EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অব ইলেক্ট্রিক্যাল পাওয়ার MCQ
221. যদি একটি অল্টারনেটরের ল্যাগিং লোড পাওয়ার ফ্যাক্টর কমে যায়, তবে আর্মেচার রিয়‍্যাকশনের ডি- ম্যাগনেটাইজিং প্রভাবও-
একই থাকে
কমতে থাকে
বাড়তে থাকে
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: একটি অল্টারনেটরের ল্যাগিং লোডে পাওয়ার ফ্যাক্টর কমে যায়, তবে আর্মেচার রিয়্যাকশনের ডি-ম্যাগনেটাইজিং প্রভাবও বাড়তে থাকে।
222. একটি অল্টারনেটরের আর্মেচার রিয়‍্যাকশনের প্রভাব সর্বনিম্ন হয় কোন পাওয়ার ফ্যাক্টরে?
0.866 ল্যাগিং
0.866 লিডিং
0.5 ল্যাগিং
ইউনিটি
ব্যাখ্যা: ব্যাখ্যা: ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে আর্মেচার রিয়‍্যাকশন সর্বনিম্ন হয়।
223. হান্টের প্রবণতা দেখায় না সেই সকল অল্টারনেটরের, যারা চলে-
ডিজেল ইঞ্জিনের সাহায্যে
ওয়াটার টারবাইনের সাহায্যে
গ্যাস টারবাইনের সাহায্যে
স্টিম টারবাইনের সাহায্যে
ব্যাখ্যা: ব্যাখ্যা : ওয়াটার টারবান, গ্যাস টারবাইন, স্টিম টারবাইনে চালিত অল্টারনেটরে হান্টের প্রবণতা থাকে। কিন্তু ডিজেল ইঞ্জিনের সাহায্যে চালিত অল্টারনেটরে হান্টের প্রবণতা থাকে না।
224. একটি অল্টারনেটরে সিনক্রোনাস রিয়‍্যাক্ট্যান্স দেখা দেয়--
লিকেজ ফ্লাক্সের কারণে
ডি.সি. ফিল্ড এক্সাইটেশনের কারণে
আর্মেচার রিয়‍্যাকশনের কারণে
উপরের সব ক'টির কারণে
ব্যাখ্যা: ব্যাখ্যা: আর্মেচার রিয়‍্যাকশনের কারণে অল্টারনেটরে সিনক্রোনাস রিয়‍্যাকট্যান্স উৎপন্ন হয়।
225. একটি অল্টারনেটরের ফুল লোড ইফিসিয়েন্সি মেশিনের আকারের সাথে সাথে-
বাড়তে থাকে
কমতে থাকে
অপরিবর্তিত থাকে
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: অল্টারনেটরের সাইজ kVA ruting-এর উপর নির্ভর করে। AVA rating যত বড় হবে সাইজ তত বড় হবে। আর মেশিনের আকার যত বড় হবে তার ইফিসিয়েন্সি তত বেশি হবে।
226. একটি অল্টারনেটরের ভোল্টেজ রেগুলেশন নির্ভর করে-
হান্টিং রোধ করা
উইন্ডেজ লস কমানো
সিনক্রোনিজম অর্জন করা
সার্বিক লস কমানো
ব্যাখ্যা: ব্যাখ্যা:ড্যাম্পার ওয়াইন্ডিং-এর কাজঃ (i) অল্টারনেটরের গতিবেগ যদি বাড়তে-কমতে থাকে, তবে সৃষ্ট হান্টিং বা কলা দোলন প্রশমিত করার জন্যই ড্যাম্পার ওয়াইন্ডিং ব্যবহার করা হয়। (ii) সিনক্রোনাস মোটরের স্টার্টিং টর্ক তৈরিতে ড্যাম্পার ওয়াইভিং প্রয়োজন হয়। (iii) আনব্যালেন্সড লোড অবস্থায় থাকাকালীন ড্যাম্পার ওয়াইন্ডিং 30 ভোল্টেজের মধ্যে সমতা রক্ষা করে।
227. একই পাওয়ার রেটিং-এর জন্য একটি অল্টারনেটরের আকার একটি ডি.সি. জেনারেটরের আকারের-
সমান
চেয়ে বড় হয়
চেয়ে ছোট হয়
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: একই পাওয়ার রেটিং-এর জন্য একটি সল্টারনেটরের আকার একটি ডিসি জেনারেটরের আকারের চেয়ে ছোট হয়।
228. প্যারালেলে সংযুক্ত অল্টারনেটরসমূহের বাস-বারের ভোল্টেজ যুগপৎভাবে বৃদ্ধি করা যায় যদি সকল অল্টারনেটরের-
