ডিজাইন অব স্ট্রাকচার MCQ
সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিজাইন অব স্ট্রাকচার সাবজেক্টের সকল MCQ প্রশ্ন এই ফোল্ডারে পাবেন। Civil Engineering এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ এর প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ এখানে পাবেন। সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Design of Structure all MCQ, Civil Engineering MCQ
121. একটি আয়তক্ষেত্রের প্রস্থ ও গভীরতা যথাক্রমে d ও d হলে ক্ষেত্রটির নুন্যতম রেডিয়াস -এর জাইরেশন, -
b/2√3
b/√3
d/2√3
d/√3
122. ল্যামির সূত্র প্রযাজ্য কেবলমাত্র-
কোপে- নার বল
নন- কোপে- নার বল
কনকারেন্ট
নন- প্যারালাল
123. কোন বস্তুর ওপর 6 kg ও 8 kg বল সমকোণে কাজ করলে তাদের লব্ধি হবে-
10 kg
5kg
7 kg
12kg
124. যেসব বল একই বিন্দুতে মিলিত হয়ে কাজ করে ঐ সব বলকে বলে-
কো- লিনিয়ার বল
কোপে নার বল
কোপে নার কনকারেন্ট বল
কনকারেন্ট বল
125. একটি বর্ণক্ষেত্রের বাহুর মান a হলে ভরকেন্দ্রগামী ঐ ক্ষেত্রের মোমেন্ট অব ইনারশিয়া-
a^4/12
a^4/4
a^3/12
a^3/3
126. দুটি কল ও যদি সমকোণে কাজ করে তবে বলদ্বয়ের লব্ধি হবে-
R= p-Q
R =√ P²+Q^2
R=2p cox /2
কোনটিই নয়
127. ফাঁপা বৃত্তাকার ক্ষেত্রের পোলার মোমেন্ট অব ইনারশিয়া-
π (D^4 d^4)16
π (D^4 d^4)8
π (D^4 d^4)64
π (D^4 d^4)32
128. ভারসাম্যের দ্বি- কল, ত্রি বল ও চার বল নীতিসমূহ কোন প্রকার বলের ক্ষেত্রে প্রযোজ্য হবে?
কনকারেন্ট
নন- কনকারেন্ট
কোপে- নার বল
প্যারালাল বল
129. 5 kg বল উত্তর দিকে এবং 3 kg বল পূর্ব দিকে কাজ করলে লব্ধি বল -
3 kg
4 kg
5kg
6 kg
130. সমান্তরাল ফল কত প্রকার?
2
3
4
8
131. যদি V এর মান যোগবোধক এবং H এর মান বিয়োগবোধক হয়, তবে লব্ধির প্রকৃত কোণ হবে--
α=180-θ
α=180+θ
α=θ
α=360-θ
132. ত্রিভুজের ভূমি b এবং উচ্চতা h হলে ভূমি রেখা থেকে C.G এর দূরত্ব হবে-
h/2
h/3
h/4
2h/3
133. কোনটির দ্বারা বল পরিমাপ করা হয়?
বস্তুর ভর x ত্বরণ
বস্তুর ভর x সরণ
বস্তুর ভর x দ্রুতি
বস্তুর ভর x বেগ
134. অক্ষের সাপেক্ষে অর্ধবৃত্তাকার ক্ষেত্রের মোমেন্ট অব ইনারশিয়া-
π г^4/64
π г^4/36
π г^4/12
π г^4/8
135. কোন ক্ষেত্রের ওপর লম্ব অক্ষের সাপেক্ষে ক্ষেত্রফলের দ্বিতীয় মোমেন্টকে কি বলে?
মোমেন্ট অব ইনারশিয়া
পোলার মোমেন্ট অব ইনারশিয়া
ক্ষেত্রফলের দ্বিতীয় মোমেন্ট
রেডিয়াস অব জাইরেশন
136. দুই বলের লব্ধির বর্গ বলদ্বয়ের বর্গের সমষ্টির সমান হলে বলম্বয়ের অন্তর্ভুক্ত কোণ কত?
360°
90°
60°
30°
137. একটি রাইট সার্কুলার সলিড কোণ (Cone) এর উচ্চতা h হলে ভূমি থেকে CG এর দূরত্ব হবে-
h/2
h/3
h/4
2h/3
138. দুটি বলের লব্ধি বলদ্বয়ের অন্তরফলের সমান হলে বলদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ?
60°
180°
90°
45°
139. যদি দুটি বল P ও Q একই সরলরেখায় কাজ করে কিন্তু পরস্পর বিপরীতমুখী তখন বলদ্বয়ের লব্ধি R হবে--
R=P+Q
R=2PQcosθ/2
R=P-Q
R = √P²+Q2
140. যেসব বল একটি বিন্দুতে মিলিত হয় এবং তাদের ক্রিয়া রেখা একই হলে হলে ঐ সব বলকে বল হয়-
কোপে-নার
কোলিনিয়ার
কনকারেন্ট
কোপে- নার কনকারেন্ট বল