Image
MCQ
262. নিচের কোনটি স্থুলদানার মৃত্তিকা?
GM
OL
M
ML
263. একটি Hydrometer সাধারণত কোন Temperature-এ Calibrate করা থাকে?
২৭°সে.
৩০°সে.
০°সে.
৫০°সে.
264. Silt-এর Maximum grain সাইজ কত?
০.০৬ মিমি
০.২ মিমি
০.০০০২ মিমি
১ মিমি
265. নিচের কোনটি সূক্ষ্মদানার মৃত্তিকা?
CL
GW
SP
Sw
267. নিচের কোনটি পরোসিটি (n)-এর মান?
Vw/V
Vv/V
Vs/V
Vv/Vs
268. Soil laboratory-তে hydrometer কী কাজে ব্যবহৃত হয়?
Shear strength বের করার কাজে
Soil-এর Water content বের করার কাজে
Grain size বের করার কাজে
Soil-এর density বের করার কাজে
269. মাটির স্পেসিফিক গ্রাভিটি কোন যন্ত্র দিয়ে মাপা হয়? [ΒΕΡΖΑ-23]
Hydrometer
Sieve
Pycnometer
Triaxial
270. গ্রুপ ইনডেক্স-এর মান যত বেশি হবে সে মাটি সাবগ্রেডের জন্য-
উপযুক্ত হবে
তত অনুপযোগী হবে
দৃঢ়বন্ধ হবে
কোনোটিই নয়
271. গ্রুপ ইনডেক্স-এর মান ঋণাত্মক হলে কী লিখতে হয়?
সেই সংখ্যাই
পূর্ণসংখ্যা
জোড়বোধক সংখ্যা
শূন্য
272. Volume of voids এবং Volume of Solids-এর ratio-কে কী বলা হয়?
ভয়েড রেশিও (c)
পরোসিটি (N)
একক ওজন (r)
কোনোটিই নয়
273. নিচের কোনটি Dry unit weight gravity (γ_d)-এর সঠিক Equation?
γ_d=Ws/V
γ_d=γ_sat-γ_w
γ_d=Ws/Vs
γ_d =Wsat-V
274. একখণ্ড মাটির Void-এর Volume ও তার Total Volume-এর অনুপাতকে বলা হয়-
Void ratio
Porosity
Water Content
Degree of Saturation
275. কণার আকার বড় হলে স্টোকের সূত্রে তলানি বেগ হবে-
কম
বেশি
সমান
কোনো পরিবর্তন হবে না
276. Clay-এর Maximum grain size কত?
০.০০২ মিমি
০.২ মিমি
০.০০০ মিমি
০.০২ মিমি
277. নিচের কোন equation-টি Density Index-এর?
I_d = (e-e_min)/( e_max-e_min)
I_d=(e_max-e)/( e_max-e_min )
I_d =( e_max-e_min)/ /( e-e_min)
I_d =( e_max-e_min)/ /( e_max-e)
278. গ্রুপ ইনডেক্স-এর মান নিকটবর্তী কোন সংখ্যায় প্রকাশ করা হয়?
মূলদ সংখ্যা
পূর্ণসংখ্যা
বিজোড় সংখ্যা
বর্ণসংখ্যা
279. আলগা মৃত্তিকায় ভয়েড -এর মান দৃঢ় মৃত্তিকার ভয়েড e-এর মান অপেক্ষা-
কম
অধিক
সমান
শূন্য
280. সম্পূর্ণরূপে সম্পৃক্ত মৃত্তিকার কয়টি উপাদান থাকে?
৫টি
২টি
৩টি
৪টি