ফিল্ড এক্সাইটেশন হ্রাস করা যায়
ফিল্ড এক্সাইটেশন বৃদ্ধি করা যায়
প্রাইম মুভারের ইনপুট বৃদ্ধি করা যায়
প্রাইম মুভারের ইনপুট হ্রাস করা যায়
ব্যাখ্যা: ব্যাখ্যা: ফিল্ড এক্সাইটেশন বৃদ্ধি করে প্যারালালে সংযুক্ত অল্টারনেটরসমূহের বাস-বারের ভোল্টেজ যুগপৎভাবে বৃদ্ধি করা যায়।
230. একটি আন্ডার এক্সাইটেড অল্টারনেটর উত্তরমালা সরবরাহ করে-
ল্যাগিং VAR
লিডিং VAR
নো-অ্যাক্টিভ পাওয়ার
নো-রিয়্যাক্টিভ পাওয়ার
231. ৪-পোল বিশিষ্ট একটি অল্টারনেটর 900 rpm-এ ঘুরলে। উৎপাদিত ই.এম.এফ.-এর ফ্রিকুয়েন্সি হবে-
50Hz
60Hz
100Hz
120Hz
232. একটি অল্টারনেটরের ভোল্টেজ রেগুলেশন ০.৪ ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে ইউনিটির-
চেয়ে কম হয়
চেয়ে বেশি হয়
সমান হয়
কোনোটিই নয়
233. একটি টারবো অল্টারনেটরের ইফিসিয়েন্সি তার স্পিড বাড়ার সাথে সাথে-
কমতে থাকে
অপরিবর্তিত থাকে
বাড়তে থাকে
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: টারবো অল্টারনেটরে ইফিসিয়েন্সি তার স্পিড-এর উপর নির্ভর করে। অর্থাৎ স্পিড বাড়লে ইফিসিয়েন্সি বাড়বে, স্পিড কমলে ইফিসিয়েন্সি কমবে।
235. শর্ট পিচের কয়েলের অসুবিধা হলো-
হারমোনিকসের অনুপ্রবেশ ঘটে
ওয়েভ ফরম নন-সাইনুসয়ডাল হয়
কয়েলের চতুর্দিকে ভোল্টেজ হ্রাস পায়
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: The disadvantage of using short-pitch winding is that the total voltage around the coil is somewhat reduce. In order to compensate for this reduction in generated EMF, more number of turns and therefore more copper is required.
236. যখন একটি অল্টারনেটরে লোড বৃদ্ধি পেতে থাকে, তখন এর টার্মিনাল ভোল্টেজও বৃদ্ধি পেতে থাকে, যদি পাওয়ার ফ্যাক্টর হয়-
জিরো
লিডিং
ল্যাগিং
ইউনিটি
ব্যাখ্যা: ব্যাখ্যা: লিডিং পাওয়ার ফ্যাক্টরে অল্টারনেটরের টার্মিনাল ভোল্টেজ বৃদ্ধি পায় ফলে ভোল্টেজ রেগুলেশন নেগেটিভ হয়।
237. যখন কিছুসংখ্যক অল্টারনেটর প্যারালেলে চলে, তখন প্রতিটির পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করা হয়-
লোডের পাওয়ার ফ্যাক্টর দ্বারা
প্রাইম মুভারের ড্রাইভিং টর্ক দ্বারা
ফেজ সিকুয়েন্স দ্বারা
এর ফিল্ড এক্সটাইশেন দ্বারা
239. প্যারালেল অপারেশনে থাকা অল্টারনেটর- সমূহের একটির এক্সাইটেশন যদি কমানো হয়, তবে এর-
পাওয়ার ফ্যাক্টর অধিক লিডিং হবে
পাওয়ার ফ্যাক্টর অধিক ল্যাগিং হবে
আউটপুট kW-এ পরিবর্তন হবে
আউটপুট LW অপরিবর্তিত থাকবে
ব্যাখ্যা: ব‍্যাখ্যা: প্যারালালে অপারেশনে থাকা অল্টারনেটর- সমূহের একটি এক্সাইটেশন বাড়লে পাওয়ার ১৯৫৭ ফ্যাক্টর অধিক লিডিং এবং একটি এক্সাইটেশন ১৮৬ কমালে পাওয়ার ফ্যাক্টর অধিক ল্যাগিং হবে।
240. একটি ডেল্টা কানেক্টেড অল্টারনেটরের দুটি টার্মিনালের ডি.সি. আর্মেচার রেজিস্ট্যান্স 12 হলে প্রতি ফেজ ডি.সি. রেজিস্ট্যান্স হবে- .
0.33 Ω
1 Ω
1.5 Ω
3 Ω