Image
MCQ
302. লুপ টেস্ট করা হয়-
শুধুমাত্র গ্রাউন্ড ফন্ট নির্ণয়ের জন্য
শুধুমাত্র শর্টসার্কিট ফল্ট নির্ণয়ের জন্য
শুধুমাত্র ওপেন সার্কিট ফল্ট নির্ণয়ের জন্য
গ্রাউন্ড এবং শর্টসার্কিট ফল্ট নির্ণয়ের জন্য
305. লুপ টেস্টের সময় ত্রুটিযুক্ত ক্যাবলের পাশাপাশি কাট সুস্থ বা ভালো ক্যাবল থাকা প্রয়োজন?
শুধুমাত্র একটি
কমপক্ষে তিনটি
অন্ততপক্ষে দুটি
একটিও না
306. যদি ইন্ডাকশন মোটরের সিনক্রোনাস গতি এর প্রকৃত গতির সমান হয়, তবে উৎপন্ন টর্ক হবে-
ইউনিটি
অসীম
শূন্য
কোনোটিই নয়
307. ট্রান্সফরমার অয়েলের থাকা প্রয়োজন-
লো-ভিসকোসিটি
উচ্চ ভিসকোসিটি
কিছু পরিমাণ জলকণা
কিছু পরিমাণ মালঞ্চ
308. ৩ ফেজ ৬ পোল বিশিষ্ট একটি অল্টারনেটর ১০০০ আর.পি.এম গতিতে ঘুরে ৩ ফেজ, ৮ পোল বিশিষ্ট একটি ইন্ডাকশন মোটরের সরবরাহ দিচ্ছে। কারেন্টের ফ্রিকুয়েন্সি-
১.৫ হার্টজ
৫০ হার্টজ
১৫ হার্টজ
২৫ হার্টজ
311. যদি শান্ট ক্যাপাসিট্যান্স কমানো হয় তবে স্ট্রিং ইফিসিয়েন্সি-
বাড়বে
বেশি বাড়বে
কমবে
অপরিবর্তিত থাকবে
312. ৫০০/২০০ ভোল্ট, ৫ কে.ভি.এ একটি ট্রান্সফরমারের দ্বিতীয়াতে ৮০ টার্ন আছে। প্রথমটিতে টার্নের সংখ্যা-
১০০
২০০
১৫০
২৫০
314. ব্ল‍্যাভিয়ার টেস্টের সাহায্যে ক্যাবলের কোন ফল্ট নির্ণয় করা হয়?
আর্থ ফল্ট
ওপেন সার্কিট ফন্ট
ক্রস-কানেকশন ফল্ট
শর্টসার্কিট ফল্ট
317. যদি conductor এর ব্যাস বাড়ানো হয়, তবে লাইনের ইন্ডাকট্যান্স-
বাড়বে
বেশি বাড়বে
কমবে
অপরিবর্তিত থাকবে
319. ট্রান্সমিশন লাইনের ভেলোসিটি ফ্যাক্টর-
সর্বদাই একের চেয়ে বেশি হয়
চারদিকের মাধ্যমের পারনিটিভিটির উপর নির্ভর করে
বায়ু সাধনের জন্য কম হয়
স্কিন-ইফেক্ট দ্বারা পরিচালিত হয়