Image
MCQ
221. মিটার গেজে ১৩ টন ধুরাবাহিত ওজনের জন্য স্লিপারের ঘনত্ব-
n+3
n+7
n+10
n+5
222. উত্তম ব্যালাস্টের আকার কত?
১৯ মিমি থেকে ৫১ মিমি
১৯ মিমি থেকে ৪৫ মিমি
১৯ মিমি থেকে ৩০ মিমি
১০ মিমি থেকে ২৫ মিমি
223. চারটি Materials A, B, C এবং D-এর CBR যথাক্রমে 40%, 20%, 60% এবং ৭০ ৪০% হলে, সবচেয়ে শক্ত (hardest) material হবে- [R&H-01]
A
D
C
B
224. Water bound macadam-4 Binding material হলো- [R&H-03]
Sand
Bitumen
Soil
Coarse aggregate dust
225. বাঁকে স্লিপারের ঘনত্ব কত ধরা হয়?
n+3
n + 5.
n+7
n+1
226. ট্রাফিক সার্ভেতে ADT হচ্ছে- [R&H-01]
Monthly average daily traffic volume
Monthly average daily truck volume
Annual average daily traffic volume
Average daily truck volume
227. । চারটি materials A, B, C এবং D-এর Los Angeles Abrasion Value যথাক্রমে 30%, 15%, 40% এবং 25% হলে, সবচেয়ে শক্ত (hardest) material হবে- [R&H-01]
C
B
A
D
228. কাস্ট আয়রন স্লিপারের আয়ুষ্কাল-
৬০ থেকে ৭০ বছর
৫০ থেকে ৬০ বছর।
৪০ থেকে ৫০ বছর
কোনোটিই নয়
229. সময়ে সময়ে হলুদ বাতি রাস্তায় ব্যবহৃত হয়- (PWD-2000)
থামার জন্য
চলার জন্য
সতর্ক করার জন্য
উল্লিখিত কোনোটাই নয়
230. একটি সড়ক বাঁধের (highway embankment) চারটি section A, B, C এবং D-এর Sub-grade CBR যথাক্রমে 3%, 8%, 10%, 9%, হলে, সবচেয়ে বেশি Pavement thickness লাগবে- [R&H-01]
A-section-এ
D-section-এ
B-section-এ
C-section-এ
231. কাঠের স্লিপারের আয়ুষ্কাল কত বছর?
১২ থেকে ১৮ বছর
৮ থেকে ১০ বছর
৯ থেকে ১১ বছর
১০ থেকে ১২ বছর
232. গার্ডার সেতুর ওপর মিটার গেজ স্লিপারের সর্বোচ্চ দূরত্ব হয়-
১'-০"
০'-৬"
১-৩"
১'-৯"
233. গার্ডার সেতুর ওপর ব্রডগেজে স্লিপারের সর্বোচ্চ দূরত্ব-
১-৮"
০'-৮"
১'-০"
১-৬"
234. একটা হাইওয়ের এক পয়েন্টে একটা গাড়ির তাৎক্ষণিক বেগকে বলে- [PWD-2000]
Design speed
Running speed
Spot speed
উল্লিখিত সবগুলো
235. Level crossing-এর প্রধান বৈশিষ্ট্য হলো- [R&H-03]
Head of the rail is flushed with ground surface
Head of the rail is flushed with formation surface
Head of the rail is flushed with level surface
Head of the rail is flushed with road surface
236. রাস্তা বরাবর উন্নতি (rise) ও অবনতি (fall) এর হারকে বলে- (WD-2000)
Cant
Superelevation
Gradient
উল্লিখিত সবগুলো
237. একটা Water-bound macadam রাস্তা নিম্নোক্ত রাস্তার একটা উদাহরণ- [PWD-2000]
Rigid pavement
Semi-rigid pavement
Flexible pavement
উল্লিখিত কোনোটিই নয়
238. একটি নতুন সড়কের Alignment নির্ধারণের প্রধান কাজ হচ্ছে- [R&H-01]
Reconnaissance
Final Location Survey
Survey Preliminary
উপরের সবগুলো
239. ব্রডগেজের ধুরাবাহিত ওজন (Axial Load) ২৮ টন হলে স্লিপারের ঘনত্ব কত হবে?
n+4
n+7
n+5
n+6
240. একখণ্ড রেলের দৈর্ঘ্য ১২.৮০ মিটার এবং স্লিপারের ঘনত্ব n+5 হলে রেলখণ্ডে স্লিপারের সংখ্যা কত?
১৭টি
১৯টি
১৮টি
১৫টি