Image
ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অব ইলেক্ট্রিক্যাল পাওয়ার MCQ
201. 12-পোল বিশিষ্ট একটি 3-ফেজ সিনক্রোনাস মোটর 440V, 50Hz সরবরাহে চলে। মোটরের স্পিড কত?
750 гpm
1500 rpm
500 rpm
1000 rpm
202. একটি সিনক্রোনাস মোটরে বর্ধিত লোড চাহিদা পূরণ করা যায়-
স্পিডহ্রাস করে
স্পিড বৃদ্ধি করে
স্টেটর কারেন্ট হ্রাস করে
স্টেটর পোল এবং রোটর পোল স্থানান্তর সাপেক্ষে
203. 120f 120x50 P=N= 200 = যদি একটি সিনক্রোনাস মোটরের সাপ্লাই ফ্রিকুয়েন্সি 60c/s হয়, তবে রোটর অবশ্যই ঘুরবে-
25 c/s-এ
50 c/s-এ
60 c/s-এ
100 c/s-এ
204. প্রদত্ত একটি লোডের জন্য একটি সিনক্রোনাস মোটরের স্বাভাবিক ফিল্ড এক্সাইটেশন এমন হয় যে, যাতে পাওয়ার ফ্যাক্টর হয়-
ইউনিটি
0.8 লিডিং
0.8 ল্যাগিং
0.9 লিডিং
205. একটি সিনক্রোনাস মোটরের ঘূর্ণনের দিক পরিবর্তন করতে হলে নিম্নের যে-কোনো একটি করতে হবে-
ডি.সি. ফিল্ড এক্সাইটেশন শূন্যতে কমিয়ে আনতে হবে
সাপ্লাই ফ্রিকুয়েন্সি পরিবর্তন করতে হবে
সাপ্লাই ভোল্টেজ পরিবর্তন করতে হবে।
স্টেটর লাইনের যে-কোনো দুটি আন্তঃপরিবর্তন করতে হবে
206. একটি ওভার এক্সাইটেড সিনক্রোনাস মোটর নিম্নের কোনটির মতো ব্যবহার করে?
একটি রেজিস্টরের মতো
একটি ইন্ডাক্টরের মতো একটি ক্যাপাসিটরের মতো কোনোটির মতোই নয়
একটি ক্যাপাসিটরের মতো
কোনোটির মতোই নয়
207. একটি সিনক্রোনাস ক্যাপাসিটর হলো একটি ওভার এক্সাইটেড মোটর, যখন চলে-
নো-লোডে
ফুল লোডে
হাফ লোডে
এক-চতুর্থাংশ লোডে
208. একটি সিনক্রোনাস মোটর যখন সিনক্রোনিজমের বাইরে আনা হয়, তখন স্টেটর কারেন্ট-
শূন্য হয়
অপরিবর্তিত থাকে
অত্যধিক হ্রাস পায়
অত্যধিক বৃদ্ধি পায়
209. একটি সিনক্রোনাস মোটরের সাইজ নির্ণীত হয় এর-
kW রেটিং দ্বারা
MW রেটিং দ্বারা
kVAR রেটিং দ্বারা
KVA রেটিং দ্বারা
210. সিনক্রোনাস মোটরের রোটর হলো-
স্যালিয়েন্ট পোল টাইপ।
নন-স্যালিয়েন্ট পোল টাইপ
ডি.সি. মোটরের আর্মেচারের অনুরূপ
স্কুইরেল কেজ টাইপ
211. একটি সিনক্রোনাস মোটর একটি-
পরিবর্তনশীল পাওয়ার ফ্যাক্টর মোটর
পরিবর্তনশীল স্পিড মোটর
সিংগেল ফেজ মোটর
কোনোটিই নয়
212. কনস্ট্যান্ট লোডে চালু অবস্থায় একটি সিনক্রোনাস মোটরের এক্সাইটেশন যদি বৃদ্ধি করা যায়, তবে এর টর্ক অ্যাঙ্গেল অপরিহার্যভাবে-
হ্রাস পাবে
স্থির থাকবে
বৃদ্ধি পাবে
এর নো-লোড মানের দ্বিগুণ হবে
213. একটি সিনক্রোনাস মোটরের স্পিড পরিবর্তন করা যেতে। পারে, নিম্নের কোনটি পরিবর্তন করে?
মেকানিক্যাল লোড
সাপ্লাই ফ্রিকুয়েন্সি
সাপ্লাই ভোল্টেজ
ফিল্ড এক্সাইটেশন
214. একটি অল্টারনেটরের ভোল্টেজ রেগুলেশন নির্ভর করে-
শুধুমাত্র লোড কারেন্টের উপর
শুধুমাত্র পাওয়ার ফ্যাক্টরের উপর
লোড কারেন্ট ও পাওয়ার ফ্যাক্টর উভয়ের উপর
শুধুমাত্র টার্মিনাল ভোল্টেজের উপর
215. একটি সিনক্রোনাস মোটরে উৎপন্ন মেকানিক্যাল পাওয়ার কোনটির উপর নির্ভরশীল নয়?
প্রয়োগকৃত স্টেটর ভোল্টেজ
টর্ক অ্যাঙ্গেল
স্পিড
ফিল্ড এক্সাইটেশন
216. একটি সিনক্রোনাস মোটরে উৎপন্ন মেকানিক্যাল পাওয়ার স্টেটর ভোল্টেজের-
সরাসরি সমানুপাতিক
উল্টানুপাতিক
এক-চতুর্থাংশ
কোনোটির মতোই নয়
217. একটি সিনক্রোনাস মোটর শুধুমাত্র একটি স্পিডেই চলে, কারণ-
এটি ডাবলি ফেড মেশিন
এটি সিঙ্গলি ফেড মেশিন
এতে কোনো লস নেই
এতে ড্যাম্পার ওয়াইন্ডিং থাকে
218. চলন্ত অবস্থায় একটি সিনক্রোনাস মোটর সিনক্রোনাস স্পিডে চলতে বাধ্য হয়, কারণ-
স্টেটর এবং রোটর পোলসমূহের মধ্যে ম্যাগনেটিক লকিং
এর পোল ফেসে ড্যাম্পার ওয়াইন্ডিং
স্টেটর ফ্লাক্স কর্তৃক রোটর ফিল্ডে আবিষ্ট
ই.এম.এফ, লেঞ্জেস ল'র কারণে বাধ্যবাধকতা
219. একটি সিনক্রোনাস মোটর চালু করতে নিম্নের কোন পদ্ধতিটি ব্যবহৃত হয়?
আর্মেচার সার্কিটে রেজিস্ট্যান্স স্টার্টার
DC motor
ড্যাম্পার ওয়াইন্ডিং
কোনোটিই নয়
220. যখন একটি সিনক্রোনাস মোটর নো-লোড অবস্থায় চলে, তখন টর্ক অ্যাঙ্গেল হয় প্রায়-
90° ইলেকট্রিক্যাল
45° ইলেকট্রিক্যাল
30° ইলেকট্রিক্যাল
0° ইলেকট্রিক্যাল