Image
ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অব ইলেক্ট্রিক্যাল পাওয়ার MCQ
141. একটি সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের স্টার্টিং ওয়াইন্ডিং এর পোল সংখ্যা মেইন ওয়াইন্ডিং-এর পোল সংখ্যার-
চেয়ে বেশি
সমান
চেয়ে কম
কোনোটিই নয়
142. একটি ইন্ডাকশন মোটরের ম্যাগনেটিক ফিল্ড যে স্পিডে ঘোরে, তাকে বলা হয়-
ইফেষ্টিত স্পিড
সিনক্রোনাস স্পিড
স্লিপ
শ্যাফট স্পিড
143. একটি ক্যাপাসিটর স্টার্ট, ক্যাপাসিটর রান মোটরের থাকে-
লো-পাওয়ার ফ্যাক্টর
লো-ইফিসিয়েন্সি
হাই-পাওয়ার ফ্যাক্টর
হাই-স্টার্টিং টর্ক
144. একটি সিঙ্গেল ফেজ মোটরের স্টার্টিং ওয়াইন্ডিং স্থাপন করা হয়-
রোটরে
আর্মেচারে
স্টেটরে
ফিল্ডে
147. একটি ইউনিভার্সাল মোটরের স্পিড হ্রাস করা হয় সাধারণত-
ব্রেক ব্যবহার করে
চেইন ব্যবহার করে
গিয়ারিং ব্যবহার করে
বেল্ট ব্যবহার করে
150. একটি সিঙ্গেল ফেজ মোটরের বৈশিষ্ট্যসমূহের একটি হলো-
এতে শুধুমাত্র একটি ওয়াইন্ডিং-এর প্রয়োজন হয়
এতে শুধুমাত্র একটি ওয়াইন্ডিং-এর প্রয়োজন হয়
এটি সেলফ-স্টার্টিং
এটি সেলফ-স্টার্টিং নয়
151. যদি একটি সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের স্টার্টিং ওয়াইন্ডিং সার্কিট হতে বিচ্ছিন্ন করা হয়, তবে এটি-
অতিরিক্ত কারেন্ট টানবে এবং অত্যধিক গরম হবে
ধীরে চলবে
দ্রুত চলবে
হালকা লোডে স্পার্ক দেখা দিবে
152. একটি সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের স্টার্টিং ওয়াইন্ডিং সরবরাহ হতে বিচ্ছিন্ন হওয়ার পর এটি শুধুমাত্র- ওয়াইন্ডিং-এর উপর চলতে শুরু করে।
রোটর
কম্পেনসেটিং
ফিন্ড
রানিং
155. রেজিস্ট্যান্স স্প্লিট ইন্ডাকশন মোটর অত্যন্ত জনপ্রিয় সিঙ্গেল ফেজ মোটর, কারণ-
স্বল্পমূল্য
হাই-স্টার্টিং টর্ক
কম শব্দে চলে
স্টার্টিং পিরিয়ড দীর্ঘ
156. একটি ক্যাপাসিটর স্টার্ট ইন্ডাকশন রান এসি মোটরে ক্যাপাসিটরটি নিম্নের কোন ওয়াইন্ডিং-এর সাথে সিরিজে সংযুক্ত থাকে?
স্টার্টিং ওয়াইন্ডিং
রানিং ওয়াইন্ডিং
স্কুইরেল কেজ ওয়াইন্ডিং
কম্পেনসেটিং ওয়াইন্ডিং
157. ক্যাপাসিটর স্টার্ট ও ক্যাপাসিটর রান মোটরে-
কোনো সেন্ট্রিফিউগ্যাল সুইচ থাকে না
সেন্ট্রিফিউগ্যাল সুইচ থাকে
লো-পাওয়ার ফ্যাক্টর থাকে
লো-ইফিসিয়েন্সি থাকে
158. স্টার্টিং ওয়াইন্ডিং-এর পোল রানিং ওয়াইন্ডিং-এর পোল।4-পোল, 50Hz বিশিষ্ট সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের স্লিপ ১%। মোটরের স্পিড হবে-
1250 rpm
1425 rpm
1500 rpm
1200 rpm
159. একটি সিঙ্গেল ফেজ মোটরের রোটেটিং পার্টকে বলা হয়-
রোটর
রানিং ওয়াইন্ডিং
স্টেটর
স্টার্টিং ওয়াইন্ডিং
160. একটি হাসপাতাল ওয়ার্ডে 14 H.P. ফ্যান চালাতে সর্বোপযুক্ত মোটর কোনটি?
ক্যাপাসিটর রান মোটর
হিস্টেরেসিস মোটর
শেডেড পোল মোটর
সিঙ্গেল ফেজ সিরিজ মোটর