MCQ
241. লো-স্পিড অল্টারনেটর চলে কোনটির সাহায্যে?
হাইড্রোলিক টারবাইন
স্টিম ইঞ্জিন
স্টিম টারবাইন
ডিজেল ইঞ্জিন
242. একটি স্থির অল্টারনেটরকে লাইভ বাস- বারের সাথে সংযুক্ত করা সঠিক নয়, কারণ এটি-
সিনক্রোনাস মোটর হিসেবে চলা শুরু করবে
মুহূর্তের জন্য হলেও বাস-বার ভোল্টেজকে হ্রাস করবে
শর্টসার্কিটেড হবে
প্যারালেলে সংযুক্ত অন্যান্য অল্টারনেটরের উৎপাদিত ইএমএফ-এ অসুবিধা ঘটাবে
243. লিডিং পাওয়ার ফ্যাক্টরে একটি অল্টারনেটরে আর্মেচার ফ্লাক্স রোটর ফ্লাক্সকে--
বাধা দেয়
সহায়তা করে
বিকৃত করে
প্রভাবিত করে না
244. প্যারালেলে স্টিমচালিত দুটি অল্টারনেটরের লোড কোনটি পরিবর্তন করে সমন্বয় করা হয়?
অল্টারনেটরসমূহের ফিল্ড স্ট্রেংথ
অল্টারনেটরসমূহের পাওয়ার ফ্যাক্টর
তাদের প্রাইম মুভারসমূহের সিস্টম সরবরাহ
অল্টারনেটরসমূহের স্পিড
245. একটি টারবো অল্টারনেটরের রোটর সিলিন্ড্রিক্যালভাবে তৈরি করা হয়, কারণ-
এডি কারেন্ট লস হ্রাস করার জন্য
হিস্টেরেসিস লস কমানোর জন্য
কপার লস কমানোর জন্য।
উইন্ডেজ লস কমানোর জন্য
246. একটি অল্টারনেটরের এ.সি. আর্মেচার ওয়াইন্ডিং-
সর্বদাই স্টার সংযুক্ত
সাধারণত ডেল্টা সংযুক্ত
স্টার ডেন্টা সংযুক্ত
কোনোটিই নয়
247. প্রতি সেকেন্ডে 50 সাইকেল উৎপাদনের জন্য 6-পোলের একটি অল্টারনেটরকে কত গতিতে ঘুরতে হবে?
500 rpm
1000 rpm
1200 rpm
1500 rpm
248. একটি অল্টারনেটরকে অনেক সময় বলা হয়-
অ্যাসিনক্রোনাস জেনারেটর
সিনক্রোনাস জেনারেটর
উভয়ই
কোনোটিই নয়
249. একটি বৃহৎ অল্টারনেটর ব্যবহৃত হয়-
স্ট্যাবিলিটি বৃদ্ধির জন্য
স্ট্যাবিলিটি স্থিতিশীল রাখার জন্য
ভোল্টেজ ফ্লাকচুয়েশন হ্রাস করার জন্য
ফ্রিকুয়েন্সি ফ্লাকচুয়েশন হ্রাস করার জন্য
250. ব্যবহৃত অধিকাংশ অল্টারনেটরে থাকে-
ঘুরন্ত এ.সি. আর্মেচার ওয়াইন্ডিং
স্থির ফিল্ড টাইপ গঠন
ঘুরন্ত ফিল্ড টাইপ গঠন
কোনোটিই নয়
251. একটি অল্টারনেটরের স্টেটরে কোন ধরনের স্লট খুব কমই ব্যবহৃত হয়?
ওয়াইড ওপেন টাইপ
সেমি-ক্লোজড টাইপ
ক্লোজড টাইপ
কোনোটিই নয়
252. একটি অল্টারনেটরের স্টেটর নিম্নের কোনটির অনুরূপ---
ডি.সি. জেনারেটর
থ্রি-ফেজ ইন্ডাকশন মোটর
সিঙ্গেল-ফেজ ইন্ডাকশন মোটর
রোজেনবার্গ জেনারেটর
253. অল্টারনেটর কর্তৃক প্রদত্ত আউটপুটের স্ট্যান্ডার্ড ফ্রিকুয়েন্সি বৃদ্ধি করা যায়-
ফিল্ড কারেন্ট বৃদ্ধি
করে আর্মেচারের স্পিড বৃদ্ধি করে
ফিল্ডের স্পিড বৃদ্ধি করে
ফিল্ড কারেন্ট হ্রাস করে
254. হাই-স্পিড অল্টারনেটর চলে কোনটির সাহায্যে?
ডিজেল ইঞ্জিন
স্টিম টারবাইন
হাইড্রোলিক টারবাইন
স্টিম ইঞ্জিন
255. নো-লোড অবস্থায় একটি অল্টারনেটরের প্রাইম মুভারে গৃহীত পাওয়ার ব্যয় হয়-
আর্মেচার ওয়াইন্ডিং ইএমএফ উৎপাদনে
নো-লোড লসসমূহ মিটাতে
আর্মেচার পাওয়ার উৎপাদনে
আর্মেচার এবং রোটর উভয় ওয়াইন্ডিং-এ কপার লসসমূহ মিটাতে
256. একটি টারবো-অল্টারনেটর ব্যবহার করে-
স্যালিয়েন্ট গোল ফিল্ড স্ট্রাকচার
নন-স্যালিয়েন্ট পোল ফিল্ড স্ট্রাকচার
রোটেটিং এ.সি. আর্মেচার ওয়াইন্ডিং
কোনোটিই নয়
257. একটি অল্টারনেটর কর্তৃক উৎপাদিত ইএমএফ-এর পরিমাণ নির্ভর করে-
পোলের সংখ্যার উপর
রোটর স্পিডের উপর
প্রতি পোল ফ্লাক্সের উপর
উপরের সব ক'টির উপর
258. একটি অল্টারনেটরের ফিল্ড ওয়াইন্ডিং কোনটির সাহায্যে উত্তেজিত হয়?
ডিসি
এসি
ডিসি ও এসি উভয়ই
কোনোটিই নয়
259. একটি অল্টারনেটরে শর্টসার্কিট অবস্থায় উৎপাদিত ভোল্টেজ নির্ণয়ের একটি সহজ পদ্ধতি হলো-
শর্টসার্কিট টেস্ট
ওপেন সার্কিট টেস্ট
সিনক্রোনাস ইম্পিড্যান্স টেস্ট
ব্লকড রোটর টেস্ট
260. একটি অল্টারনেটরের এয়ার-গ্যাপ একটি ইন্ডাকশন মোটরের এয়ার-গ্যাপের তুলনায়-
অনেক কম
অনেক বেশি
প্রায় একই
কোনোটিই নয়