MCQ
301. একটি মাটির নমুনার ভয়েড রেশিও এর মান ০.৩ হলে পরোসিটি কত?
২.৩০
০.২৩
০.০২৩
০.০০২৩
302. Plasticity index = ? (MOLE-19)
LL-PL
PL+LL
PL-LL
LL-SL
303. মাটির ঘনত্বসূচক মান সর্ব্বোচ্চ কত?
০.১
১.৫০
১.০০
২.০০
304. SPT পরীক্ষায় Hammer Fall-এর উচ্চতা কত? [DM-19]
24 inch
30 inch
28 inch
36 inch
305. SPT-এর থেকে Soil-এর কোন Property বের করা হয়?[MOEF-19]
Tensile strength
Permeability
Specific gravity
Bearing capacity
306. Clay soil-এ SPT value দুই (২) হলে Soil-টি- (DSCC-17, MOLE-19, BEPZA-23]
soft
medium
hard
stiff
307. আদর্শ প্রক্টর পরীক্ষায় মাটিকে দৃঢ়করণের জন্য ব্যবহৃত হাতুড়ির ওজন-
৫.৫ কেজি
৩.৫ কেজি
৪.৫ কেজি
২.৫ কেজি
308. SPT test-এ Hammer-এর ওজন কত? [DM-19, MOEF-19]
62kg
63kg
62.5kg
64kg
309. Constant head permeameter দিয়ে কোন ধরনের Soil-এর Permeability নির্ণয় করা হয়? [MOLE-19]
Coarse sand
Silt
Fine sand
Clay
310. Soil-এর কোন Property বের করার জন্য Unconfined compressive test করা হয়? (MOEF-19)
Shear strength
Density
Specific gravity
Compressibity
311. The liquid limit minus plastic is termed as (লিকুইড লিমিট হতে প্লাস্টিক লিমিট বিয়োজনকে বলে -)
flow index
Plasticity index
shrinkage index
liquidity index
312. Soil-এর Bearing capacity নির্ণয় করার জন্য প্লেট লোড টেস্টে ব্যবহৃত চতুর্ভুজাকৃতির বিয়ারিং প্লেটের সাইজ- [MOLE-19]
<300mm
750mm to 1m
300 to 750mm
> 1m
313. ট্রাই-এক্সিয়াল টেস্টে মাটিকে কী টেস্ট করা হয়?
কমপেকশন টেস্ট
কনসোলিডেশন টেস্ট
শিয়ার স্ট্রেস্থ টেস্ট
টেনসাইল স্ট্রেস্থ টেস্ট
314. মাটির ভার বহন ক্ষমতা নির্ভর করে কিসের উপর?
ফাউন্ডেশন- এর ধরন
ফাউন্ডেশন- এর গভীরতা
ফাউন্ডেশন- এর আকার ও আকৃতি
উপরের সবগুলো
315. কুপিং বলতে নিচের কোনটি বুঝায়?
গ্রাউটিং করার পদ্ধতি
মাটি সীমাবদ্ধ করার পদ্ধতি
মাটির কম্প্যাকশন করার পদ্ধতি
ভিত্তির গভীরতা বৃদ্ধির পদ্ধতি