Image
MCQ
281. একটি ট্রান্সফর্মারের প্রাইমারি ও সেকেন্ডারি কীভাবে সংযুক্ত থাকে?
বৈদ্যুতিকভাবে
যান্ত্রিকভাবে
চৌম্বকভাবে
বৈদ্যুতিক ও চৌম্বকভাবে
282. যখন একটি ট্রান্সফর্মারের সেকেন্ডারি শর্টসার্কিট করা হয়, তখন প্রাইমারির ইন্ডাকট্যান্স-
হ্রাস পায়
অপরিবর্তিত থাকে
বৃদ্ধি পায়
কোনোটিই নয়
283. একটি ট্রান্সফর্মার একটি দক্ষ যন্ত্র, কারণ এটি-
একটি স্থির যন্ত্র
ইন্ডাকটিভ কাপলিং ব্যবহার করে
ক্যাপাসিটিভ কাপলিং ব্যবহার করে
বৈদ্যুতিক কাপলিং ব্যবহার করে
284. তিন-ফেজ মোটরের 220V, 50Hz ফ্রিকুয়েন্সির স্লিপ 4% হলে, মোটরের রোটর ফ্রিকুয়েন্সি বের কর?
4Hz
6Hz
8Hz
2Hz
285. একটি ট্রান্সফর্মারের প্রাইমারির প্রতি টার্ন ভোল্টেজ, সেকেন্ডারির প্রতি টার্ন ভোল্টেজের-
চেয়ে বেশি
চেয়ে কম
সমান
কোনোটিই নয়
286. অল্টারনেটরে টারমিনাল ভোল্টেজ ইএমএফ এর চেয়ে কম, কারণ-
আর্মেচার ড্রপ
সিনক্রোনাস রিয়্যাক্ট্যান্স ড্রপ
আর্মেচার রিয়‍্যাকশন
সবগুলো
287. একটি আদর্শ ট্রান্সফর্মার সেটি, যার-
প্রাইমারি ও সেকেন্ডারি ওয়াইন্ডিং এর জন্য একটি কমন কোর আছে
কোনো লস্ এবং ম্যাগনেটিক লিকেজ নেই
স্টেইনলেস স্টিলের কোর এবং বিশুদ্ধ তামার ওয়াইন্ডিং আছে
প্রাইমারি ও সেকেন্ডারি ওয়াইন্ডিং-এর আন্তঃসংযোগ আছে
288. একটি ট্রান্সফর্মারের ওপেন সার্কিট টেস্ট করা হয় নিম্নের কোনটি নির্ণয়ের জন্য?
কপার লস্
কোর লস্
ইন্সুলেশন
রেজিস্ট্যান্স দক্ষতা
289. একটি আদর্শ ট্রান্সফর্মারে নো-লোড কারেন্ট --
V₁-এর 90° পিছনে থাকে
V₁-এর 90° অগ্রগামী থাকে
V₁-এর সাথে ইন-ফেজ থাকে
V₁-এর ০° হতে 90° পিছনে থাকে
290. একটি ট্রান্সফর্মারের এডি কারেন্ট লস্ নিম্নের কোনটির সরাসরি সমানুপাতিক?
কোর ল্যামিনেশনের পুরুত্বের
কোর ল্যামিনেশনের পুরুত্বের বর্গের
সাপ্লাই ফ্রিকুয়েন্সির
কোরের ফ্লাক্স ডেনসিটির
292. একটি ট্রান্সফর্মারের নো-লোড টেস্ট করা হয় নিম্নের কোনটি নির্ণয়ের জন্য?
কপার লস্
ম্যাগনেটাইজিং কারেন্ট এবং কোর লস
ট্রান্সফর্মারের দক্ষতা
ম্যাগনেটাইজিং কারেন্ট
293. 5kVA রেটিং এর নিচে ট্রান্সফর্মার সাধারণত হয়-
অয়েল কুন্ড
ন্যাচারল এয়ার কুন্ড
ওয়াটার কুণ্ড
কোনোটিই নয়
294. একটি ট্রান্সফর্মারের বেশি সংখ্যক প্যাঁচবিশিষ্ট ওয়াইন্ডিংকে বলা হয়-
লো-ভোল্টেজ ওয়াইন্ডিং
হাই-ভোল্টেজ ওয়াইন্ডিং
লো-অথবা হাই-ভোল্টেজ ওয়াইন্ডিং
উপরের কোনোটিই না
295. দুই ওয়াইন্ডিং বিশিষ্ট ট্রান্সফর্মারের প্রাইমারি ও সেকেন্ডারিতে ইনডিসড্ ভোল্টেজ সর্বদাই-
পরিমাণে সমান থাকে
পরস্পর বিপরীত ফেজে থাকে
পরস্পর ইন-ফেজে থাকে
সেকেন্ডারি লোড কর্তৃক নির্ধারিত হয়
296. যদি একটি ট্রান্সফর্মারের সরবরাহ ফ্রিকুয়েন্সি বৃদ্ধি করা হয়, তবে আয়রন লস-
হ্রাস পাবে
বৃদ্ধি পাবে
কিছুই হবে না
কোনোটিই নয়
298. কোর টাইপ ট্রান্সফর্মারে থাকে-
দীর্ঘ ম্যাগনেটিক পাথ
হ্রস্ব (Short) ম্যাগনেটিক পাথ
প্রতি টার্নে কম গড় দৈর্ঘ্য
কোনোটিই নয়
299. একটি স্টেপ-আপ ট্রান্সফর্মার কোনটি বৃদ্ধি করে?
ভোল্টেজ
কারেন্ট
পাওয়ার
ফ্রিকুয়েন্সি
300. একটি লোডেড স্টেপ-আপ ট্রান্সফর্মারের সেকেন্ডারির সাথে তুলনা করলে প্রাইমারিতে থাকে-
নিম্নতর ভোল্টেজ এবং উচ্চতর কারেন্ট
উচ্চতর ভোল্টেজ এবং নিম্নতর কারেন্ট
নিম্নতর ভোল্টেজ এবং নিম্নতর কারেন্ট
উচ্চতর ভোল্টেজ এবং উচ্চতর কারেন্ট