? [DM-19]
24 inch
30 inch
28 inch
36 inch
307. The liquid limit minus plastic is termed as (লিকুইড লিমিট হতে প্লাস্টিক লিমিট বিয়োজনকে বলে -)
flow index
Plasticity index
shrinkage index
liquidity index
308. আদর্শ প্রক্টর পরীক্ষায় মাটিকে দৃঢ়করণের জন্য ব্যবহৃত হাতুড়ির ওজন-
৫.৫ কেজি
৩.৫ কেজি
৪.৫ কেজি
২.৫ কেজি
309. SPT-এর থেকে Soil-এর কোন Property বের করা হয়?[MOEF-19]
Tensile strength
Permeability
Specific gravity
Bearing capacity
310. Soil-এর Bearing capacity নির্ণয় করার জন্য প্লেট লোড টেস্টে ব্যবহৃত চতুর্ভুজাকৃতির বিয়ারিং প্লেটের সাইজ- [MOLE-19]
<300mm
750mm to 1m
300 to 750mm
> 1m
311. একটি মাটির নমুনার ভয়েড রেশিও এর মান ০.৩ হলে পরোসিটি কত?
২.৩০
০.২৩
০.০২৩
০.০০২৩
312. কুপিং বলতে নিচের কোনটি বুঝায়?
গ্রাউটিং করার পদ্ধতি
মাটি সীমাবদ্ধ করার পদ্ধতি
মাটির কম্প্যাকশন করার পদ্ধতি
ভিত্তির গভীরতা বৃদ্ধির পদ্ধতি
313. মাটির ভার বহন ক্ষমতা নির্ভর করে কিসের উপর?
ফাউন্ডেশন- এর ধরন
ফাউন্ডেশন- এর গভীরতা
ফাউন্ডেশন- এর আকার ও আকৃতি
উপরের সবগুলো
314. Clay soil-এ SPT value দুই (২) হলে Soil-টি- (DSCC-17, MOLE-19, BEPZA-23]
soft
medium
hard
stiff
315. মাটির ঘনত্বসূচক মান সর্ব্বোচ্চ কত?
০.১
১.৫০
১.০০
২.০০