MCQ
401. কোনটি উচ্চ load নয়?
AC
LED light
Computer
Calculator
402. Overhead line-এ conductor হিসেবে ব্যবহার করা হয়-
aluminium
steel
copper
brass
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
AC Machine mcq all
ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অব ইলেক্ট্রিক্যাল পাওয়ার mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: Aluminium-এর ওজন কম ও খরচ কম তাই এটি ব্যবহার হয়।
403. কোনটি DESCO এলাকাতে নয়?
Nikunja
Kalyanpur
Purbachal
Tejgaon
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
AC Machine mcq all
ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অব ইলেক্ট্রিক্যাল পাওয়ার mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা : ডেসকো আওতাভুক্ত এলাকা- মিরপুর, পল্লবী, কাফরুল, কল্যাণপুর, ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী, মহাখালী, উত্তরা, উত্তরখান, দক্ষিণখান, বারিধারা, বাড্ডা, টঙ্গী এবং পূর্বাচলসহ প্রায় ৪০০ বর্গকিলোমিটার এলাকা।
404. বাংলাদেশের বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানের মোট সংখ্যা-
4
6
5
7
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
AC Machine mcq all
ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অব ইলেক্ট্রিক্যাল পাওয়ার mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: বাংলাদেশে বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান হলো ৬টি। যথা- BREB, BPDB, NESCO, WZPDCL, DESCO, DPDC ।
405. Delta সংযোগ লাইন ভোল্টেজ ১৭৩২ Volt হলে Phase Voltage কত হবে?
১৭৩.২ V
১৭৩২ V
১০০০ V
৩০০০ V
406. কখন পুরো System-ব্যাপী Load shed করা প্রয়োজন হয় না?
বিদ্যুৎ উৎপাদন চাহিদার তুলনায় কম হলে
বিতরণ লাইনে ত্রুটি হলে
ভোল্টেজ বেশি কমে গেলে
Generator trip করলে
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
AC Machine mcq all
ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অব ইলেক্ট্রিক্যাল পাওয়ার mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: বিদ্যুৎ উৎপাদন চাহিদার তুলনায় কম হলে পুরো System লোডশেডিং করার প্রয়োজন হয় না। শুধুমাত্র একটি নির্দিষ্ট এলাকাতে লোডশোডিং করা হয় একটি নির্দিষ্ট সময়ের জন্য।
407. High Voltage-এ AC Power transmission করা হয় কেন?
Power বাড়ানোর জন্য
Copper loss কমানোর জন্য
Iron loss কমানোর জন্য
খরচ কমানোর জন্য
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
AC Machine mcq all
ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অব ইলেক্ট্রিক্যাল পাওয়ার mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: আমরা জানি, Transmission line-এর ক্ষেত্রে Copper loss= P'R। ভোল্টেজ যত বেশি হবে কারেন্টের মান তত কম হবে, যার কারণে লসও কম হবে।
408. কত ভোল্টেজের বেশি হলে সাস্পেনশন টাইপ Insulator ব্যবহার করা হয়?
11kV
66kV
33kV
100kV
409. Transmission line-এর Sag কোন Factor-এর উপর নির্ভর করে?
Span length
Weight of the conductor
Tension of the conductor
সবগুলো
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
AC Machine mcq all
ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অব ইলেক্ট্রিক্যাল পাওয়ার mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: যে-সকল ফ্যাক্টরের উপর স্যাগ নির্ভর করে সেগুলো হলো-
(i) কন্ডাক্টরের ওজন, (ii) স্প্যানের দৈর্ঘ্য, (iii) কার্যকরী টান, (iv)
তাপমাত্রা, (v) কন্ডাক্টরের ঝুলনে ঝড় ও বরফের প্রভাব ইত্যাদি।
410. 132kV Transmission line-এ কোন ধরনের অন্তরক ব্যবহৃত হয়?
Pin Type
Disc Type
Shackle Type
Pin Shackle
411. স্কিন Effect-এর জন্য দায়ী কে?
capacitor
inductor
resistor
সব কয়টি