ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অব ইলেক্ট্রিক্যাল পাওয়ার MCQ
381. বাংলাদেশের বাসাবাড়িতে যে বিদ্যুৎ সরবরাহ করা হয়, তার নাম-
২২০ ভোল্টস ডিসি
২৫০ ভোল্টস এসি
২২০ ভোল্টস এসি
৪১৫ ভোল্টস এসি
382. Overhead transmission line- conductor ব্যবহৃত হয়।
Solid
Stranded
উভয়ই
কোনোটিই নয়
383. একটি পিএফআই (IFI) প্ল্যান্ট এর মূল জিনিসটি হচ্ছে-
ম্যাগনেটিক রিলে
ক্যাপাসিটর ব্যাংক
ওমাইক্রোকন্ট্রোলার
এলসিডি ডিসপ্লে
384. অধিক দূরত্বে তড়িৎ প্রেরণে ভোল্টেজ বাড়ানো হয় এবং তড়িৎপ্রবাহ কমানো হয়, কারণ এতে-
তাপ শক্তি উৎপাদন কম হয় বলে তড়িৎ- শক্তি অপচয় কম হয়
তড়িৎ অতি দ্রুত গন্তব্যে পৌঁছায়
প্রেরক তার দীর্ঘদিন ভালো থাকে
প্রেরক তারের রোধ কম থাকে
385. Transmission line-4 groerating ind- ধরনের transformer ব্যবহৃত
step-down
current transformer
step up
কোনোটিই নয়
386. বাংলাদেশে সাধারণত কোনটি Transmission line ভোল্টেজ হিসাবে ব্যবহার হয়?
১৩২KV
৩০kv
১০০kv
১১৮KV
387. বাংলাদেশে ব্যবহৃত দিক পরিবর্তী বৈদ্যুতিক সরবরাহ লাইনের কম্পাঙ্ক কত?
220Hz
60Hz
100Hz
50Hz
388. transmission line-এর Overhead insulator তৈতে কী ব্যবহৃত হয়?
Mica
Porcelain
Varnish
Teflon
389. একটি ৫০ ওহম লোড এবং একটি ১৫০ ওহম ট্রান্সমিশন লাইনে মিস-ম্যাচিং-এর ফলে রিক্র্যাকশন কো- ইফিসিয়েন্ট কত হবে?
০.৫
১/৭৫
২০
৩৭.৫
390. East-West Interconnector লাইনের Operating ভোল্টেজ হচ্ছে-
132kV
230kV
220kV
30kV
391. ২৫০ কিলোমিটারের অধিক দূরত্বে পাওয়ার ট্রান্সমিশনের ক্ষেত্রে ভোল্টেজ লেভেল কত হওয়া উচিত?
৬৬ কেভি
৩৩ কেভি
১১ কেভি
১৩২ কেভি
392. 220V সরবরাহ লাইনের শীর্ষমান কত?
311V
220V
140V
110V
393. একটি লাইনের এ.সি রেজিস্ট্যান্স তার ডি.সি রেজিস্ট্যান্স এর-
সমান
অর্ধেক
এক-চতুর্থাংশ
বেশি
394. বাংলাদেশে লোড-ডেসপাস সেন্টার কোথায়?
কাপ্তাই
আশুগঞ্জ
সিদ্ধিরগঞ্জ
শাহজিবাজার
395. বাংলাদেশের সর্বোচ্চ transmission voltage কত?
220kV
400kV
230kV
33kV
396. একটি সুপরিবাহীর বৈশিষ্ট্য হলো-
এটির রোধ কম
এতে ভোল্টেজ ড্রপ সবচেয়ে কম
এটি সর্বদা কপারের তৈরি
এতে মুক্ত ইলেকট্রনের সংখ্যা খুবই সামান্য
397. করোনার কারণে কোন গ্যাসের সৃষ্টি হয়?
O2
O3
CO
সব কয়টি
398. Overhead transmission line-এ কী পরসের conductor ব্যবহৃত হয়?
copper
ACS.R
copper alky
aluminium
399. Power Generating Station-এ 3-Phase alternator এর generated voltage কত?
11KV
33kV
17.34KV
13.2KV
400. Ferrite core হলো-
Conductor
Semiconductor
Insulator
ওপরের কোনোটিই নয়